PRODIGY National Youth Summit

প্রডিজি কর্মসূচির মাধ্যমে ৮০১  জন তরুন তাদের  জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ পেয়েছে। এই কর্মসূচিতে তরুনরা সেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদের নিজ এলাকায় ক্লাব ভিত্তিক কার্যক্রম, পথ নাটক ,সংলাপ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে স্থানীয় পর্যায়ের শাসন কার্যক্রমে সম্পৃক্ত হতে উৎসাহিত করছে। এই ৮০১ জন তরুন (১৮ থেকে ৩০ বয়স এবং ৫০% নারী) এই কর্মসূচির  মধ্যে দিয়ে দক্ষ হয়ে উঠেছে। এখন তারা স্থানীয় সরকার ও জনগণের মাঝে একটি গঠনমূলক সম্পর্ক তৈরিতে কাজ করছে। প্রডিজি স্থানীয় পর্যায়ে সকলের অংশগ্রহন বিশেষভাবে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহন নিশ্চিত করতে কাজ করছে।

এই ৮০১ জন প্রশিক্ষিত তরুন দেশের তিনটি বিভাগে ২৫ টি স্থানীয় সরকার কমিউনিটিতে ,স্থানীয় সরকার ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় শাসন কাঠামোতে সকল স্তরের নাগরিক সম্পৃক্ততা বা অংশগ্রহন বৃদ্ধিতে কাজ করছে।

প্রডিজির তিনটি সূত্র হলোঃ

স্বচ্ছতা, জবাবদিহিতা, নাগরিক সম্পৃক্ততা, ও সামাজিক সম্প্রীতি বিষয়ে সক্ষমতা বৃদ্ধি

তরুনদের সংগঠিত ও সম্পৃক্ত করার বিষয়ে অন্যান্য প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে প্রডিজি তরুনদের সক্ষমতা বৃদ্ধিতে ৪ টি প্রশক্ষন সহায়িকা তৈরি করেছে। ১। নেতৃত্ব বিষয়ক , ২। স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও নাগরিক বিষয়ক ৩। সামাজিক সম্প্রীতি  এবং 8।অর্থ ব্যবস্থাপনা। প্রশিক্ষিত প্রশিক্ষকগন স্থানীয় পর্যায়ে ৮০১ জন তরুনকে এই সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। প্রশিক্ষিত এই সকল তরুন তাদের নিজের এলাকার স্থানীয় সরকারের কার্যক্রমে নাগরিকদের অংশগ্রহন বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি সৃষ্টিতে কাজ করছে।

নাগরিক অংশগ্রহণ

এই প্রশিক্ষিত ৮০১ জন তরুন তাদের নিজ এলাকার উন্নয়নে ১১৫ টি উদ্যোগ  বাস্তবায়ন করছে। এই সকল সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুন নাগরিকদেরকে তাদের অধিকার ও দায়িত্বের বিষয়ে অবগত করছে যাতে তারা স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রম ও সেবা প্রদানের প্রক্রিয়া অংশগ্রহন করে। এটা স্পষ্ট যে প্রডিজি যে সকল এলাকার কাজ করছে সেখানে স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততা যেমন বাড়ছে একই সাথে স্থানীয় সরকার ব্যবস্থায় আরো বেশি সম্পৃক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। 

তরুনদের সম্পৃক্ততার জন্য ইতিবাচক স্বীকৃতি প্রদান

২০১৭ সালের ১২ ই আগস্ট দেশের ২৫ টি এলাকার তরুনরা আন্তর্জাতিক যুব দিবস পালন করে। এই দিবস উদযাপনে স্থানীয় সরকার  প্রতিনিধি, জাতীয় যুব উন্নয়ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি গনমাধ্যম কর্মীসহ ৫০০০ মানুষ অংশগ্রহন করে। ২০১৬ ১২ ই মার্চ  এই প্রকল্পের সাথে সম্পৃক্ত ৫০০ জন তরুনের অংশগ্রহনে একটি জাতীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে তরুনরা তাদের নিজ এলাকার পরিচালিত সামাজিক উদ্যোগসমূহ প্রদর্শন করেছে। তরুণদের পাশাপাশি নীতি নির্ধারক , সমমনা  সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী অংশগ্রহন করেছে। সম্মেলনে সামাজিক উদ্যোগ কার্যক্রমে প্রদর্শনী ও বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহনে তরুণদের অনুপ্রানিত ও উৎসাহিত করেছে।