যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে অথবা পুশচেয়ারে চলাফেরা করতে হয় তাদের জন্য আমাদের এই দপ্তরে বিশেষ ব্যবস্থা আছে। এখানে আসার ব্যাপারে কিংবা কোনো বিষয়ে আপনার যদি প্রশ্ন থাকে আমাদেরকে জানান।
কোন পথে আসবেন
আমাদের উত্তরাস্থ টিচিং সেন্টারটি উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুলের মূল ভবনে অবস্থিত।
- এখান থেকে বিমানবন্দর রেলস্টেশন-এর দূরত্ব ১.৩ কিলোমিটার
- এখান থেকে জসীমউদ্দিন বাস স্টপ-এর দূরত্ব ৪০০ মিটার
কোথায় নামবেন
স্কুলের মূল প্রবেশপথের (গেট ২) সামনেই ড্রপ-অফ পয়েন্ট
ইন্টারন্যাশনাল হোপ স্কুলের মূল প্রবেশ পথ থেকে ড্রপ-অফ পয়েন্ট-এর দূরত্ব ৫ মিটার।
মূল প্রবেশপথের বাইরেই আপনি গাড়ি, মোটরবাইক অথবা ট্যাক্সি থামাতে পারবেন।
মূল প্রবেশপথের বাইরে আরেকটি ড্রপ-অফ পয়েন্ট আছে যেটি শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে এমন অতিথিরা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এই টিচিং সেন্টারে আসার আগেই আমাদের সাথে যোগাযোগ করুন যাতে আমরা সকল ব্যবস্থা সম্পন্ন করে রাখতে পারি।
মূল প্রবেশপথ থেকেই ট্যাক্সি, অটো রিকশা এবং উবার সহজলভ্য।
পার্কিং
আমাদের উত্তরা টিচিং সেন্টারের মূল প্রবেশপথের বাইরে (গেট ২) গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে।
এখানে পৌঁছানোর পর যা যা দেখবেন
মূল প্রবেশ পথ
আমাদের টিচিং সেন্টারে আসার জন্য ইন্টারন্যাশনাল হোপ স্কুলের মূল প্রবেশপথ দিয়ে ঢোকার সময় আপনাকে কোনো সিঁড়ি বা ধাপ অতিক্রম করতে হবে না। শিক্ষাদান কেন্দ্রের মূল প্রবেশপথ দিয়ে ঢুকতে হুইলচেয়ার বা পুশচেয়ার ব্যবহারকারীরা র্যাম্প-এর সাহায্য নিতে পারবেন।
মূল প্রবেশপথের একটি ছবি এই পাতার ওপরের অংশে দেয়া আছে।
- মূল প্রবেশ পথ দিয়ে স্কুল ভবনে ঢোকার সময় আপনাকে পাঁচটি সিঁড়ি অতিক্রম করতে হবে।
- মূল প্রবেশপথটি ৯৭ সেন্টিমিটার প্রশস্ত।
ভবন-এর ভেতরে
সিকিউরিটি চেক
মূল ভবন-এ প্রবেশ করার আগে নিরাপত্তার জন্য আপনাকে চেক করা হবে। সেক্ষেত্রে আপনার শরীর ও ব্যাগ উভয়ই চেক হবে।
যদি সিকিউরিটি চেক নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, এখানে আসার আগেই আমাদের সাথে যোগাযোগ করুন।
অভ্যর্থনা
আমাদের টিচিং সেন্টারটিতে ঢুকে ডানদিকে ১.২২ মিটার দূরত্বে আপনি দুইটি কাস্টমার সার্ভিস ডেস্ক পাবেন। আমাদের কর্মী আনন্দের সাথেই আপনার যেকোনো প্রশ্নের উত্তর দেবেন। যদি আপনি হুইলচেয়ার ব্যবহার করেন, তাহলে আমরা আপনাকে তখনই জানিয়ে দেবো জরুরি কোনো অবস্থার সৃষ্টি হলে আপনি ভবন থেকে কীভাবে বের হবেন।
ভবনের সারসংক্ষেপ
আমাদের টিচিং সেন্টারের নিচতলায় বিস্তৃত সমতল করিডোর আছে যেখান দিয়ে হুইলচেয়ার ব্যবহারকারী অথিতিরা সহজেই আসতে পারবেন। ভবনের অন্যান্য অংশে ওপরে ওঠা ও নামার জন্য সিঁড়ি আছে, তাই ওখানে র্যাম্প নেই। সিঁড়ি অবথা লিফট ব্যবহার করে ভবনের অন্যান্য তলায় যাওয়া যায়।
নিচতলায় অ্যাসেম্বলি পয়েন্ট-এর পাশেই একটি ক্যাফে আছে।
শ্রেনিকক্ষ
- আমাদের শ্রেণিকক্ষগুলো ভবনের নিচতলায়
- আমাদের শ্রেণিকক্ষগুলোতে আছে কম্পিউটার ও টেবলেট যেগুলোতে স্ক্রিন ম্যাগনিফায়ার এবং স্ক্রিন রিডার সফটওয়্যার রয়েছে।
সভাকক্ষ
এই ভবনে আমাদের কোনো সভাকক্ষ নেই।
লিফট এবং সিঁড়ি
লিফট অথবা সিঁড়ি ব্যবহার করে আপনি এই ভবনের অন্যান্য তলায় যেতে পারবেন।
- এটি একটি প্যাসেঞ্জার লিফট
- লিফটের দরজাটি ৮৪ সেন্টিমিটার প্রশস্ত।
- লিফটে অডিবল অ্যানাউন্সার আছে।
- সিঁড়ির ডানদিকে হ্যান্ডরেইল আছে।
আপনার যদি লিফট ব্যবহার করতে কোনো সমস্যা থাকে তাহলে এই টিচিং সেন্টারে আসার আগেই আমাদের সাথে যোগাযোগ করুন যাতে আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারি।
টয়লেট সুবিধা
নিচতলায় বামদিকে আপনি একটি সহজে প্রবেশযোগ্য টয়লেট পাবেন। হুইলচেয়ার ব্যবহারকারীরাও এই টয়লেট ব্যবহার করতে পারবেন।
- টয়লেটের দরজাটি ৯১ সেন্টিমিটার প্রশস্ত। দরজাটি বাইরের দিকে খোলে।