আপনি কীভাবে Aptis ব্যবহার করতে চান?
- আপনারা পরীক্ষাটি পরিচালনা করবেন: আমরা আপনাদের প্রয়োজনীয় সকল সরঞ্জাম দিয়ে দেবো এবং আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক সময়ে টেস্টটি পরিচালনা করবেন। পরীক্ষার অগ্রগতি আপনারা নিজেরাই মনিটর করতে পারবেন, এমনকি আপনাদের প্রতিষ্ঠানের জন্য প্রতিবেদনও তৈরি করতে পারবেন।
- আমরা পরীক্ষাটি পরিচালনা করবো: আপনাদের ব্যবসায় প্রতিষ্ঠানটির হয়তো সময় হবে না নিজেরা এই টেস্টটি পরিচালনা করার, তাই আমরাই আপনাদের জন্য পরীক্ষার সকল আয়োজন সম্পন্ন করে দেবো। কম্পিউটার সেট আপ থেকে শুরু করে ফলাফল তৈরির কাজ পর্যন্ত সবকিছুই আমরাই করবো। আমরা এমনকি পরীক্ষার পরিদর্শন কাজটিও করতে পারবো এবং নিশ্চিত করবো যে পরীক্ষাটি সুষ্ঠ পরিবেশে সম্পন্ন হয়েছে।
ফলাফল
০-৫০ মানদন্ডের ভেতরে প্রতিটি বিষয়ের জন্য একটি স্কোর দেয়া হবে। এই স্কোরগুলো ব্যবহার করে আপনারা একজন প্রার্থীর সাথে আরেকজন প্রার্থীর দক্ষতা তুলনা করতে পারবেন। যদি কোনো প্রার্থী পুনরায় পরীক্ষা দেন তাহলে তার কতটুকু অগ্রগতি হলো সেটা পরিমাপ করতেও এই স্কোর আপনাকে সাহায্য করবে।
আপনারা একজন করে প্রার্থীর ফলাফলও দেখতে পারবেন, অথবা সামগ্রিকভাবে একটি বিভাগের ফলাফল দেখতে পারবেন। আপনারা একক প্রার্থীর দক্ষতা যাচাই করবেন নাকি একটি বিভাগের সামগ্রিক দক্ষতা যাচাই করবেন সে অনুযায়ী আপনারা ফলাফল-এর ফরম্যাট সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।