যে যোগ্যতা বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় ও চাকুরীদাতা দ্বারা গৃহিত হয় 

এ লেভেল হলো আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সেই যোগ্যতা অনেক বিশ্ববিদ্যালয় কোর্সে ও পেশাদার ট্রেইনিং সুবিধার জন্য আবশ্যক। সাধারণত ১৭-১৮ বছর বয়সের শিক্ষার্থীরা এ লেভেল দিয়ে থাকে

এ লেভেল আপনাকে যে বিষয়ে সাহায্য করেঃ 

  • দেশে ও বিদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্থান নিশ্চিত
  • আপনার পছন্দসই পেশায় যাত্রা শুরু
  • আপনার পছন্দের বিষয়গুলোর মধ্যে অন্বেষণ করুন

দেখুন কোন স্কুলে এ লেভেল আছে

দেখুন কিভাবে এ লেভেলে রেজিস্টার

কোর্সের ব্যাপ্তি এবং বিন্যাস

সাধারণত শিক্ষার্থীরা এ লেভেল শেষ করতে দুই বছর সময় পায়। এ লেভেলের প্রথম অর্ধেককে বলা হয় এএস লেভেল। এবং পরবর্তী বছরে আপনি যা পড়েন তা হলো এ২ লেভেল। দুই বছরের সমন্বিত ফলাফলকে বলা হয় এ লেভেল। ব্যবহারিক,  কোর্সের সমন্বিত পরীক্ষা ও ফলাফল মিলে এ লেভেল।

পরীক্ষা বোর্ড

ইটি মূখ্য বোর্ড এ লেভেল পরীক্ষা নিয়ে থাকে।  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এবং পীয়ারসন এডেক্সেল। যদি আপনার স্কুলের কোন নির্দিষ্ট পরীক্ষা বোর্ড থাকে তাহলে আপনাকে এর মধ্য থেকে বেছে নিতে হবেনা

দেখে নিন আপনার জন্য কোন পরীক্ষা বোর্ড উপযুক্ত

বিষয় বাছাই

এখানে এ লেভেলের জন্য অনেক বিষয় দেয়া আছে যদিও বিষয় নির্ভর করে দেশ, পরীক্ষা বোর্ড আর স্কুলের উপর 

বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক ভর্তির শর্ত

যুক্ত্যরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এ লেভেলে তিনটি বিষয় সম্পূর্ণ করার শর্ত দিয়ে থাকে। তবে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় বাছাই করার আগে লিপিভুক্ত হওয়ার আবশ্যিকতা গুলো জেনে নিন

দেখে নিন আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে স্থান পেতে আপনার কি গ্রেড দরকার

পড়াশোনা

আমরা আপনার পরীক্ষা পাশের ক্ষেত্রে সহায়তা করতে পারি গাইড, পূর্ববর্তী পরীক্ষা পত্র এবং অন্যান্য উপায় দ্বারা

পড়াশোনার পরামর্শ এবং সহায় জেনে নিন

গ্রেড এবং মার্কিং পদ্ধতি

আপনার এ লেভেলের পাঠ্যক্রম এবং ফলাফল এ* থেকে ই গ্রেডের মধ্যে নির্ণয় করা হয় 

ফলাফল

আপনার পরীক্ষার ফলাফল আপনার স্কুল বা নিকটস্থ ব্রিটিশ কাউন্সিল অফিসে পাঠানো হয় বার্ষীক পরীক্ষা বা পাঠ্যক্রম জমা দেয়ার কয়েক সপ্তাহ পর