সমতা, বৈচিত্র্যতা এবং অন্তর্ভুক্তির প্রতি আমাদের
ব্রিটিশ কাউন্সিলে, আমরা আমাদের সংগঠনে সর্বত্র সব বাধা দূর করতে চাই এবং শিক্ষা ও শেখার এক অন্তর্ভুক্ত এবং আদর্শ পরিবেশ গড়ে তুলতে চাই। বৈচিত্র্যতাকে গ্রহণ করে নেওয়া, বর্ণবিদ্বেষ এবং সব রকমের বৈষম্যকে সম্মান করা, এবং সংগঠনের কেন্দ্রবিন্দুতে সাম্য প্রতিষ্ঠিত করা আমাদের লক্ষ্য।
আমরা অন্তর্ভুক্ত সাংগঠনিক সংস্কৃতিকে উৎসাহিত করি, এবং আমাদের সহকর্মী, শিক্ষার্থী সবাইকে – তাদের বয়স, অক্ষমতা, লিঙ্গ, ধর্ম, বিশ্বাস, বর্ণ, জাতিগত পরিচয়, সংস্কৃতি এবং দল মতনির্বিশেষে, তাদের অন্তর্নিহিত দক্ষতা বিকাশের সুযোগ দিতে চাই।
আমাদের শিক্ষক শিক্ষিকা দলের বৈচিত্র্যতা
বিশ্বব্যাপী ব্রিটিশ কাউন্সিলের - শিক্ষা কেন্দ্র বৈচিত্র্যতাপূর্ণ শিক্ষক শিক্ষিকা অন্তর্ভুক্ত করায় অঙ্গীকারবদ্ধ। আমাদের শিক্ষক শিক্ষিকাদের পটভূমি, পরিচিতি, রাষ্ট্রীয়তা, জাতিগত পরিচয় এবং ধর্ম বৈচিত্র্যময় । ব্রিটিশ কাউন্সিলের শিক্ষক শিক্ষিকাদের ইংরেজি ভাষা দক্ষতার বিকাশ অসাধারণ এবং তাদের সবার একই লক্ষ্য- আমাদের শিক্ষার্থীদের সাবলীল ভাবে ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতায়ে সহায়তা করা ।
আমাদের শিক্ষার্থীদের বৈচিত্র্যতা, অন্তর্ভুক্তি এবং সমান সুযোগ
আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিভিন্ন প্রকারের। ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রমের এক অপরিহার্য অঙ্গ হল বৈচিত্র্যতা নিয়ে এগিয়ে যাওয়া, এবং ইতিবাচক পদ্ধতিতে আমাদের সব শিক্ষার্থীদের নানাবিধ প্রয়োজন পূরণ করা। আমাদের বিশ্বাস সেরা মানের ইংরেজি ভাষা শেখার অভিজ্ঞতা সব শিক্ষার্থীর প্রাপ্য, যা তাদের ব্যক্তিগত কৃতিত্বের শীর্ষে পৌঁছে দেবে।
সমতা, বৈচিত্র্যতা এবং অন্তর্ভুক্তির প্রতি আমাদের অঙ্গীকার
একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন হিসাবে, আমাদের একটি নিরাপদ, বিশ্বস্ত ও বন্ধুসুলভ শেখার পরিবেশে শিক্ষার্থীদের একত্রে নিয়ে আসা, আন্তর্জাতিক যোগাযোগ ও ভাব বিনিময় এবং ধারণার আদান প্রদানের সুযোগ করে দেওয়ার অনবদ্য ভূমিকা রয়েছে। বিভিন্ন সংস্কৃতির মধ্যে অর্থ পূর্ণ, দীর্ঘস্থায়ী এবং সম্ভ্রমপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ভিত্তিতে আমরা কাজ করি। আমরা একজোট হয়ে, আমাদের সহকর্মী এবং শিক্ষার্থী সহ প্রত্যেকের প্রতি যে কোনও প্রকারের বৈষম্য ও বর্ণবিদ্বেষের বিরোধিতা করি।
সমতা, বৈচিত্র্যতা এবং অন্তর্ভুক্তির প্রতি আমরা গভীরভাবে অঙ্গীকারবদ্ধ। আমরা বৈষম্যের বিরুদ্ধে পদক্ষেপ নিই এবং সবার প্রতি ন্যায্য ব্যবহারের বিষয়ে লক্ষ্য রাখি।