What is Aptis image
  • Aptis আপনার প্রতিষ্ঠানের ইংরেজি দক্ষতার একটি নির্ভরযোগ্য ও সঠিক মূল্যায়ন করে থাকে। ফলে, কর্মী নিয়োগ, কাজের উন্নয়ন এবং তাদের কী ধরণের প্রশিক্ষণ প্রয়োজন সে ব্যাপারে আপনি সহজে ও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
  • Aptis একটি ফ্লেক্সিবল পদ্ধতি যাতে আপনি দ্রুত কর্মীদের মূল্যায়ন করতে পারবেন।
  • আপনার প্রতিষ্ঠানের ইংরেজি ভাষা দক্ষতার ঠিক যে বিষয়টি প্রয়োজন Aptis সেটাই মূল্যায়ন করতে আপনাকে সাহায্য করবে ও দ্রুত ফলাফল জানাবে।

পরীক্ষাটির কাঠামো কী?

  • Aptis গ্রামার, ভোকাবুলারি এবং মৌলিক ভাষা দক্ষতার (স্পিকিং, রাইটিং, রিডিং এবং লিসেনিং) যাচাই করে। প্রতিটি পরীক্ষাতেই গ্রামার ও ভোকাবুলারির একটি অংশ আছে। একই সাথে ভাষা দক্ষতার যে বিষয়টি আপনি মূল্যায়ন করতে চান সেই বিষয়টি নিয়ে পরীক্ষা হবে।
  • পরীক্ষাটি শুরু হয় খুব সাধারণ প্রশ্ন দিয়ে এবং ধীরে ধীরে কঠিনতর হয়। প্রতিটি বিভাগই A1 থেকে C পর্যন্ত স্তরের ইংরেজি সমমানের দক্ষতার মূল্যায়ন করে থাকে।

কীভাবে বুঝবেন আপনার কোন বিষয়টির মূল্যায়ন প্রয়োজন?

আপনি ইংরেজি ভাষা দক্ষতার চারটি বিষয় - স্পিকিং, রাইটিং, রিডিং এবং লিসেনিং- সবগুলোরই মূল্যায়ন করতে পারেন অথবা আপনার প্রতিষ্ঠানের জন্য যেটি একান্ত প্রয়োজন সেটি আলাদাভাবে বেছে নিতে পারেন।

উদাহরণস্বরূপ, আপনি যদি একজন HR ব্যবস্থাপক হন এবং আপনার দায়িত্ব হয় ফ্রন্ট অফিসের জন্য কোনো কর্মী নিয়োগ করা, আপনি হয়তো এটা দেখবেন যে সে ইংরেজি বলতে ও লিখতে পারে কি না। কিন্তু, যদি আপনি আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদের সর্বোপরি ইংরেজি দক্ষতার মূল্যায়ন করতে চান, তাহলে আপনাকে চারটি বিষয়েই প্রতিটিরই মূল্যায়ন করতে হবে।

আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য কী ধরণের Aptis মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করবেন সে ব্যাপারে আমরা আপনাকে পরামর্শ দিতে পারি।

আপনার মূল্যায়নটি কর্মী নিয়োগের জন্যই হোক, অথবা কর্মীদের উন্নয়নের জন্য বা তাদের কী ধরণের প্রশিক্ষণ দেবেন সে সিদ্ধান্ত নেয়ার জন্যই হোক, প্রতিষ্ঠানের ইংরেজি দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে Aptis এক ধাপ এগিয়ে থাকা একটি টেস্ট।

Aptis এর বিভিন্ন ধরণ

Aptis জেনারেল

Aptis জেনারেল হচ্ছে ভিত্তিমূলক মূল্যায়ন পরীক্ষা। আপনার ব্যবসায় বা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী, বা ভাষা দক্ষতার কোন বিষয়টি আপনি নির্দিষ্টভাবে পরীক্ষা করতে চান সেই সিদ্ধান্ত অনুযায়ী এই টেস্টটি সাজিয়ে নেয়া যায়।

Aptis অ্যাডভান্সড

Aptis মূল্যায়ন পরীক্ষার এমন এক ধরণের উদ্ভাবনী টুল যা আপনাকে সঠিকভাবে ইংরেজি ভাষা দক্ষতার স্পিকিং, রাইটিং, রিডিং এবং লিসেনিং যে কোনো বিভাগের মূল্যায়ন করতে সাহায্য করে। Aptis অ্যাডভান্সড পরীক্ষাটি CEFR অনুয়ায়ী ইংরজি দক্ষতার স্তর B1-C2 কি না তা পরীক্ষা করতে সাহায্য করে।

Aptis ফর টিচার্স

Aptis ফর টিচার্স একটি নির্দিষ্টভাবে নকশা করা মূল্যায়ন পরীক্ষা। আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্যে এই পরীক্ষণটি যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে।

Aptis ফর টিনস্‌

Aptis ফর টিনস্‌ একটি ইংরেজি ভাষা দক্ষতা মূল্যায়নের একটি সাধারণ পরীক্ষা যা ১৩-১৫ বছরের শিশুদের জন্য ডিজাইন করা।

অন্যান্য লিঙ্ক