ব্রিটিশ কাউন্সিল এর ইংলিশ এর জন্য ফ্রি অনলাইন লার্নিং ম্যাটারিয়ালসমূহ দেখুন।
অ্যাকটিভিটিসের মাধ্যমে ইংলিশ শেখা
আপনি প্রাপ্তবয়স্ক লার্নার হলে ব্রিটিশ কাউন্সিলের ফ্রি ওয়েবসাইটের সাহায্যেও ইংলিশ শিখতে পারেন। সাইটটিতে প্রায় ১০০ পৃষ্ঠার অডিও, টেক্সট এবং ভিডিও কনটেন্ট সেইসাথে ২০০০ এর মতো অনুশীলন রয়েছে। সদস্য হয়ে যেতে পারেন আপনিও আর অন্য ব্যবহারকারীদের সাথে আলোচনা এবং ফ্রি রিসোর্সেস ডাউনলোডের মাধ্যমে সাইটটিতে সমৃদ্ধ করতে পারেন।
গেমসের মাধ্যমে ইংলিশ শেখা
আপনি গেমস বা জোকসের মাধ্যমেও ইংলিশ শিখতে পারেন। সব ধরণের গেমস থেকে আপনার উপযোগী গেমস খুঁজে বের করতে হবে যা আপনাকে আনন্দ দিতে দিতে শেখাবে। আপনার খেলা বা শেখার জন্য এখানে প্রায় একশোর উপরে জোকস আছে।
লার্ন ইংলিশ ওয়েবসাইট : ফান এন্ড গেমস
অডিও এবং ভিডিওর মাধ্যমে ইংলিশ শেখা
ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের জন্য আমাদের রয়েছে প্রচুর পরিমাণে অডিও এবং ভিডিও। তার ভেতরে রয়েছে পোডকাস্ট স্টোরি'স, একটি অডিও সোপ অপেরা, বিবিসির পরিবেশনায় ল্যাঙ্গুয়েজ টিচিং টিভি প্রোগ্রামের একটি সিরিজ এবং ভিডিও যেখানো বিভিন্ন পরিস্থিতিতে সঠিকভাবে কথা বলার কৌশল দেখানো হয়।
লার্ন ইংলিশ ওয়েবসাইট : লিসেন এন্ড ওয়াচ
শিশুদের জন্য ইংলিশ শেখা
৫-১২ বছর বয়সী শিশু যারা ইংলিশ শিখছে তাদের জন্য শিক্ষা বিষয়ক ওয়েবসাইট লার্ন ইংলিশ কিডস। লিটারেসি স্কিল বাড়ানোর জন্য এখানে আছে অনলাইন ভোকাবোলারি এবং গ্রামার গেমস, গান, গল্প, ভিডিওস এবং বিভিন্ন ধরণের অ্যাকটিভিটিস। লার্ন ইংলিশ কিডস শিক্ষক ও অভিভাবকদের জন্য প্রস্তুত করা হয়েছে যেখানে রয়েছে একশোর উপরে প্রিন্টেবল রিসোর্সেস এবং অভিভাবকদের সাপোর্ট সেকশন যেখানে ক্লাসরুমের বাইরে শিশুর শিক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
টিনেজারদের জন্য ইংলিশ শেখা
আপনি কি টিনেজার যে ইংলিশ শিখতে চান অথবা আপনার টিনেজ বাচ্চা কি ইংলিশ শিখতে চায়? দ্য লার্ন ইংলিশ টিন'স ওয়েবসাইটটি সাজানো হয়েছে ১৩ থেকে ১৭ বছর বয়সী টিনেজারদের জন্য। এই সাইটে আপনি পেতে পারেন বিভিন্ন ধরণের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, পরীক্ষার জন্য টিপস, গ্রামারের সাহায্য, সেই সাথে পাবেন মজার অ্যাকটিভিটিস, ভিডিওস, গেমস এবং পাজলস।
বিজনেস ইংলিশ
আপনি ইংরেজিতে কথা বললছেন কিন্তু বিজনেস ইংলিশে আরো ভাল করতে চান? আপনার বিজনেস ইংলিশ সঠিক মানের হলে অবাক হবেন? আপনি কি আন্তঃর্জাতিক কোন চাকরীতে যোগ দিতে চান যেখানে ইংলিশই প্রধান? তাহলে এখানেই হতে পারেন আপনার কাঙ্ক্ষিত স্থান।
লার্ন ইংলিশ ওয়েবসাইট : বিজনেস এন্ড ওয়রক
ফুটবলের মাধ্যমে ইংলিশ শেখা
যদি আপনি ইংরেজি শিখছেন এবং ফুটবলের প্রতি আগ্রহও আছে , প্রেমিয়ার স্কিলস ইংলিশ আপনাকে সাহায্য করবে ইংরেজি শিখতে এবং পাশাপাশি প্রেমিয়ার লিগ ক্লাব ও খেলোআরদের বাপারে জানতে। ম্যাচ এবং প্রেমিয়ার লিগ নিয়মাবলী সহ জানতে পারবেন, খেলতে পারবেন এবং অংশগ্রহণ করতে পারবেন নানান কুইজে।