সাউথ এশিয়ান ঐতিহ্য মাস কি?
দক্ষিণ এশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করার পাশাপাশি যুক্তরাজ্য এবং সাউথ এশিয়ার সম্পর্ক আরো মজবুত করেসাউথ এশিয়ান ঐতিহ্য মাসের মূল লক্ষ্য। সালের জুলাই মাসে এটি প্রথম হাউস অব কমন্সে উত্থাপিত হয়। এই বছর কোভিড- এর কথা মাথায় রেখে SAHM - অনলাইনে অনুষ্ঠিত হয়।
সাউথ এশিয়ান ঐতিহ্য মাস উপলক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের অবদান কি?
দক্ষিণ এশীয় ঐতিহ্য মাস উদযাপনের জন্য ব্রিটিশ কাউন্সিল, ম্যানচেস্টার যাদুঘর এবং ১৮-২৫ বছর বয়সী তরুণরা যুক্তরাজ্য এবং দক্ষিণ এশিয়ার শিল্পী ও বক্তাদের নিয়ে একটি প্রোগ্রাম প্রস্তুত করেছে। প্রোগ্রামের থিমগুলি তরুণরা সংগীত, সাহিত্য এবং ফ্যাশনের উপর ভিত্তি করে বেছে নিয়েছে এবং এর পাশাপাশি ভাষা, প্রবাস এবং পরিচয় অন্তর্ভুক্ত করেছে।
প্রোগ্রাম :
ফ্যাশন
১২ আগস্ট ২০২০, ৬:৩০ ঘটিকা- ৭:৩০ বাংলাদেশ সময় (লাইভ ইভেন্ট)
দ্য ফিউচার প্রেজেন্ট: দ্য শাড়ি এন্ড দ্য ডায়াস্পোরা, ডিস্পেলিং নোশন্স অব ড্রেপিং
বর্ডার এন্ড ফল এর প্রতিষ্ঠাতা মালিকা ভার্মার তত্বাবধানে দ্য শাড়ি সিরিজ: এন এন্থোলজি অব ড্র্যাপ অনলাইন অনুষ্ঠানে পটের বিবির প্রতিষ্ঠাতা ফোয়ারা ফেরদৌস এবং শাড়ি বিশেষজ্ঞ এবং ইনফ্লুয়েন্সার নাতাশা তাহসান শাড়ি নিয়ে সমসাময়িক সংস্কৃতি নিয়ে একটি অনলাইন অনুষ্ঠানে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন।
পটের বিবি নামক অনলাইন শপের প্রতিষ্ঠাতা ফোয়ারা ফেরদৌস দেশে তৈরি পণ্য দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার জন্য তিনি দেশে তৈরি তাঁত দিয়ে প্রস্তুত টাঙ্গাইলের শাড়ি পরার জন্য তরুণীদের উদ্বুদ্ধ করছেন। তাছাড়াও পটের বিবি(সুসজ্জিত থাকা) নামের পিছনের মাহাত্যও এর সাথে জড়িত।
সুরের মূর্ছনা
১৪ আগস্ট ২০২০, রাত ৯:০০ ঘটিকা বাংলাদেশ সময় (বাংলাদেশ ব্রিট্রিশ কাউন্সিলের ফেসবুক পেইজে লিংক দেয়া আছে)
ফোক এন্ড বিয়ন্ড- বাংলাদেশের ফোক সংগীত নিয়ে একটি সমসাময়িক পদক্ষেপ
বাংলাদেশের বিখ্যাত সংগীতশিল্পী লাবিক কামাল গৌরব এর সাথে একটি ভিন্নধর্মী সঙ্গীতানুষ্ঠানে ফোক এবং ফোক ফিউশন আলোচনা করা হয়। কিভাবে পাশ্চাত্য সংগীতের মেলবন্ধন রয়েছে মধ্যপ্রাচ্যের সুরের সাথে, কিভাবে আমাদের তরুণ প্রজন্ম আমাদের সুরের সাথে সুফী সুরের মেলবন্ধন করছে এগুলোও এ আলোচনায় ফুটে উঠেছে।
লাবিক কামাল গৌরব বাউল সংগীতে ঐতিহ্য ও সমসাময়িক সংগীতের মেলবন্ধন ঘটানোর জন্য বিখ্যাত। পাশ্চাত্য এবং মধ্যপ্রাচ্যের সংগীত নিয়ে গবেষণা করে গৌরব নিজের এক ভিন্নধর্মী সংগীত তৈরি করেছেন যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
সাহিত্য
১৬ আগস্ট ২০২০, ১০:০০-১২:০০ ঘটিকা বাংলাদেশ সময় (লাইভ ইভেন্ট)
কাব্যিক সম্মেলন
কাব্যিক সম্মেলনে দেখা যাবে দক্ষিণ এশিয়ার খ্যাতিমান কবি তাসফিন সারা আহমেদ, নাসিমা বি, উরুজ-এ-জাফর এবং আরো অনেককে। তরুণ কবিরা এই সম্মেলনে নিজের কবিতা ওপেন মাইক সেশনে সবাইকে শোনাতে পারবেন। এই লাইভ সেশন উপভোগ করতে রেজিস্টার করুন।
মনের মাঝে লুকিয়ে থাকা জটিল অনুভূতি নিয়ে কবিতা রচনা করেন তাসফিন সারা আহমেদ। তার কবিতায় শোক, কষ্ট এরকম অনুভূতি প্রতিফলিত হয় যা ভাষায় প্রকাশ করা অনেক সময় সম্ভব হয় না।
ছবি আঁকা
১৭ আগস্ট ২০২০, ১০:০০ ঘটিকা বাংলাদেশ সময় (ব্রিটিশ কাউন্সিলের ফেসবুক পেইজে লিংক প্রকাশিত)
একজন চিত্রশিল্পীর চোখে ঢাকা
ব্রিটিশ আমলের অনন্য নিদর্শন কার্জন হল দেখুন একজন শিল্পী আতিয়া মৈবম এর সাথে। ব্রিটিশ-মুঘল আমলের স্থাপত্য সৌন্দর্য কাগজে কলমে উপভোগ করুন আমাদের সাথে।
আতিয়া মৈবম একজন বাংলাদেশী-মৈতৈ চিত্রশিল্পী যিনি মূলত তার চিত্রগুলিতে সামাজিক বিষয়, মহিলা এবং সাংস্কৃতিক উপাদানগুলির উপর ভিত্তি করে বিষয়গুলিতে মনোনিবেশ করেন। বেশিরভাগ বাস্তববাদী চিত্রশিল্পী তিনি তার শিল্পকর্মে বিভিন্ন স্টাইল, পদ্ধতি এবং বিষয় নিয়ে গবেষণা করছেন।
জাতীয় লটারি হেরিটেজ ফান্ড থেকে ডিসিএমএস ইয়ুথ এক্সেলারেটর এর এই কার্যক্রমটি পরিচালিত। এই প্রজেক্টটি ম্যানচেস্টার জাদুঘর, গ্লাসগো লাইফ, যুক্তরাজ্য তরুণদের মিলিত প্রজেক্ট।