How to use Aptis image

আপনি কীভাবে Aptis ব্যবহার করতে চান?

  • আপনারা পরীক্ষাটি পরিচালনা করবেন: আমরা আপনাদের প্রয়োজনীয় সকল সরঞ্জাম দিয়ে দেবো এবং আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য সুবিধাজনক সময়ে টেস্টটি পরিচালনা করবেন। পরীক্ষার অগ্রগতি আপনারা নিজেরাই মনিটর করতে পারবেন, এমনকি আপনাদের প্রতিষ্ঠানের জন্য প্রতিবেদনও তৈরি করতে পারবেন। 
  • আমরা পরীক্ষাটি পরিচালনা করবো: আপনাদের ব্যবসায় প্রতিষ্ঠানটির হয়তো সময় হবে না নিজেরা এই টেস্টটি পরিচালনা করার, তাই আমরাই আপনাদের জন্য পরীক্ষার সকল আয়োজন সম্পন্ন করে দেবো। কম্পিউটার সেট আপ থেকে শুরু করে ফলাফল তৈরির কাজ পর্যন্ত সবকিছুই আমরাই করবো। আমরা এমনকি পরীক্ষার পরিদর্শন কাজটিও করতে পারবো এবং নিশ্চিত করবো যে পরীক্ষাটি সুষ্ঠ পরিবেশে সম্পন্ন হয়েছে।

ফলাফল 

০-৫০ মানদন্ডের ভেতরে প্রতিটি বিষয়ের জন্য একটি স্কোর দেয়া হবে। এই স্কোরগুলো ব্যবহার করে আপনারা একজন প্রার্থীর সাথে আরেকজন প্রার্থীর দক্ষতা তুলনা করতে পারবেন। যদি কোনো প্রার্থী পুনরায় পরীক্ষা দেন তাহলে তার কতটুকু অগ্রগতি হলো সেটা পরিমাপ করতেও এই স্কোর আপনাকে সাহায্য করবে। 

আপনারা একজন করে প্রার্থীর ফলাফলও দেখতে পারবেন, অথবা সামগ্রিকভাবে একটি বিভাগের ফলাফল দেখতে পারবেন। আপনারা একক প্রার্থীর দক্ষতা যাচাই করবেন নাকি একটি বিভাগের সামগ্রিক দক্ষতা যাচাই করবেন সে অনুযায়ী আপনারা ফলাফল-এর ফরম্যাট সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।

সহজে ডেলিভারি ফরম্যাট

আমরা বিভিন্নভাবে Aptis টেস্ট নেয়ার আয়োজন করে থাকি:  

কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা 

Aptis পরীক্ষা দেবার সবচেয়ে সহজ পদ্ধতিটি হচ্ছে কম্পিউটার-ভিত্তিক পদ্ধতি কারণ:

  • প্রতিষ্ঠানের সুবিধাজনক সময় অনুযায়ী পরীক্ষাটি সম্পন্ন  করা হবে
  • ব্যক্তিগত কম্পিউটার বা ট্যাবলেট যেকোনো মাধ্যমেই পরীক্ষা দেয়া যাবে
  • প্রার্থীরা প্রতিষ্ঠানের এবং যার যার সুবিধাজনক সময়ে পরীক্ষা দিতে পারবেন। এক্ষেত্রে সবার একসাথে পরীক্ষা দেয়ার দরকার নেই
  • প্রার্থীরা পরীক্ষার প্রশ্নপত্রটি ডাউনলোড করে অফলাইন থাকা অবস্থাতেও যেকোনো সময় পরীক্ষা দিতে পারবেন
  • পরীক্ষার ফলাফল দ্রুত পাওয়া যাবে
  • এটি পরীক্ষা দেয়ার জন্য একটি সাশ্রয়ী পদ্ধতি।  

কাগজ - কলমভিত্তিক পরীক্ষা

কোনো কোনো ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান হয়তো একটি বড় সংখ্যক প্রার্থীদের জন্য এই মূল্যায়ন পরীক্ষাটি আয়োজন করতে চায়, যেখানে একবারেই সবাই এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে কাগজে-কলমে পরীক্ষা পদ্ধতিটি আয়োজন ও ব্যবস্থাপনা করা সহজতর। খেয়াল করুন, স্পিকিং টেস্টটি কেবলমাত্র কম্পিউটার বা টেলিফোনের মাধ্যমেই দেয়া যাবে।

কাগজে-কলমে পরীক্ষা দিলে :

  • একবারে অনেকজন প্রার্থী পরীক্ষা দিতে পারে। 
  • পরীক্ষাটির ব্যবস্থাপনায় ইন্টারনেট বা কোনো বিশেষ সফটওয়্যার সংযুক্ত করা প্রয়োজন হয় না। 
  • যেসকল প্রার্থী কম্পিউটার ব্যবহারে দক্ষ নয় তাদের জন্য সহজতর হয়।

টেলিফোনে পরীক্ষা

Aptis স্পিকিং টেস্টটি কেউ চাইলে টেলিফোনেও দিতে পারবেন। পরীক্ষার এই ভার্সনটি:

  • চ্যালেঞ্জিং পরিবেশের জন্য উপযুক্ত 
  • যেকোনো সুবিধাজনক সময়ে দেয়া যায় 
  • ইন্টারনেট কানেকশন থাকার প্রয়োজন হয়না 
  • এটি প্রার্থীর জীবন ঘনিষ্ঠ ইংরেজি দক্ষতা মূল্যায়নের সবচেয়ে ভালো পদ্ধতি, বিশেষ করে যদি আপনাদের প্রতিষ্ঠান প্রার্থীর টেলিফোনে কথা বলা ও অন্যের কথা শুনে বোঝার দক্ষতা মূল্যায়ন করতে চায়।

