CB Test

ব্রিটিশ কাউন্সিল একটা সুরক্ষিত এবং ধারাবাহিক পরীক্ষার আয়োজন আপনার জন্য করে থাকে যাতে আপনার অভিজ্ঞতাও অনেক বৃদ্ধি পায়।

এ সব পরীক্ষার মধ্যে আছে

• ACCA – Chartered Certified Accountant qualification (ACCA),যার পৃষ্ঠপোষক হিসেবে আছে Association of Chartered Certified Accountants (ACCA) যা পৃথিবীর সর্ববৃহৎ ও দ্রুতগামী পেশাদার একাউন্টেন্সি সংগঠন, যেখানে মেম্বার আছে ৬৩০০০০ এবং শিক্ষার্থী আছে ১৮০টি দেশে

• Aptis- একটি আধুনিক ও সহজ ইংরেজী ভাষার উপর দক্ষতার পরীক্ষা যা পরিকল্পনা করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির চাহিদাকে মাথায় রেখে। এই পরীক্ষার দ্বারা নিয়োগ, কর্মশক্তি উন্নয়ন এবং প্রশিক্ষণ চাহিদা সম্পর্কে আপনি সহজে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার ব্যাবসার ধরণের কথা চিন্তা করে  এই পরীক্ষার ধরণ বদলানো যাবে এবং ফলাফলও প্রাসঙ্গিক, সঠিক এবং নির্ভরযোগ্য হবে। আপনার এবং আপনার প্রতিষ্ঠানের সময়কে মাথায় রেখে ভিন্ন ভিন্ন সময়সীমা রাখা হয়েছে।

• CD IELTS UKVI- একটি ইংরেজী ভাষার দক্ষতার পরীক্ষা তাদের জন্য যারা ডিগ্রী বা এর নীচের লেভেলে যুক্তরাজ্যে পড়শোনা করতে চান,অথবা যুক্তরাজ্যে ইমিগ্রেশন আর ভিসার জন্য সরাসরি  Secure English Language Test (SELT) নিতে চান ( যা নভেম্বরে থেকে শুরু হবে) 

অন্যান্য কম্পিউটার বেসড পরীক্ষার সুযোগ আছে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী।