বিশ্বব্যাপী গ্রহণযোগ্য একটি যোগ্যতা 

ইন্টারন্যাশনাল GCSEs (IGCSE) বিশ্বব্যাপী ১৪ থেকে ১৬ বছর বয়সীদের জন্য সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক যোগ্যতার সূচক। দেশে কিংবা বিদেশে উচ্চশিক্ষা কিংবা পেশাদার পড়ালেখার জন্য এটিই আপনার প্রবেশপথ। এর মাধ্যমে আপনি :

  • দেশে কিংবা বিদেশে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। 
  • ভালো একটি ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ পাবেন। 
  • বিদেশে স্থানান্তর বা পড়তে যাওয়ার ক্ষেত্রে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন।* 
  • আপনাকে আরও উৎকৃষ্ট ও সফল জীবনের পথে নিয়ে যাবে এরকম দক্ষতা অর্জন করবেন। 

* যেমন, IGCSE ইংলিশ-এ গ্রেড সি পেলেও তা অনেক ইংরেজিভাষী দেশের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট বলেই গ্রহণ করা হয়।

জেনে নিন কোন কোন স্কুলগুলোতে IGCSEs এবং ইন্টারন্যাশনাল GCSEs দেয়ার সুযোগ আছে 

জেনে নিন কীভাবে IGCSEs এবং ইন্টারন্যাশনাল GCSEs - এর জন্য রেজিস্টার করবেন  

কোর্স-এর মেয়াদ ও ধরণ

IGCSEs/ ইন্টারন্যাশনাল GCSEs সম্পন্ন করতে সাধারণত দুই বছর সময় লাগে। এই পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে আছে লিখিত ও মৌখিক টেস্ট, সেই সাথে ব্যবহারিক পরীক্ষা ও কোর্সওয়ার্ক।  

পরীক্ষা বোর্ড

দুইটি প্রধান পরীক্ষা বোর্ডের মাধ্যমে এই পরীক্ষা আহ্বান করা হয় - কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং পিয়ারসন এডেক্সেল। আপনার স্কুল হয়তো ইতিমধ্যেই একটি নির্দিষ্ট বোর্ড ব্যবহার করছে। খেয়াল করুন : আপনি যদি কেমব্রিজ ইন্টারন্যাশনাল বোর্ডে পরীক্ষা দেন, তাহলে আপনি ইন্টারন্যাশনাল GCSE অথবা O লেভেল-এর জন্য প্রস্তুতি নেবেন। আপনি যদি পিয়ারসন এডেক্সেল বোর্ডে পরীক্ষা দেন, তাহলে আপনি ইন্টারন্যাশনাল GCSE-এর জন্য প্রস্তুতি নেবেন। IGCSE ও O লেভেল দু'টোই সেকন্ডারি স্কুল কোয়ালিফিকেশন-এর সমাপ্তি পর্যায় হিসেবে ধরা হয়। 

জেনে নিন কোন বোর্ডটি আপনার জন্য উপযুক্ত

বিষয় বাছাই

IGCSE ও O লেভেল আপনার জন্য যেসব বিষয় উপযুক্ত আপনাকে সেগুলো বাছাই করে নেয়ার সুযোগ দেবে। আপনি যেসব বিষয় বাছাই করবেন তা আপনার ক্যারিয়ার লক্ষ্য ও পূর্ববর্তী পড়াশোনার পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনার দেশে কোন কোন বিষয় বাছাই করার সুযোগ আছে তা নিচের ডাউনলোড সেকশন-এ প্রদত্ত বিষয় তালিকা দেখে জেনে নিন।

যোগ্যতার পর্যায়

IGCSE-এর মূল কারিকুলাম সেসব শিক্ষার্থীদের জন্য উপযুক্ত যারা গ্রেড সি থেকে জি পর্যন্ত অর্জন করতে চায়। এর একটি সংযোজিত কারিকুলাম আছে যেটি সেসব শিক্ষার্থীদের জন্য যাদের লক্ষ্য গ্রেড এ থেকে সি পর্যন্ত অর্জন করা। 

পড়ালেখা ও প্রস্তুতি

আমাদের কাছে আপনি পরীক্ষার প্রস্তুতির সহায়ক  উচ্চ-যোগ্যতাসম্পন্ন মেটেরিয়াল পেতে পারেন, যার মধ্যে আছে ব্রিটিশ কাউন্সিলের GCSEPod, সেই সাথে পরীক্ষা বোর্ডের স্টাডি গাইড, বিগত বছরের প্রশ্নপত্র, অনলাইন অ্যাপস এবং অন্যান্য রিসোর্স। 

পড়াশোনার ব্যাপারে পরামর্শ নিন

গ্রেড ও মার্কিং

আপনার ফলাফল মূল্যায়ন করা হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত A* থেকে G গ্রেড অনুযায়ী। যুক্তরাজ্য সরকারের নিয়ম অনুযায়ী পিয়ারসন এডেক্সেল A* থেকে G থেকে সরে এসে ৯ থেকে ১ গ্রেড ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। কেমব্রিজ ইন্টারন্যাশনাল ভবিষ্যতে ৯ থেকে ১ গ্রেড ব্যবহার করবে। কোর্সওয়ার্ক এবং প্রশ্নপত্র কেন্দ্রীয়ভাবে যুক্তরাজ্যে মার্কড হবে। 

কখন আপনি পরীক্ষার ফলাফল পাবেন?

আপনার চূড়ান্ত পরীক্ষা অথবা কোর্সওয়ার্ক সাবমিশনের কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষার ফলাফল আপনার স্কুল অথবা নিকতম ব্রিটিশ কাউন্সিল অফিসে পাঠানো হবে । 

এরপরের ধাপটি কী?

IGCSEs/ ইন্টারন্যাশনাল GCSEs ভবিষ্যত পড়ালেখা, যেমন AS বা A লেভেল অথবা এমনকি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবার ক্ষেত্রে আপনার প্রথম পদক্ষেপ।