Are you a school image

কীভাবে সঠিক পদ্ধতিতে ইংরেজি ভাষা স্কিলের মূল্যায়ন করাবেন?

Aptis একটি আন্তর্জাতিকভাবে বেঞ্চমার্ক পাওয়া ইংরেজি ভাষার টেস্ট যেটি আপনি :

  • আপানর ইংরেজি উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ব্যবহার করতে পারবেন
  • আপনার প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থীদের কী ধরণের প্রশিক্ষণ প্রয়োজন তা নিরীক্ষা করার সরঞ্জাম হিসেবে ব্যবহার করতে পারবেন
  • আপনার প্রতিষ্ঠানের শিক্ষাবর্ষের শুরুতে, মাঝামাঝি কিংবা শেষে প্রতিষ্ঠানের ইংরেজি ভাষা কার্যক্রম মূল্যায়ন করার কাজে ব্যবহার করতে পারবেন
  • যারা পরীক্ষাটি দেবেন তাদের দক্ষতা ও দূর্বলতার ক্ষেত্রগুলো যাচাই করতে পারবেন।

সুবিধাসমূহ :

  • Aptis-এর পরীক্ষায় এমন ছবিই বর্ণণা করতে বলা হয় যেগুলোর সাথে প্রার্থীর প্রাত্যহিক জীবনের সম্পর্ক আছে।
  • রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসনিং - ভাষার চারটি দক্ষতার যে কোনো একটি অথবা সামগ্রিক দক্ষতা মূল্যায়ন করে।
  • স্পিকিং ও রাইটিং দক্ষতার মূল্যায়ন করে থাকেন আমাদের ইংরেজি ভাষা পারদর্শীদের একটি দল। এর মাধ্যমে প্রার্থীদের ফলাফল সঠিক হবার সম্ভাবনাটি নিশ্চিত হয়।
  • Aptis বিভিন্ন ফরম্যাটে দেয়া যায়, যেকোনো সময়, যেকোনো স্থানে দেয়া যায় এবং পরীক্ষার ফলাফলও দ্রুত সময়ের মধ্যেই পাওয়া যায়।

Aptis একটি সহজে পরিবর্তনযোগ্য, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য পরীক্ষা যার মাধ্যমে আপনি সুনিশ্চিতভাবে আপনার প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারেন। ইংরেজি দক্ষতার মূল্যায়নের ক্ষেত্রে এই পরীক্ষার ফলাফলটিও সঠিক ও নির্ভরযোগ্য হয়।

যেহেতু প্রার্থীদের মূল্যায়নটি কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস এর ভিত্তিতে করা হয় তাই এটা বোঝা সহজ হয় যে ইংরেজি দক্ষতার ক্ষেত্রে কার কোথায় উন্নতি করা দরকার। এর ভিত্তিতে প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী একটি ইংরেজি কোর্স বা প্রশিক্ষণ সাজানোও সহজ হয়।

আপনার স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের মূল্যায়ন পূর্ববর্তী বা মূল্যায়ন পরবর্তী টুল হিসেবেও আপনি এটিকে সাজিয়ে নিতে পারেন। সরাসরি শিক্ষাদান, ই-লার্নিং অথবা দুইটি পদ্ধতির সম্মিলনে প্রশিক্ষণ/শিক্ষাদান  - যেকোনো ক্ষেত্রেই এটি কার্যকর হতে পারে।

কেন আপনার প্রতিষ্ঠানের জন্য Aptis মূল্যায়ন পদ্ধতিই সবচেয়ে কার্যকর?

  • আপনি আপনার প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী এক বা একাধিক দক্ষতা ( রাইটিং, রিডিং, স্পিকিং ও লিসনিং) আলাদাভাবে বাছাই করে নিতে পারবেন।
  • Aptis টেস্টটি নেয়ার ক্ষেত্রে আপনি আমাদের সহযোগী হিসেবে সাথে রাখতে পারেন।
  • Aptis টেস্টটি ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী ভাষায় অভিজ্ঞরা বিশ্লেষণ করে থাকেন।
  • আমরা পরীক্ষার বিষয়বস্তু আপনার চাহিদা অনুযায়ী সাজিয়ে দিতে পারি যাতে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য তা উপযোগী হয়।
  • আপনি প্রতিটি পরীক্ষিত বিষয়ে প্রার্থীদের সতন্ত্র এবং  সামগ্রিক বিভাগের ফলাফল পাবেন।

কোন ধরণের প্রতিষ্ঠানসমূহ Aptis ব্যবহার করে?

যে ধরণের প্রতিষ্ঠানসমূহ Aptis ব্যবহার করে তাদের মধ্যে রয়েছে মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, ভাষা শিক্ষা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ও বেসরকারি বিদ্যালয় ইত্যাদি।

বাহ্যিক লিঙ্ক

Aptis কেস স্টাডি : পাঞ্জাব এডুকেশন