বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একটি যোগ্যতা
ইন্টারন্যাশনাল GCSEs (IGCSE) বিশ্বব্যাপী ১৪ থেকে ১৬ বছর বয়সীদের জন্য সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক যোগ্যতার সূচক। দেশে কিংবা বিদেশে উচ্চশিক্ষা কিংবা পেশাদার পড়ালেখার জন্য এটিই আপনার প্রবেশপথ। এর মাধ্যমে আপনি :
- দেশে কিংবা বিদেশে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন।
- ভালো একটি ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ পাবেন।
- বিদেশে স্থানান্তর বা পড়তে যাওয়ার ক্ষেত্রে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।*
- আপনাকে আরও উৎকৃষ্ট ও সফল জীবনের পথে নিয়ে যাবে এরকম দক্ষতা অর্জন করবেন।
* যেমন, IGCSE ইংলিশ-এ গ্রেড সি পেলেও তা অনেক ইংরেজিভাষী দেশের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট বলেই গ্রহণ করা হয়।
জেনে নিন কোন কোন স্কুলগুলোতে IGCSEs এবং ইন্টারন্যাশনাল GCSEs দেয়ার সুযোগ আছে
জেনে নিন কীভাবে IGCSEs এবং ইন্টারন্যাশনাল GCSEs - এর জন্য রেজিস্টার করবেন