যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে অথবা পুশচেয়ারে চলাফেরা করতে হয় তাদের জন্য আমাদের এই অফিসে বিশেষ ব্যবস্থা আছে। এখানে আসার ব্যাপারে কিংবা কোনো বিষয়ে আপনার যদি প্রশ্ন থাকে আমাদেরকে জানান।

কোন পথে আসবেন

আমাদের চট্টগ্রাম অফিসটি ঢাকা অফিসের মতো নিজস্ব জায়গায় অবস্থিত নয়। এটি চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় রফিক টাওয়ারে অবস্থিত। এটি একটি দশ তলা ভবন আর আমাদের দপ্তরটি এর ৮ম তলায়।

  • এখান থেকে চট্টগ্রাম রেলস্টেশন-এর দূরত্ব ২.৫ কিলোমিটার
  • এখান থেকে আন্ত-জেলা বাস স্টপ-এর দূরত্ব ১.৪ কিলোমিটার
  • এখান থেকে চট্টগ্রাম বিমানবন্দরের দূরত্ব ১৬.২ কিলোমিটার

কোথায় নামবেন

আমাদের চট্টগ্রাম অফিসে আসতে হলে রফিক টাওয়ারের সামনেই নিকটতম ড্রপ-অফ পয়েন্টটি পাবেন।

  • ড্রপ-অফ পয়েন্ট থেকে আমাদের অফিসের  মূল প্রবেশপথের দূরত্ব ১০ মিটার
  • ড্রপ-অফ পয়েন্টটিতে একটি র‍্যাম্প আছে।  যাদের শারীরিক প্রতিবন্ধকতা আছে তারা মূল ভবনে ঢোকার জন্য র‍্যাম্পটি ব্যবহার করতে পারবেন।
  • ড্রপ-অফ পয়েন্ট থেকেই ট্যাক্সি বা অটোরিকশা ইত্যাদি সহজলভ্য।

পার্কিং

আমাদের চট্টগ্রাম অফিসে অতিথিদের গাড়ি পার্কিং-এর ব্যবস্থা নেই।

এখানে পৌঁছানোর পর যা যা দেখবেন

মূল প্রবেশ পথ

রফিক টাওয়ারের মূল প্রবেশপথ দিয়ে ঢোকার পর আমাদের চট্টগ্রাম অফিসে আসার জন্য আপনাকে কোনো সিঁড়ি বা ধাপ অতিক্রম করতে হবে না। যারা হুইলচেয়ার বা পুশচেয়ার ব্যবহার করেন তারাও সহজেই এই ভবনে প্রবেশ করতে পারবেন।

  • মূল প্রবেশপথ দিয়ে ভবনে ঢোকার সময় আপনাকে ছয়টি সিঁড়ি অতিক্রম করতে হবে।
  • মূল প্রবেশপথের দরজাটি ৬ মিটার প্রশস্ত
  • মূল প্রবেশপথে একটি র‍্যাম্প আছে যেটি দিয়ে হুইলচেয়ার বা পুশচেয়ার ব্যবহারকারী অতিথিরা ঢুকতে পারবেন। আমাদের অফিসে আসার জন্য ভবনটিতে লিফট সুবিধা রয়েছে।

ভবন-এর ভেতরে

সিকিউরিটি চেক

মূল ভবন-এ প্রবেশ করার আগে নিরাপত্তার জন্য আপনাকে চেক করা হবে। সেক্ষেত্রে আপনার শরীর ও ব্যাগ উভয়ই চেক হবে।

এসময় আপনি কয়েকবার জোরালো ব্লিপ শব্দ শুনতে পারেন।

যদি সিকিউরিটি চেক নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, এখানে আসার আগেই আমাদের সাথে যোগাযোগ করুন

অভ্যর্থনা

আমাদের অফিসে ঢোকার পর ১.৮২ মিটার দূরত্বে আপনি একটি কাস্টমার সার্ভিস ডেস্ক পাবেন। আমাদের কর্মী আনন্দের সাথেই আপনার যেকোনো প্রশ্নের উত্তর  দেবেন। যদি আপনি হুইলচেয়ার ব্যবহার করেন, তাহলে আমরা আপনাকে তখনই জানিয়ে দেবো জরুরি কোনো অবস্থার সৃষ্টি হলে আপনি ভবন থেকে কীভাবে বের হবেন।

ভবনের সারসংক্ষেপ

আমাদের চট্টগ্রাম অফিসটি ভবনের ৮ম তলায় অবস্থিত, যেখানে হুইলচেয়ার ব্যবহারকারী অতিথিরাও আসতে পারবেন।

সভাকক্ষ

৮ম তলায় আমাদের সভাকক্ষ আছে যেটি সহজে প্রবেশযোগ্য।

লিফট এবং সিঁড়ি

আপনি লিফট অথবা সিঁড়ি ব্যবহার করে আমাদের অফিসে আসতে পারবেন।

  • এটি একটি প্যাসেঞ্জার লিফট
  • লিফটের দরজা ৯২ সেন্টিমিটার প্রশস্ত এবং আপনি মাটি থেকে ৩৬ সেন্টিমিটার উচ্চতায় লিফটের বাটনগুলো পাবেন।
  • বাটনগুলোতে ব্রেইল সুবিধা আছে।
  • সিঁড়ির বামদিকে হ্যান্ডরেইল আছে।

আপনার যদি লিফট ব্যবহার করতে কোনো সমস্যা থাকে তাহলে এই অফিসে আসার আগেই আমাদের সাথে যোগাযোগ করুন যাতে আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারি।

টয়লেট সুবিধা

৮ম তলাতেই আপনি একটি সহজে প্রবেশযোগ্য টয়লেট পাবেন। হুইলচেয়ার ব্যবহারকারীরাও এই টয়লেট ব্যবহার করতে পারবেন।

টয়লেটের দরজাটি ৯২ সেন্টিমিটার প্রশস্ত। দরজাটি বাইরের দিকে খোলে।