ব্রিটিশ কাউন্সিল নিশ্চিত করে যেন প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষায় নিরপেক্ষ ও ন্যায্যভাবে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারে। আমরা বিশেষ আয়োজন করবো যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে সহজে পরীক্ষা দিতে পারে এবং প্রশ্নের উত্তর সহজে দিতে পারে। 

যদি আপনার পরীক্ষা দেয়ার জন্য কোন বিশেষ প্রয়োজন থাকে তাহলে নীচের নিয়মাবলীটা পড়ে নিন।  আপনার জন্য বিশেষ প্রয়োজন নিশ্চিত করা নির্ভর করে পরীক্ষা বোর্ডের উপর এবং কিছু ক্ষেত্রে আপনাকে পরীক্ষায় অংশগ্রহন হতে অব্যহতি দেয়া হবে যদি আপনি কোন অক্ষমতা বা ঝামেলার সম্মুখীন হন। অনুগ্রহ করে মনে রাখুন যে রেজিস্ট্রেশন এর তারিখ শেষ হয়ে গেলে কোন বিশেষ আয়োজন করা সম্ভব হবেনা। 

বিশেষ আয়োজনের সুবিধা যাদেরকে দেয়া হবেঃ

  • IELTS
    যদি আপনার পরীক্ষার জন্য বিশেষ কোন আয়োজনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের পরীক্ষার তারিখের তিন মাস আগে জানান। আমাদের প্রস্তুতির জন্য এই সময়টুকু আমাদের দরকার। 
    যদি আপনার পরিস্থিতি এমন থাকে যে আপনার পরীক্ষা দেয়ার জন্য বিশেষ আয়োজন লাগবে যেমন অতিরিক্ত সময় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন অন্তত ৬ সপ্তাহ আগে।  এবং রেজিস্ট্রেশন করার মধ্যকার সময়ের অবশ্যই দু বছরের মধ্যের মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে। 
  • কেমব্রীজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী পরীক্ষা
    যদি আপনার কোন অক্ষমতা বা বিশেষ চাহিদা থাকে তো আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাকে অবশ্যই সাম্প্রতিক দুই বছরের মধ্যকার মেডিক্যাল সার্টিফিকেট দিতে হবে রেজিস্ট্রেশনের আগে। 
    আপনি বিশেষ প্রয়োজনের আবেদন করতে পারবেন শুধু কেমব্রীজ ইংলিশ ভিত্তিক পরীক্ষার ক্ষেত্রেই
  • IGCSE/International GCSE, O-level, A-level এবং অন্যান্য পরিক্ষা
    যদি আপনার পরিস্থিতি এমন থাকে যে আপনার পরীক্ষা দেয়ার জন্য বিশেষ আয়োজন লাগবে যেমন অতিরিক্ত সময় অথবা বিশেষ পরীক্ষা পরিদর্শন , পরীক্ষা প্রশ্নপত্রের কমতির কারণে তাহলে আমাদের অন্তত প্রথম পরীক্ষা শুরু হওয়ার ৬ সপ্তাহ আগে জানান। যদি আপনার পরিস্থিতির কারণে আপনাকে বিশেষভাবে পরীক্ষা দেয়ার আয়োজন করতে হয় তাহলে রেজিস্ট্রেশন করার সময় আমাদের জানান, আবেদনের সাথে অবশ্যই মেডিক্যাল সার্টিফিকেট জমা দিন।
  • Professional and university exams
    বেশীরভাগ ক্ষেত্রে আপনাকে সরাসরি বিশ্ববিদ্যালয় বা পরীক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে, পরীক্ষা বোর্ড এসে ব্রিটিশ কাউন্সিলের সাথে কথা বলে আপনার আবেদনের অনুমোদন করাবে এবং আপনাকে জানাবে।
    আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনার এমন কোন বিশেষ আয়োজন দরকার পরে আমাদের সাথে পরীক্ষা দেয়ার ক্ষেত্রে। এবং রেজিস্ট্রেশন করার মধ্যকার সময়ের অবশ্যই দু বছরের মধ্যের মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে।

কি কি কাগজপত্র জমা দিতে হবে?

আপনার আবেদনের জন্য অবশ্যই মেডিক্যাল প্রমাণ লাগবে যা নীচের শর্তগুলো পূরণ করে

  • বৈধ এবং ইংরেজী অথবা বাংলা ভাষায় লেখা
  • একজন পরিচিত ডাক্তারের লেটারহেডে বা প্যাডে তার সাক্ষর ও পদবী সহ 
  • প্রার্থীর অক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়া
  • আপনার অক্ষমতা কিভাবে বিশেষ আয়োজনের চাহিদা যথোপযুক্ত করে তা প্রমাণ দিন

মেডিক্যাল রিপোর্টটি অবশ্যই দুই বছরের মধ্যকার সময়ের হতে হবে।

আমি কি ধরনের সাহায্য পাবো?

আপনার আবেদনটি অবশ্যই মেডিক্যাল প্রমাণ সহ জমা দিতে হবে এবং যথোপযুক্ত হতে এর নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবেঃ

  • বৈধ হতে হবে এবং বাংলায় বা ইংরেজীতে হবে হবে
  • একজন পরিচিত ডাক্তারের লেটারহেডে বা প্যাডে তার সাক্ষর ও পদবী সহ 
  • প্রার্থীর অক্ষমতা সম্পর্কে পরিস্কার ধারণা দেয়া
  • আপনার অক্ষমতা কিভাবে বিশেষ আয়োজনের চাহিদা যথোপযুক্ত করে তা প্রমাণ দিন

আপনার যদি ডিস্লেক্সিয়া অথবা অন্য কোন শারীরিক সমস্যা থাকে তাহলে আপনি নিম্নের বিষের আয়োজনগুলোর সুবিধা পাবেনঃ

  • অতিরিক্ত সময়ঃ ২০-১০০% অতিরিক্ত সময় আপনার চাহিদার উপর নির্ভর করে
  • পরীক্ষার মাঝখানে অবকাশ কোন পরিদর্শকের তত্বাবধানে
  • কম্পিউটারের ব্যবহার
  • যেকোন ব্যক্তি আপনার উত্তর লিখে দিতে পারবে
  •  লেখা পড়ে দেয়ার জন্য একজন ব্যক্তি
  • একজন লিপিকার যে আক্ষরিক ভাবে আপনার লেখা লিখে দিবে
  • বলার পরীক্ষায় স্ট্যান্ডারড ভাবে একজন ডামি সঙ্গী অথবা সিংগ্যাল ফরম্যাটে
  • আলাদা পরীক্ষা দেয়া