বাংলাদেশের সাথে আমাদের সাংস্কৃতিক সম্পর্কের বয়স ৬৫ বছরেরও বেশী। এই মুহুর্তে বাংলাদেশের ৬৪টি জেলাতেই বিভিন্ন ধরণের সেবা ও কর্মসূচির মাধ্যমে আমাদের সক্রিয় কার্যক্রম চলছে। আমাদের কাজের মাধ্যমে আমরা যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ জ্ঞান বিনিময় ও বোঝাপড়া তৈরি করি। আমাদের কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। তাদেরকে আমরা অনুপ্রাণিত করি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে। তাদের মধ্যে বৈশ্বিক নাগরিকত্তের চিন্তাধারার বিস্তার ঘটিয়ে এবং নিজেদের যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নত জীবনের আকাঙ্ক্ষা সৃষ্টি করি।

আমরা যাদের সাথে কাজ করি তারা একেকজন ব্রিটেনের সেরা সৃষ্টিশীল মানুষদের অন্যতম। তারা দেশে ও দেশের বাইরে উদ্ভাবনী, উচ্চমানসম্পন্ন ইভেন্ট এবং সহযোগিতামূলক কাজকে বিকশিত করার লক্ষ্যে কাজ করে থাকেন। আমাদের কাজের একটি প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরি করা ও নতুন নেটওয়ার্ক তৈরি করা যা একটি দীর্ঘমেয়াদী সৃষ্টিশীল অংশীদারিত্বের পরিস্ফুটন ঘটাবে। আমরা বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারদের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে সৃজনশীল দক্ষতা সৃষ্টি করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।

সরাসরি শিক্ষাদান, ডিজিটাল পদ্ধতির ব্যবহার, পরীক্ষা পরিচালনা এবং ইংরেজি ভাষার দক্ষ শিক্ষক তৈরির মাধ্যমে আমরা ইংরেজি ভাষায় একজন ব্যক্তির দক্ষতার উন্নতি সাধনে কাজ করি। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করছি যাতে স্কুল ও কলেজ পর্যায়ে ইংরেজিতে কথা বলা ও শুনে বোঝার মূল্যায়ন প্রক্রিয়া বিকাশ লাভ করে। এই মূল্যায়নের মাধ্যমে একজন ছাত্র চাকরিক্ষেত্রে ও উচ্চ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে ভালো সুযোগগুলো গ্রহণ করতে পারবে। মাধ্যমিক খাতের সংস্কার প্রকল্পে সরকার যে লক্ষ্য নিয়ে কাজ করছে সেখানে আমরা সহায়ক ভূমিকা পালন করছি। এই প্রকল্পের একটি কাজের উদাহরণ হচ্ছে শিক্ষকদের জন্য একটি শিক্ষাদান কাঠামো তৈরি করা। সেই সাথে, শিক্ষকদের কৌশলগত উন্নতি ঘটানোর মাধ্যমে পাঠ্যসূচীতে ২১ শতকের দক্ষতাসমূহ কাজে লাগানোর প্রকল্পটিতেও আমাদের সমর্থনমূলক অংশগ্রহণ রয়েছে।

ইংরেজি ভাষা শিক্ষার আমাদের যে সেবাটি বিশ্বজুড়ে সমাদৃত, সেটি শিশু, শিক্ষার্থী, প্রাপ্তবয়স্ক এবং পেশাদার সকলের জন্যই উন্মুক্ত। আমরা একই সাথে বিভিন্ন স্তরের অংশীদার, কোম্পানি এবং ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কাজ করছি যার মাধ্যমে আমাদের পক্ষে বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট সেক্টরে কর্পোরেট ইংরেজি প্রশিক্ষণ দেয়া সম্ভব হচ্ছে। দেশজুড়ে আমাদের যে পরীক্ষা কার্যক্রম চালু আছে তার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই কেউ না কেউ যুক্তরাজ্য বা অন্য কোনো দেশে উন্নত শিক্ষা ও পেশাদার খাতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

আমরা সম্প্রতি নতুন একটি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছি। এতে আছে - আধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি গ্রন্থাগার, যেখানে ডিজিটাল রিসোর্সের নতুন ও বিস্তৃত সংগ্রহ রয়েছে এবং ঢাকাবাসীদের জন্য এটি নতুন একটি মিলনায়তনে পরিণত হয়েছে। আমরা দেশব্যাপী গণগ্রন্থাগার খাতকে আধুনিক করার প্রকল্পে সরকারের সাথে কাজ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটি সেবা প্রদান করা যেন সবাই হাতের নাগালে ইন্টারনেট সুবিধা সহ যেকোনো বিষয়ে তথ্য ও রিসোর্স খুঁজে পান। এর মাধ্যমে নাগরিকদের নিজেদের জীবনের ওপর আরও নিয়ন্ত্রণ আসবে এবং এতে করে তারা নিজেদের সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রেও বিভিন্ন ধরণের ইউজার-ড্রিভেন সেবার সহায়তা পাবে।

 

আরও দেখুন