আমাদের লক্ষ্য
আমরা শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার জন্য একটি উচ্চমানসম্পন্ন কর্মসূচি উপহার দিতে চাই। এর মাধ্যমে তারা একটি আনন্দময় এবং নিরাপদ পরিবেশে ইংরেজি শিক্ষার পাঠ লাভ করতে পারবে।
আমাদের শিক্ষাদান পদ্ধতি
আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরা তখনই সবচেয়ে ভালোভাবে শিখতে পারে যখন তারা তাদের পাঠ্য বিষয়ের মাঝে আগ্রহ ও অনুপ্রেরণা খুঁজে পায়। পাঠ্য বিষয়টিকে একটু নতুন ও চ্যালেঞ্জিং-ভাবে উপস্থাপন করা হলে শিক্ষার্থীরা সহজেই তাতে আগ্রহী হয়। আমরা জানি যে প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি অন্যদের থেকে আলাদা, তাই আমরা প্রতিটি শিক্ষার্থীর প্রাথমিক অবস্থা ও শেখার গতি বিবেচনা করেই তার জন্য পাঠ্যসূচি নির্ধারণ করে থাকি। আমাদের শিক্ষকেরা বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই বয়সোপযোগী নানা পদ্ধতি প্রয়োগ করে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন, যেন শিক্ষার্থীরা এর সর্বোচ্চ সুফল লাভ করতে পারে।
আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমে নিজেরাও অংশ নিক এবং প্রতিমুহূর্তে নিজেদের অগ্রগতি যাচাই করুক। ভাষাগত অন্যান্য দক্ষতাসহ ইংরেজি বলতে আমরা শিক্ষার্থীদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি, যাতে ভবিষ্যতে পড়াশোনা, কর্মক্ষেত্র বা সামাজিক যোগাযোগে্র ক্ষেত্রেও এই দক্ষতা তারা কাজে লাগাতে পারে।