IELTS ফর UKVI- দিয়ে যুক্তরাজ্যে পড়াশোনা, কাজ ও বাস করুন

যদি আপনি UK-তে বাস করা বা পড়াশোনার সুযোগ খোঁজেন, তাহলে আপনাকে হয়তো UK ভিসার জন্য আবেদন করতে ও দেখাতে হবে যে আপনি হোম অফিস অনুমোদিত IELTS ফর UKVI (শিক্ষামূলক বা সাধারণ প্রশিক্ষণ) বা IELTS লাইফ স্কিলসের মত সিকিওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট (SELT) দিয়ে আবশ্যিক ইংরেজী দক্ষতার স্তর পূরণ করেছেন।

IELTS এবং IELTS ফর UKVI-এর মধ্যে পরীক্ষার ফর্ম্যাটে কি কোনও পার্থক্য আছে?

IELTS (শিক্ষামূলক/সাধারণ প্রশিক্ষণ) এবং IELTS ফর UKVI (শিক্ষামূলক/সাধারণ প্রশিক্ষণ)-এর মধ্যে পরীক্ষা ফর্ম্যাটের কোনও পার্থক্য নেই। পরীক্ষাটি বিষয়, ফর্ম্যাট, কাঠিন্যের স্তর ও স্কোরিংয়ের দিক থেকে একই। যাইহোক, যে টেস্ট রিপোর্ট ফর্মে আপনার ফলাফল রয়েছে সেগুলি ঈষৎ ভিন্ন হবে এবং এটি দেখাবে যে আপনি যুক্তরাজ্যের  হোম অফিস কর্তৃক অনুমোদিত কোনও আনুষ্ঠানিক IELTS UKVI কেন্দ্রেই পরীক্ষাটি দিয়েছেন। 

আমার কোনও পরীক্ষা ফর্ম্যাটটি নেয়া উচিত?

যদি আপনি শিক্ষার্থী হন, তাহলে বুক করার আগে আপনার বিশ্ববিদ্যালয়, কলেজ/স্কুলের সাথে মিলিয়ে নিন যে কোনও পরীক্ষাটি দিতে হবে।

যদি আপনি টিয়ার ৪ স্পনসর হিসাবে থাকা কোনও বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীতে সরাসরি প্রবেশ করতে কোনও উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে স্টুডেন্ট ভিসার (টিয়ার ৪) আবেদন করেন, তাহলে আপনাকে অবশ্যই প্রতিষ্ঠানটির নির্ধারিত ইংরেজী ভাষার দক্ষতা পূরণ করতে হবে। সব ব্রিটিশ বিশ্ববিদ্যালয় এবং কলেজই IELTS অ্যাকাডেমিকের ফলাফল স্বীকার করে, যার মানে আপনাকে IELTS ফর UKVI (অ্যাকাডেমিক) পরীক্ষাটি না দিলেও চলবে বরং আপনি IELTS অ্যাকাডেমিকের ফলাফলই জমা দিতে পারেন।

যদি আপনি শিক্ষার্থী না হন, তাহলে বুক করার আগে আপনি যে সংগঠনে আবেদন করছেন তাদের সাথে সাথে মিলিয়ে নিন যে কোনও পরীক্ষাটি দিতে হবে।

ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে IELTS ফর UKVI পরীক্ষাটি দিন

IELTS ফর UKVI (শিক্ষামূলক এবং জেনারেল ট্রেনিং) পরীক্ষা এবং IELTS লাইফ স্কিলস কোনও UKVI অনুমোদিত পরীক্ষা কেন্দ্রেই দিতে হবে। ব্রিটিশ কাউন্সিলের পুরো বিশ্ব জুড়ে UKVI অনুমোদিত স্থান রয়েছে। 

IELTS ফর UKVI (অ্যাকাডেমিক)

এই পরীক্ষাটি তখনই দিন যদি আপনি যে বিশ্ববিদ্যালয় বা সংগঠনে আবেদন করেসেন তারা আপনাকে IELTS ফর UKVI (অ্যাকাডেমিক) পরীক্ষাটি দিতে বলে।

টেস্ট টি শুধু ঢাকা এবং সিলেট এ দেয়া যাবে। ফি ২১,০০০ টাকা

IELTS ফর UKVI (অ্যাকাডেমিক) বুক করুন

IELTS ফর UKVI (জেনারেল ট্রেনিং)

এই পরীক্ষাটি তাঁদের জন্য যাঁরা UK-তে ডিগ্রী স্তরের নীচে প্রশিক্ষণ বা পড়াশোনা করতে চান। এটি কাজ করার জন্যে বা কাজ সংক্রান্ত প্রশিক্ষণ নিতে বা যুক্তরাজ্যতে অভিবাসন করতেও ব্যবহার করা যেতে পারে।

টেস্ট টি শুধু ঢাকা এবং সিলেট এ দেয়া যাবে। ফি ২১,০০০ টাকা

IELTS ফর UKVI (জেনারেল ট্রেনিং) বুক করুন

IELTS লাইফ স্কিলস

IELTS লাইফ স্কিলস হল এমন ব্যক্তিদের জন্য ইংরেজীর পরীক্ষা যাঁরা যুক্তরাজ্যে  ভিসার আবেদন করার জন্য শুধুমাত্র তাদের লিসেনিংও স্পিকিং দক্ষতা কমন ইউরোপীয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্সের (CEFR) A1, A2 বা B1 স্তরে প্রমাণ করতে চান।

IELTS লাইফ স্কিলস দুটি স্তরে দেয়া যাবে:

IELTS লাইফ স্কিলস A1

যদি আপনাকে আপনার যুক্তরাজ্য ভিসা ও ‘স্থায়ী বাস থাকা ব্যক্তির পরিবারের’ ভিসায় অভিবাসনের আবেদনের অংশ হিসাবে আপনার ইংরেজী কথা বলা ও শোনার দক্ষতা প্রমাণ করে দেখাতে হয় তবেই এই পরীক্ষাটি দিন।

 টেস্ট টি শুধু ঢাকা এবং সিলেট এ দেয়া যাবে। ফি ১৬,২০০ টাকা

IELTS লাইফ স্কিলস A1 বুক করুন

IELTS লাইফ স্কিলস B1

যদি আপনাকে আপনার যুক্তরাজ্য ভিসা ও অনির্দিষ্টকাল ধরে থাকা বা নাগরিকত্বের জন্য অভিবাসনের আবেদনের অংশ হিসাবে আপনার ইংরেজী কথা বলা ও শোনার দক্ষতা প্রমাণ করে দেখাতে হয় তবেই এই পরীক্ষাটি দিন।

টেস্ট টি শুধু ঢাকা এবং সিলেট এ দেয়া যাবে। ফি ১৬,২০০ টাকা

IELTS লাইফ স্কিলস B1 বুক করুন