APTIS কী?
প্রায় ৭০ বছর ধরে আমরা সারা বিশ্বজুড়ে ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষা করে আসছি। আমাদের অভিজ্ঞ শিক্ষকেরা ইংরেজি ভাষা মূল্যায়নের সাম্প্রতিক গবেষণার ওপর ভিত্তি করেই Aptis পরীক্ষণটির নকশা করেছেন।
আপনার ইংরেজি ভাষা দক্ষতার চারটি বিষয়ই - স্পিকিং, রাইটিং, রিডিং ও লিসনিং - Aptis মূল্যায়ন করতে পারবে। একই পরীক্ষার মধ্যেই গ্রামার ও ভোকাবুলারি দক্ষতাও মূল্যায়ন করা হয়। আপনার ভাষা দক্ষতার কোন বিষয়টি পরীক্ষা করা দরকার তা নির্ভর করে আপনার প্রতিষ্ঠানের চাহিদার ওপর। প্রতিষ্ঠানের নিয়োগকর্তা অথবা প্রশিক্ষণ সেবাদানকারীই আমাদের বলবেন আপনার জন্য কোন বিষয়টির মূল্যায়ন জরুরি।
আমি কীভাবে APTIS পরীক্ষা দিতে পারি?
আপনার নিয়োগকর্তা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় বা স্কুলেই আমরা Aptis টেস্টের ব্যাপারে তথ্য পাঠাবো। আপনি ব্যক্তিগতভাবে এই পরীক্ষার জন্য রেজিস্টার করতে পারবেন না।
আমার স্কোর থেকে কী বোঝা যাবে?
কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স (CEFR) অনুযায়ী আপনি আপনার পরীক্ষার ফলাফল পাবেন। তারা চিহ্নিত করে দেবে প্রতিটি স্কিল বিষয়ে আপনি CEFR (A1-C) মানদন্ডের কোন স্তরে আছেন। যদি আপনি চারটি স্কিলেরই পরীক্ষা দেন তাহলে ফলাফলে আপনার সামগ্রিক CEFR স্তর চিহ্নিত করা হবে। প্রতিটি বিষয়ের CEFR স্তরের সাথে ০-৫০ মানদন্ডে আপনি কোন পর্যায়ে আছেন সেটাও চিহ্নিত করে দেয়া হবে।