আমাদের প্রাইভেট সেক্টর অংশীদার এবং স্পন্সররা এটা মূল্যায়ন করে যে বিশ্বজুড়ে আমাদের কার্যক্রম, নেটওয়ার্ক এবং আস্থাশীলতার জন্য কদর আছে। আমরা স্থানীয়ভাবে ও বিশ্বব্যপী বিভিন্ন প্রধান ব্র্যান্ডের সাথে যৌথভাবে এমন কিছু  কার্যক্রম পরিচালনা করি যা একই সাথে সৃষ্টিশীল ও দক্ষতার সাথে পরিবেশনযোগ্য।

কেন আমাদের অংশীদার হবেন?

আমরা আপনাকে আপনার শ্রোতাগোষ্ঠীর কাছে নিয়ে যাবো

আপনি কি বাজারে আপনার উপস্থিতিকে আলোকপাত করতে চান? কিংবা আন্তর্জাতিক অভিজ্ঞতার মাধ্যমে যেকোনো কাজে আপনার অংশগ্রহণকে উন্নীত করতে চান? ব্রিটিশ কাউন্সিল বিশ্বব্যাপী আস্থাশীল একটি নাম এবং আমরা বিশ্বব্যাপী ১০০'র ও বেশি বাজারে হাজারেরও বেশি প্রতিষ্ঠানকে তাদের অভীষ্ট কৌশল ও লক্ষ্য অর্জন করতে সাহায্য করি।

আমরা আমাদের অংশীদারদের কর্পোরেট ও বিপণন কৌশলগুলো বুঝি। নীতি প্রণয়ন, কৌশলগত দক্ষতা ও কন্টেন্ট তৈরিতে আমাদের অভিজ্ঞতা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের সম্পর্ক, যোগ্যতা ও জ্ঞান আপনাকে তাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে যারা আপনার কাছে গুরুত্বপূর্ণ।

আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) লক্ষ্য অর্জন করুন

আমরা যেভাবে সমাজপ্রবণ কার্যক্রম পরিচালনা করতে অভিজ্ঞ ও দক্ষ তা আপনাকে আপনার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। একটি কর্মসূচি পরিকল্পনা করা ও তার বাস্তবায়ন থেকে শুরু করে কর্মীদের সাথে সম্পর্ক স্থাপন ও কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানের জন্য কাজ করার আগ্রহ তৈরি করা, সব ক্ষেত্রেই আমরা আপনার সার্বিক অংশীদার হিসেবে কাজ করবো এটা নিশ্চিত করার জন্য যে আপনার উদ্যোগটি কার্যকর হয়েছে।

ইংরেজি ভাষা প্রশিক্ষনে বিশ্বব্যাপী নেতৃত্ব দেয়া প্রতিষ্ঠানটিতে ইংরজি শিখুন

ইংরেজি ভাষা শিক্ষাদানে পৃথিবীতে আমরাই অগ্রগামী। আপনার প্রতিষ্ঠানের জন্য যেমন প্রয়োজন তেমন করেই আমরা ইংরেজি ভাষার ব্যবসায়িক সমাধান দিতে পারি যা আপনার প্রতিষ্ঠানের যথাযথ প্রয়োজন মেটাবে। ১১০টির বেশি দেশে আমাদের সেবাগ্রহীতারা ইংরেজি শেখেন এবং আমাদের কার্যক্রমের অধীনেই ইংরেজি ভাষার পরীক্ষা দেন।