Aptis এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের ইংরেজি দক্ষতা মূল্যায়ন করার পদ্ধতিটি বেশ সহজ। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি উচ্চমানের ইংরেজি টেস্ট। এটি সহজেই বিতরন করা যায়। এতে করে যেকোনো পরিবেশে এই টেস্টটি দেয়া যায় এবং প্রার্থীর বর্তমান ইংরেজি দক্ষতা যে স্তরেরই হোক না কেন তিনি খুব সাবলীলভাবেই এই টেস্টটি দিতে পারবেন।
- মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান অথবা এনজিও হিসেবে আপনি Aptis মূল্যায়ন পদ্ধতিকে আপনার প্রতিষ্ঠানের বর্তমান ইংরেজি উন্নয়ন কার্যক্রমের পরিপূরক হিসেবে ব্যবহার করতে পারেন। প্রশিক্ষণের শুরুতে, মাঝামাঝি বা শেষে যে কোনো পর্যায়েই এই টেস্টটি নেয়া যায় এবং এটি খুব নিখুঁতভাবেই আপনার প্রতিষ্ঠানের প্রার্থীদের ইংরেজি দক্ষতাকে মূল্যায়ন করবে।
- আপনার প্রতিষ্ঠানে কোন প্রার্থীর জন্য কী ধরণের প্রশিক্ষণ প্রয়োজন সেটি যাচাই করার জন্য Aptis ব্যবহার করতে পারবেন।
- আপনার প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী আমরা Aptis পরীক্ষা পদ্ধতিকে সাজিয়ে দিতে পারি।
কেন Aptis ব্যবহার করবেন?
- Aptis ভাষা দক্ষতার চারটি মৌলিক বিষয় - রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসনিং - এর মূল্যায়ন করে। একই পরীক্ষার মধ্যেই গ্রামার ও ভোকাবুলারি স্কিলও মূল্যায়ন করা হয়।
- আপনার প্রতিষ্ঠানের কর্মসূচি অনুযায়ী কোন দক্ষতাটির মূল্যায়ন প্রয়োজন সেটি আপনিই নির্বাচন করতে পারবেন।
- Aptis পরীক্ষাটি প্রতিষ্ঠানের সুবিধা অনুযায়ী যেকোনো স্থানে দেয়া যায়। এমনকি কোন প্রার্থী কখন পরীক্ষা দেবেন সেটিও ব্যক্তিগত সময়সূচীর সাথে মিলিয়ে ঠিক করে নেয়া যায়।
- Aptis পরীক্ষাটি A1 থেকে C স্তর- এর মানদন্ডে আপনার ইংরেজি দক্ষতার স্তরটি যাচাই করতে পারে। এর ফলে একই পরীক্ষার মাধ্যমে একই সময়ে এটা যাচাই করা যায় যে ভাষা দক্ষতার ক্ষেত্রে কোন প্রার্থী দক্ষ ও কোন প্রার্থীর দূর্বলতা রয়েছে।
- ট্যাবলেট,কম্পিউটার,কাগজ-কলম ভিত্তিক - যেকোনো পদ্ধতিতেই Aptis পরীক্ষাটি দেয়া যায়