একজন মা, বাবা অথবা অভিভাবক হিসেবে আপনার নিজস্ব সমর্থন এবং আগ্রহ আপনার শিশুকে ইংরেজীতে অগ্রগতি লাভ করতে সাহায্য করতে পারে। এখানে আছে আমাদের শিক্ষকদের কাছ থেকে আপনার সন্তানের ঘরে বসে ইংরেজী শেখায় সহায়তা করার বিষয়ে কিছু উল্লেখযোগ্য পরামর্শ।
নিজে ইংরেজী শিখুন
শিক্ষার প্রতি, এবং ভাষা হিসেবে ইংরেজীর প্রতি একটি ইতিবাচক মনোভাব গঠন করতে হলে তার শুরুটা নিজের সাথে করাই উত্তম। আপনি যদি আপনার সন্তানকে ইংরেজীর ক্লাসে পাঠান, তবে কেন আপনিও একটিতে যোগ দেবেন না? একসাথে ইংরেজী শেখা আপনার সন্তানদের সাথে সময় কাটানোর এবং আরেকটি ভাষা শেখা ও বলার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব তৈরি করার একটি উত্তম পন্থা। নিজেও ইংরেজী শেখার মাধ্যমে আপনি আপনার সন্তানদেরকে দেখাতে পারেন যে বাক্য নিখুঁতভাবে গঠন করে নিয়ে তার পরই কথা বলার চেয়ে চেষ্টা করে ভুল করাই শ্রেয়।
একসাথে গান পরিবেশন করুন (অথবা ইউটিউবের সাহায্য নিন যদি গাইতে না পারেন)
একটি গান বা ছড়া কয়েক বার শোনার পর, শিশুরা দ্রুত তা গুনগুন করে গাইতে, সুরের সাথে সাথে গাইতে এবং অবশেষে শব্দের পর শব্দ বসাতে শুরু করে। সুর ও ছড়া শিশুদের পূর্ণ বাক্য, স্বরভঙ্গি, মাত্রা এবং ছন্দ ব্যবহারে শিশুদের সাহায্য করে, এবং একইসাথে আত্মবিশ্বাস গড়ে তোলে, এমনভাবে যা স্পষ্টত ভাষার এই বৈশিষ্ট্যগুলো তাদের শেখাতে গেলে আমরা অর্জন করতে পারি না।
গানের মধ্য দিয়ে আমরা শিশুদের বেশ কঠিন ভাষাগত গঠনের সাথেও পরিচয় করাতে পারি। উদাহরণস্বরূপ তাকানো যাক, 'ইফ ইউ আর হ্যাপি অ্যান্ড ইউ নো ইট, ক্ল্যাপ ইয়োর হ্যান্ডস’ গানটির দিকে। এর মধ্যে রয়েছে বাস্তবিকভাবেই জটিল একটি ব্যাকরণগত গঠন যা একটি শিশুকে শেখাতে গেলে তার সেটি শিখতে বেশ বেগ পেতে হবে। অপরদিকে, এ গানটি কোন ধরনের চাপ ছাড়াই আমাদের জন্য সবকিছু করে দেয়, এবং শিশুদের জন্য একটি সহজে চেনার যোগ্য প্রসঙ্গ দিয়ে দেয়।
নিশ্চিত করুন যে উই বা প্লে স্টেশন ইংরেজী ব্যবহার করার জন্য প্রস্তুত করা আছে
আমরা যত প্রযুক্তি ব্যবহার করে থাকি তার প্রত্যেকটিতেই ভাষার বিকল্প থাকে। ইংরেজীকে আপনার টিভি, আইপ্যাড, ল্যাপটপ বা ফোনের প্রয়োগগত ভাষা হিসেবে ব্যবহার করা হলে আপনার সন্তান যত বার আপনাকে কোথাও প্রবেশ করতে দেখবে অথবা নিজে তা করবে, সে ইংরেজিকে সহজভাবে ভাবে দেখবে।
দুশ্চিন্তামুক্ত হন
আপনার সন্তান যদি ভুল করে অথবা অনতিবিলম্বেই ইংরেজীতে কথা বলতে আরম্ভ না করে তবে দুশ্চিন্তা করবেন না। একটি লম্বা সময় ধরে শোনা ও ভাবার পরেই সাধারণত ভাষার আগমন শুরু হয়ে থাকে।
এ বিষয়ের পক্ষে কিছু প্রমাণ রয়েছে যে যেসব শিশুরা একসাথে অনেকগুলো ভিন্ন ভিন্ন ভাষার সংস্পর্শে আসে তাদের সব তথ্য জায়গা অনুসারে বসাতে একটু বেশি সময় লাগতে পারে। তাই হয়তো বিদ্যালয়ে যে শিশু নতুন তথ্য তার তৃতীয় বা চতুর্থ ভাষায় শিখছে সে একই তথ্য যে শিশু নিজের প্রাথমিক এবং একমাত্র ভাষায় শিখছে তার চেয়ে আপাতদৃষ্টিতে একটু পিছিয়ে থাকতে পারে।
নিশ্চিন্ত থাকুন, বহুভাষী শিশুটি শীঘ্রই কোন সাহায্য ছাড়াই তাল মিলাতে পারবে, এবং এ বিষয়ের সপক্ষে প্রমাণ বেড়েই চলেছে যে, পরবর্তী জীবনে, একের অধিক ভাষায় কথা বলার সামর্থ্য স্মৃতি রক্ষায় সাহায্য করে।
আরও পরামর্শের খোঁজ করছেন?
নিচে প্রদত্ত ব্রিটিশ কাউন্সিল ভয়েসেস ম্যাগাজিনের নিবন্ধগুলো দেখুন আপনার সন্তানের ইংরেজী শিক্ষায় সহায়তা করার বিষয়ে আরও পরামর্শের জন্য।