খুব দ্রুত ও সাশ্রয়ীভাবে পরীক্ষাটির আয়োজন করা যায় ও ফলাফলও দ্রুত প্রকাশিত হয়

আপনার প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী আমরা ৪৮ ঘণ্টা সময়ের মধ্যেই পরীক্ষা নেয়া থেকে শুরু করে ফলাফলের প্রতিবেদন তৈরির কাজগুলো করে দিতে পারি। সেই সাথে, আমাদের ব্রিটিশ কাউন্সিলের পারদর্শী পরীক্ষকরা খুব দ্রুততার সাথেই স্পিকিং ও রাইটিং দক্ষতার  মূল্যায়ন করে দিতে পারেন।  

সাশ্রয়ী 

আপনি প্রতিষ্ঠানের জন্য প্রত্যাশিত প্রার্থীকে চিহ্নিত করতে চান কিংবা বর্তমান কর্মীদের ইংরেজি দক্ষতার স্তর যাচাই করতে চান - আপনার মূল্যায়ন লক্ষ্য যাই হোক না কেন, Aptis এমন একটি স্মার্ট বিনিয়োগ যা একবার ব্যবহার করার পর আপনার প্রতিষ্ঠানে তা বিভিন্নভাবে মূল্য সংযোজন করতে থাকবে। 

  • আপনার যেমনটি প্রয়োজন সেভাবেই মূল্যায়ন সাজিয়ে নিন। 
  • যদি আপনি একাধিক টেস্ট প্যাকেজ ব্যবহার করেন তাহলে আপনি কিছু ডিসকাউন্ট পাবেন। 
  • একটি পরীক্ষাই আপনি একাধিকবার একজন প্রার্থী বা কর্মীর জন্য ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন যে সময়ের সাথে সাথে সেই কর্মীর ভাষা দক্ষতার কতটুকু উন্নয়ন সাধিত হচ্ছে।  

আপনার প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী পরিবর্তনযোগ্য 

  • আপনি চাইলে ভাষা দক্ষতার ( রাইটিং, রিডিং, স্পিকিং ও লিসনিং) এক বা একাধিক বিষয়ের মূল্যায়ন করতে পারেন অথবা আপনার প্রতিষ্ঠানের ধরণ ( ব্যবসায়, ভ্রমণ, পর্যটন কিংবা শিক্ষা) অনুযায়ী যে পরীক্ষাটি সাজিয়ে নিতে পারেন। 
  • প্রতিযোগিতায় টিকে থাকা অথবা আপনার সুখ্যাতিকে ধরে রাখা - আপনি আপনার প্রতিষ্ঠানের কর্মক্ষমতার যে দিকটি নিয়ে কাজ করতে চান সেটির দিকেই লক্ষ্যস্থির করুন। 

নির্ভরযোগ্য ও নিরাপদ

Aptis সকল প্রার্থীকেই তাদের ইংরেজি দক্ষতার সবচেয়ে ভালো পরিবেশনাটি দেয়ার জন্যসমান সুযোগ দিয়ে থাকে । পরীক্ষাটি নির্দিষ্টভাবে এমন করেই সাজানো হয়েছে যা সাংস্কৃতিকভাবে নিরপেক্ষ এবং সকল প্রার্থীর জন্যই একটি নির্ভরযোগ্য ও সমমানের প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। 

Aptis টেস্ট প্রশ্নের বিভিন্ন ধরণ আছে যেখানে নতুন নতুন উপাদান অন্তর্ভুক্ত করা হয়। তার মানে হচ্ছে সামনের প্রার্থীর সাথেও অনেকক্ষেত্রে পেছনের প্রার্থীর প্রশ্নপত্র মিলবে না।

সঠিক ও নির্ভরযোগ্য ফলাফল

ইংরেজি ভাষার মূল্যায়নে আমাদের ৭০ বছরের অভিজ্ঞতা রয়েছে। 

Aptis মূল্যায়ন পরীক্ষার ফলাফল সঠিক ও নির্ভরযোগ্য। গবেষণায় দেখা গেছে যে একেকজন প্রার্থী একবারের বেশি পরীক্ষা দিয়েও সমমানের ফলাফলই পেয়েছেন। এর কারণ হচ্ছে আমাদের রাইটিং ও স্পিকিং পরীক্ষার মার্কস দেন পারদর্শী পরীক্ষকরা। ভাষা দক্ষতার পরীক্ষায় আমরা কী ধরণের বৈজ্ঞানিক গবেষণা করে থাকি সে ব্যাপারে আরও জানতে হলে আমাদের গবেষণা পাতায় দেখুন।  

কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস (CEFR) অনুযায়ী আমাদের স্কোরের মানদন্ড ঠিক করা হয়। প্রতিটি দক্ষতা বিষয়ের জন্য CEFR (A1-C) পর্যায়ের একটি সামগ্রিক স্তর চিহ্নিত করা হয়। আপনি যদি চারটি দক্ষতারই মূল্যায়ন পরীক্ষা দেন তাহলে আপনাকে একটি সামগ্রিক CEFR স্তর প্রতিবেদন দেয়া হবে। CEFR মানদন্ডটি বিশ্বজুড়েই ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ে একটি কাঠামো হিসেবে ব্যবহৃত হয়।