সমাজকে শিক্ষা, নেতৃত্ব, কৌশলগত দক্ষতা, পাবলিক সেক্টর, নাগরিক সমাজ ও বিচার ক্ষেত্রে পরিবর্তন অর্জন করতে সাহায্য করার মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল বিশ্বব্যাপী মানুষের জন্য সুযোগ তৈরি করে । সরকার, দাতাগোষ্ঠী ও ব্যবসায়ীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা তাদেরকে উপযুক্ত খাতে অর্থ ব্যয় করার নিমিত্তে একই সাথে কার্যকর ও দীর্ঘস্থায়ী সমাধান দিয়ে থাকি।
কেন আমাদের অংশীদার হবেন?
আমরা সম্মিলিতভাবে কাজ করি
আমাদের কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন নেটওয়ার্ক ও অংশীদারদের সাথে সরাসরি সংযুক্ত হই। এছাড়া জাতীয় ও স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান , সমাজ বা গোষ্ঠী এবং তরুণ সাথেও আমরা সম্মিলিতভাবে কাজ করে থাকি।
আমরা স্থানীয় জ্ঞানের সাথে বৈশ্বিক অভিজ্ঞতার সম্মিলন ঘটাই
আমরা আমাদের অংশীদারদের কথা শুনে এবং তাদের সমস্যাগুলোকে স্থানীয় ও আন্তর্জাতিক উভয় দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করে যে কোনো সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত করি । আমাদের দৃঢ় রেকর্ড আছে যেকোনো কার্যক্রমকে আমাদের বৈশ্বিক দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নমুনা প্রদান ও বাস্তবায়ন করতে পারার।
আমাদের অনন্য অভিজ্ঞতার আলোকেই আমরা কাজ করি
প্রায় ১১০টি দেশ ও অঞ্চলে অস্তিত্বমান থেকে আমরা বিচিত্র ক্ষেত্র নিয়ে কাজ করার মাধ্যমে আমরা নাগরিক সমাজের নেতৃস্থানীয়দের সাথে, নীতি নির্ধারকদের সাথে এবং বিশ্বব্যাপী পেশাদারদের সাথে একটি আস্থাশীলতার জায়গা তৈরি করেছি ও তাদের সাথে একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করেছি। এই আস্থাশীলতা ও সম্পর্কের আলোকেই আমরা দীর্ঘস্থায়ী পরিবর্তনের লক্ষ্যে কাজ করি।