পরীক্ষা অনেক ঠান্ডা মাথার শিক্ষার্থীর উপরও চাপ ফেলতে পারে। কিন্তু অনেক অল্প প্রস্তুতি এবং সময়সূচী নিয়ে একটি উন্নত পরিকল্পনা আপনার এই চাপ কমিয়ে প্রত্যাশিত গ্রেড এনে দিতে পারে
আপনি শিক্ষক বা শিক্ষার্থী যেই হন না কেন ব্রিটিশ কাউন্সিলের কাছে আপনাকে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় টিপস আর সরঞ্জাম আছে। যেই টিপসের মাধ্যমে আমরা আপনাকে সাহায্য করতে পারি
পরীক্ষার দুই মাস আগে
এখনই সময় আপনার পরীক্ষা নিয়ে গুরুত্ব সহকারে ভেবে সংশোধনের সময়সীমা ঠিক করে নেয়া
- সবচেয়ে নতুন সিলেবাস গুলো দেখে নিন
- পরীক্ষার ব্যাপারে জেনে নিন অর্থাৎ পরীক্ষা কি সঠিক উত্তর বাছাই করার উপর হবে নাকি লিখিত
- পরীক্ষা শেষে পূনরায় একবার দেখে নেওয়ার জন্যও সময় হাতে রাখুন
কিছু টিপস
দিনের যে সময়টায় আপনার কাজ ভালো হয় সে সময়ের জন্য পূণরায় দেখার কাজটি রেখে দিন। যেমন আপনি যদি সকালে ভালো অনুভব করেন তাহলে বেশিরভাগ পড়া সকালেই শেষ করে রাখুন।
আপনি আরও যা করতে পারেন
- যে পরীক্ষা যতো বেশি নাম্বার দেবে তাকে বেশী গুরুত্ব দিন
- প্রায় বিরতি নিন মন সতেজ রাখার জন্য
- পড়াশোনার জন্য বিভিন্ন ধরণের মাধ্যম ব্যবহার করুন যেমন বই, অডিও গাইড এবং ভিডিও সারাংশ
- পড়ালেখার নোটে বিশেষ পয়েন্টগুলো দাগিয়ে রাখুন
- পরিবার বা বন্ধুদের বলুন আপনাকে পড়া জিজ্ঞেস করতে
- আগের পরীক্ষা পত্র দেখে নিন যেন পরীক্ষা সম্বন্ধে একটি ধারণা পেয়ে যান
- পরিবার ও বন্ধুদের সাথে কাটানোর জন্য সময় বের করুন
পরীক্ষার এক মাস আগে
আপনি যদি স্কুল শিক্ষার্থী হন তাহলে আপনার স্কুল আপনাকে একটা ভর্তির প্রমাণ বা তথ্য দেবে। আপনার এই তথ্য আপনাকে জানিয়ে দেবে যে পরীক্ষা কোথায় এখন কখন হবে যেন আপনি একটা যাত্রা পরিকল্পনা করতে পারেন। আপনাকে অবশ্যই এই প্রবেশ পত্র এবং বৈধ পাসপোর্ট সাথে করে নিয়ে আসতে হবে। পরীক্ষার হলে আর কি কি আনতে হবে তা জানার জন্য দেখে আসুন আপনার পরীক্ষার দিন পাতাটি।
পরীক্ষার দ্রুত টিপস- পরীক্ষার দিনে
আপনাকেএই দিনটির জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে। স্নায়বিক চাপে ভুগলে আতঙ্কিত হবেন না, এটা খুবই স্বাভাবিক। কিছু নিয়ম মেনে চলুন শান্ত থাকার জন্য এবং ভালো ফলাফলের জন্য
- শান্ত থাকুন এবং দীর্ঘশ্বাস নিন
- পরীক্ষায় লেখা শুরু করার আগে প্রশ্নপত্র পুরোটা পড়ে নিন
- সময় ভাগ করে নিন
- কোন জায়গায় আটকে গেলে পরবর্তী প্রশ্নে চলে যান
- প্রশ্ন ভালোভাবে পড়ুন এবং সতর্কতার সাথে সবগুলো উত্তর লিখুন
- পরীক্ষা দেওয়ার সময় মাঝে মাঝের পানি খান
- আগে ভাগেই পরীক্ষা শেষ হয়ে গেলে সব উত্তর গুলো আরেকবার দেখে নিন
লিখিত উত্তরের জন্য আপনার উত্তরকে প্রথম, মধ্যম এবং শেষ ভাগে ভাগ করে নিন। প্রথম অংশে সূচনা, মধ্যম অংশে তূলনামূলক বর্ণনা এবং নির্দিষ্ট শব্দ সংখ্যার ৭৫ ভাগ লিখে ফেলুন। এবং শেষ অংশে একটি উপসংহার লিখুন।