২০১৬ তে উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যু বার্ষিকী উদযাপনে তার সকল সাহিত্যকর্মের গুনকীর্তন করা হয় সারা বছর ব্যাপী একটি আন্তর্জাতিক কার্যক্রম- শেক্সপিয়ার লিভস্ এ। কার্যক্রমটি ব্রিটিশ কাউন্সিল এবং গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন দ্বারা চালিত হয় এবং সর্বসাধারণের ও সকল জাতির নাট্যকার হিসেবে শেক্সপিয়ারের প্রশংসা করা হয়। চলচ্চিত্র প্রদর্শন, প্রদর্শনী, প্রমোদানুষ্ঠান এবং বিদ্যালয় অন্যান্য অনলাইন সহযোগিতার কার্যক্রমের মাধ্যমে ১৪০টিরও বেশি দেশের মানুষ এ অনুষ্ঠানে শেক্সপিয়ারের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
শেক্সপিয়ার লিভ্স এর অংশ হিসেবে তৈরি অনলাইন রিসোর্সগুলো সংগৃহীত থাকবে। এর মধ্যে আছে শেক্সপিয়ার অনুপ্রাণিত উদ্ভাবনী, ছোট চলচ্চিত্র, নাটক, ডিজিটাল মঞ্চ, এবং বিদ্যালয় ও যুক্তরাজ্য এবং পুরো পৃথিবীর সব বয়সের ইংরেজি শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিষয়ক সম্পদ।
শেক্সপিয়ার লিভ্স এর ব্যাপারে আরো জানুন এবং shakespearelives.org - এ বিস্তারিত জানুন
অনলাইনে বিশ্বব্যাপী কথোপকথনে যোগ নিন #ShakespeareLives ট্যাগ ব্যাবহার করে।