প্রডিজি কর্মসূচির মাধ্যমে ৮০১ জন তরুন তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ পেয়েছে। এই কর্মসূচিতে তরুনরা সেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদের নিজ এলাকায় ক্লাব ভিত্তিক কার্যক্রম, পথ নাটক ,সংলাপ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে স্থানীয় পর্যায়ের শাসন কার্যক্রমে সম্পৃক্ত হতে উৎসাহিত করছে। এই ৮০১ জন তরুন (১৮ থেকে ৩০ বয়স এবং ৫০% নারী) এই কর্মসূচির মধ্যে দিয়ে দক্ষ হয়ে উঠেছে। এখন তারা স্থানীয় সরকার ও জনগণের মাঝে একটি গঠনমূলক সম্পর্ক তৈরিতে কাজ করছে। প্রডিজি স্থানীয় পর্যায়ে সকলের অংশগ্রহন বিশেষভাবে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহন নিশ্চিত করতে কাজ করছে।
এই ৮০১ জন প্রশিক্ষিত তরুন দেশের তিনটি বিভাগে ২৫ টি স্থানীয় সরকার কমিউনিটিতে ,স্থানীয় সরকার ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় শাসন কাঠামোতে সকল স্তরের নাগরিক সম্পৃক্ততা বা অংশগ্রহন বৃদ্ধিতে কাজ করছে।
প্রডিজির তিনটি সূত্র হলোঃ