ব্রিটিশ কাউন্সিল বিশ্বাস করে প্রতিটি শিশুর মধ্যেই সম্ভাবনা আছে এবং পৃথিবীর যেখানেই হোক না কেন, প্রতিটি শিশুই গুরুত্বপূর্ণ । সবকিছুতেই শিশুরা অগ্রাধিকার পাবে যেহেতু জ্ঞান ও চিন্তা বিনিময়ের ক্ষেত্রে তাদের অনন্য এক সততা এবং আগ্রহ আছে যা ভবিষ্যতে বিশ্বব্যাপী একটি অর্থপূর্ণ আস্থার ক্ষেত্র গড়ে তুলতে ও দীর্ঘস্থায়ী পরিবর্তন সাধন করতে সম্ভবপর হবে।
শিশুর সুরক্ষা প্রত্যেকেরই দায়িত্ব। যে সকল শিশুরা বিভিন্নভাবে আমাদের কার্যক্রমের সাথে জড়িত তাদের প্রতি আমাদের মৌলিক কর্তব্যসমুহ সম্পর্কে আমরা ওয়াকিবহাল। আমরা মনে করি তাদেরকে যেকোনো ধরণের নির্যাতনের হাত থেকে রক্ষাও আমাদের কর্তব্য। যেসব দেশে আমরা কাজ করছি সেখানকার শিশু সুরক্ষা আইন এবং জাতিসংঘের শিশু অধিকার সনদ (UNCRC), ১৯৮৯ এর সাথে সামঞ্জস্য রেখে আমরা এই লক্ষ্যটি অর্জন করার চেষ্টা করি। জাতিসংঘ সনদটি একটি আন্তর্জাতিক আইনি অবকাঠামো যা শিশুদের নির্দিষ্ট অধিকার নিয়ে কাজ করে।
শিশুদের ব্যাপারে ব্রিটিশ কাউন্সিলের স্পষ্ট অবস্থান এই যে প্রতিটি শিশুরই সকল ধরণের নির্যাতন থেকে সুরক্ষা পাবার অধিকার আছে, যা মূলত জাতিসংঘের শিশু অধিকার সনদ (UNCRC) ১৯৮৯-এর ১৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে। UNCRC, ১৯৮৯ অনুযায়ী ১৮ বছরের নিচে সকল মানবসন্তানই শিশুব্রিটিশ কাউন্সিল শিশু বলে গণ্য করবে, সে যেখানে বাস করছে বা তার দেশে সাবালকত্বের বয়সসীমা যাই হোক না কেন।
আমরা স্বীকার করি যে :
- শিশুর কল্যাণই সর্বপ্রধান।
- বয়স, প্রতিবন্ধকতা, লিঙ্গ, নৃতাত্ত্বিক ঐতিহ্য, ধর্মবিশ্বাস, যৌন অভিমত নির্বিশেষে সকল শিশুর সব ধরণের অনিষ্টতা ও সহিংসতা থেকে নিরাপদ থাকার সমান অধিকার আছে।
- তরুণদের কল্যাণকে উন্নীত করতে হলে শিশু, তরুণ, তাদের বাবা-মা, অভিভাবক এবং শিশু সুরক্ষা নিয়ে কাজ করে এমন সংস্থাসমূহের সাথে অংশীদার হয়ে কাজ করাটা অপরিহার্য।
এই নীতির উদ্দেশ্য হচ্ছে :
- এটা নিশ্চিত করতে সাহায্য করা যে ব্রিটিশ কাউন্সিল এ যে সকল শিশু কোনো কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত হবে তারা যেন সুরক্ষিত থাকে।
- শিশু সুরক্ষা বিষয়টি নিয়ে কর্মীদের মাঝে একটি সাধারণ ধারণা তৈরি করা এবং কর্মীদের পরিকল্পনা ও অনুশীলনে সেই নীতি অনুসরণ করতে বলা।
- শিশু নির্যাতনের ব্যাপারে যদি কোনো অভিযোগ আসে অথবা কোনো প্রামাণ্য বা সন্দেহপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তখন একজন কর্মী কী পদক্ষেপ গ্রহণ করবে সে ব্যাপারে ধাপে ধাপে তাদের পথনির্দেশনা দেয়া।
এই নীতিটি বিশ্বব্যাপী সকল ব্রিটিশ কাউন্সিল কর্মীদের জন্য বাধ্যতামূলক । ব্রিটিশ কাউন্সিলের ফুলটাইম বা পার্টটাইম, বেতনভুক্ত বা চুক্তিভিত্তিক যেকোনো কর্মীই এই নীতির আওতাভুক্ত। যারা এখানকার সরাসরি কর্মী, উপদেষ্টা, স্বেচ্ছাসেবী, ইন্টার্ন এবং ব্রিটিশ কাউন্সিলের পক্ষে কাজ করছেন এমন যে কাউকেই এই নীতির আওতায় রাখা হবে।
শিশুকে সুরক্ষা দিতে আমরা :
- তাদের মূল্য দেবো, তাদের কথা শুনবো এবং তাদের যথাযথ সম্মান দেবো।
- আমাদের কর্মীদের জন্য শিশু সুরক্ষা নিশ্চিত করে এমন ব্যবস্থা ও পদ্ধতি অবলম্বন করবো
- আমাদের কর্মীদের নিরাপত্তার সাথে নিয়োগ করবো, এটা নিশ্চিত করবো যে তার ব্যাপারে সকল প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।
- কর্মী, শিশু ও তাদের বাবা-মা/ অভিভাবকের সাথে শিশু সুরক্ষা ও তার সুষ্ঠু অনুশীলন নিয়ে তথ্য বিনিময় করবো।
- শিশুর সুরক্ষা সংক্রান্ত কোনো সমস্যা সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিশু বিষয়ক সংস্থা, বাবা-মাকে জানাবো। সম্পৃক্ত শিশুটির সাথেও এই ব্যাপারে যথাসম্ভব বোধগম্যভাবে কথা বলা হবে।
- তত্ত্বাবধান, সাহায্য ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের জন্য কার্যকর ব্যবস্থাপনা জ্ঞান সরবরাহ করবো।
এই নীতি বাস্তবায়নের জন্য আমরা পর্যাপ্ত ও যথার্থ রিসোর্স সরবরাহ করবো এবং নিশ্চিত করবো যে নীতিগুলো সবাই জেনেছে এবং বুঝেছে।