পীয়ারসন এডেক্সেল ক্ল্যাশ পরীক্ষা
যদি কোন পরীক্ষার্থী একের অধিক পরীক্ষা দিতে চায় যার সময়সীমা একই সেশনের মধ্যে পড়ে যায় এবং ব্যাপ্তি ৩ ঘন্টার চেয়ে বেশি হয় তখন এই পরীক্ষাগুলোকে ক্ল্যাশ পরীক্ষা বলে।
এই পরীক্ষাগুলোকে দুইটি সেশনে ভাগ করে দেয়া হবে। পরীক্ষার্থী প্রথম পরীক্ষা দিবে এ এম সেশনে এবং দ্বিতীয় পরীক্ষা দিবে পি এম সেশনে। যদিও তাকে অবশ্যই এ এম সেশনের আগে উপস্থিত হতে হবে।
দুই পরীক্ষার মাঝে অবশ্যই পরীক্ষার্থীকে তদারকির মাঝে বিরতি দেয়া হবে। এই বিরতিতে পরীক্ষার্থী পরীক্ষা স্থানের বাইরের কারো সাথে কোন মাধ্যমেই যোগাযোগ করতে পারবেনা। তারা নিজেদের খাবার এবং পাঠ্যবই নিজেরা আনতে পারবে, অভিভাবকেরা এসব খাবার বা বই ব্রিটিশ কাউন্সিলের নির্ধারিত ব্যক্তির কাছে দিয়ে দেবে এবং তারাই নির্ধারিত পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেবে
যদি পরীক্ষার ব্যাপ্তি ৩ ঘন্টা অথবা তার চেয়ে কম হয় তাহলে এটা ক্ল্যাশ পরীক্ষা হিসেবে গণ্য হবেনা। নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা পরিচালনা হবে। পরীক্ষার মাঝে কোন বিরতি থাকবেনা। এই পরীক্ষার জন্য কোন আলাদা তথ্য প্রকাশ করা হবেনা
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ক্ল্যাশ পরীক্ষা
যদি কোন পরীক্ষার্থী একের অধিক পরীক্ষা দিতে চায় যার সময়সীমা একই সেশনের মধ্যে পড়ে যায় এবং ব্যাপ্তি ৩ ঘন্টা ৪৫ মিনিটের বেশি হয় তখন এই পরীক্ষাগুলোকে ক্ল্যাশ পরীক্ষা বলে
এই পরীক্ষাগুলোকে দুইটি সেশনে ভাগ করে দেয়া হবে। পরীক্ষার্থী প্রথম পরীক্ষা দিবে এ এম সেশনে এবং দ্বিতীয় পরীক্ষা দিবে পি এম সেশনে। যদিও তাকে অবশ্যই এ এম সেশনের আগে উপস্থিত হতে হবে
দুই পরীক্ষার মাঝে অবশ্যই পরীক্ষার্থীকে তদারকির মাঝে বিরতি দেয়া হবে। এই বিরতিতে পরীক্ষার্থী পরীক্ষা স্থানের বাইরের কারো সাথে কোন মাধ্যমেই যোগাযোগ করতে পারবেনা। তারা নিজেদের খাবার এবং পাঠ্যবই নিজেরা আনতে পারবে, অভিভাবকেরা এসব খাবার বা বই ব্রিটিশ কাউন্সিলের নির্ধারিত ব্যক্তির কাছে দিয়ে দেবে এবং তারাই নির্ধারিত পরীক্ষার্থীর কাছে পৌঁছে দেবে
যদি পরীক্ষার ব্যাপ্তি ৩ ঘন্টা ৪৫ মিনিট অথবা তার চেয়ে কম হয় তাহলে এটা ক্ল্যাশ পরীক্ষা হিসেবে গণ্য হবেনা। নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা পরিচালনা হবে। পরীক্ষার মাঝে কোন বিরতি থাকবেনা। এই পরীক্ষার জন্য কোন আলাদা তথ্য প্রকাশ করা হবেনা।
পরীক্ষার সময়সূচী
পরীক্ষার স্থান, সময় ও তারিখ ডাউনলোড বেভাগে দেওয়া থাকবে। তথ্যগুলো পিডিএফ ফাইল হিসেবে আপলোড করা থাকবে। পুরো কার্যক্রম পাওয়ার জন্য সঠিক ফাইলটি ডাউনলোড করে নিতে হবে।