IELTS logo

ব্রিটিশ কাউন্সিলের IELTS অংশীদার কার্যক্রমটি সেসব প্রতিষ্ঠানের জন্য একটি মেম্বারশিপ স্কিম  যারা  IELTS জন্য প্রার্থীদের নিবন্ধন ও প্রস্তুত করার কাজ করে। কর্মসূচিটি এমনভাবে নকশা করা হয়েছে  যেন এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠান আমাদেরকে যে সহায়তা দিচ্ছে তার মূল্যায়ন প্রকাশ পায়।

এই সদস্যপদের পাঁচটি স্তর আছে - ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম এবং প্ল্যাটিনাম প্লাস। একটি প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিলের সাথে কতজন প্রার্থীকে নিবন্ধন করায় তার ওপর নির্ভর করে এই সদস্যপদ স্ট্যাটাসটি ত্রৈমাসিকভাবে বা বছরে একবার পর্যালোচনা করা হয়।

আপনি সদস্য হিসেবে যত উপরের পর্যায়ে উন্নীত হবেন আমাদের কাছ থেকে তত বেশি সুবিধা পাবেন। এভাবে আপনার প্রতিষ্ঠানের সাথে ব্রিটিশ কাউন্সিলের পারস্পরিক সুবিধা বিনিময়ের একটি দীর্ঘমেয়াদি পার্টনারশিপ তৈরি হবে।

এই প্রোগ্রামে অংশগ্রহন করলে আমরা যেসব সুবিধা পাবো

  • আপনার প্রশিক্ষক ও প্রার্থীদের জন্য পেশাদার সহায়তা ও উন্নয়নের সুযোগ
  • শিক্ষার্থীদের জন্য বিস্তৃত লার্নিং রিসোর্স
  • ব্রিটিশ কাউন্সিল থেকে বিভিন্ন ধরণের সহায়তা সেবা ও অন্যান্য রিসোর্স ।
  • ব্রিটিশ কাউন্সিল থেকে আপনার প্রতিষ্ঠানকে স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হবে।
  • নিচের স্ট্র্যাপলাইন গুলো আপনার বিপণন যোগাযোগে ব্যবহার করতে পারবেন: ‘ব্রিটিশ কাউন্সিল-এর IELTS নিবন্ধন কেন্দ্র ’ এবং ' ব্রিটিশ কাউন্সিল IELTS পার্টনারশিপ প্রোগ্রামের সদস্য'।

ব্রিটিশ কাউন্সিল-এর IELTSপার্টনারশিপ প্রোগ্রাম যোগ দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

IELTS সহযোগী পার্টনারশিপ স্কিম

প্রতিষ্ঠানসমূহের জন্য এটিও আরেকটি পার্টনারশিপ স্কিম যার মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ পার্টনার প্রতিষ্ঠানের প্রাঙ্গণে IELTSপ্রার্থীদের নিবন্ধন করে  ও পরীক্ষা পরিচালনা করে। আমাদের IELTS রেজিস্ট্রেশন সেন্টার এর তালিকা দেখুন। এ ব্যাপারে আরও জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন