Creative Commons Calendar
©

Dafne Cholet © Creative Commons 

আইজিসিএসই/ ও লেভেল, এ-/এএসলেভেল এবং স্কুল পরীক্ষা দেয়ার জন্য প্রতি বছর ৫টি করে সুযোগ আসে

  • ক্যামব্রিজ  ইন্টারন্যাশনালের হয়ে পরীক্ষা দেয়া যায় মে/জুন এবং অক্টোবর/নভেম্বরে 
  • পীয়ারসন এডেক্সেলের হয়ে পরীক্ষা দেয়া যায় জানুয়ারি,  মে/জুন এবং অক্টোবর/নভেম্বরে

 

বিঃদ্রঃ আপনি নিয়মিত রেজিস্ট্রেশন তারিখে পরেও রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে অতিরিক্ত ফী দিতে হবে

শিশু সুরক্ষা নিশ্চিতকরণঃ যদি কোন পরীক্ষার্থীর বয়স ১৮ এর নীচে হয় তাহলে বাবা-মা অথবা বৈ অভিভাবকে পরীক্ষার্থীর হয়ে রেজিস্ট্রেশন করতে হবে

যখন রেজিস্ট্রেশনের জন্য একাউন্ট তৈরী করবেন, তখন এমন একটা পাসওয়ার্ড বাছাই করুন যাতে কমপক্ষে ৮টি ক্যারেক্টার আছে। একটি বড় হাতের বর্ণ আছে, একটি সংখ্যা আছে যেমন ১,৭,৪ এবং একটি বিশেষ ক্যারেক্টার যেমন !,%, &,+, *