রেজিস্ট্রেশন প্রক্রিয়া জেনে নিন

১ নং ধাপঃ রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুনঃ

নিচের রেজিস্ট্রেশান লিঙ্ক থেকে আপনার রেজিস্ট্রেশান সম্পূর্ণ করুন। 

https://schoolexams.britishcouncil.org

আপনার রেজিস্ট্রেশান শেষ হলে ফর্মটি প্রিন্ট করে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর ও তারিখ দিন। 

রেজিস্ট্রেশানের সময় সঠিক ই-মেইল ব্যবহার করুন। রেজিস্ট্রেশানের পরে আপনার কাছে একটি ই-মেইল যাবে, যেখান থেকে আপনাকে রেজিস্ট্রেশান নিশ্চিত করতে হবে। শুধু মাত্র অভিভাবকগন ১৮ বছরের নিচের পরীক্ষকার্থীদের জন্য রেজিস্ট্রেশান করতে পারবেন। রেজিস্ট্রেশানের টাকার রশিদে সঠিক পরিচিতি সংখ্যা লিখুন যা দেখতে এইরকম -  A2BD0000000XXXXXX   

২ নং ধাপঃ পরীক্ষার ফী

রেজিস্ট্রেশন ফর্মে আপনি সকল ধরণের পরীক্ষার ফী সম্পর্কে জানতে পারবেন। আপনার আবেদন তখনই প্রক্রিয়াধীন হবে যখন আপনি ফী জমা দেবেন। আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের  মাধ্যমে ফী জমা দিতে পারবেন। তালিকাভুক্ত ব্যাংকের নাম জানতে ডাউনলোড সেকশন দেখে নেবেন 

ভর্তুকি ফী

প্রত্যেক পরীক্ষার জন্য পরীক্ষা বোর্ডের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। এই তারিখের পরও আপনি হয়তো পরীক্ষা রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু আপনাকে একটা ভর্তুকি ফী দিতে হবে। এই ভর্তুকি ফি সম্পর্কে আপনি রেজিস্ট্রেশন ফর্মে জানতে পারবেন। আপনার ব্যাংকের স্লিপ  সাথেই রাখুন কারণ পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে তা দরকার পড়বে। 

৩ নং ধাপঃ রেজিস্ট্রেশন ফর্ম জমা দেয়া

ফর্ম পূরণ করে ফী জমা দেয়া শেষ। এখন আপনাকে জরুরী কাগজপত্র স্ট্যান্ডার্ড চারটার্ড ব্যাংকের বাছাইকৃত শাখার ড্রপ বক্সে জমা দিতে হবে। এই বিষয়ে যা যা লাগবেঃ

  • সম্পূর্ণ পূরণ করে স্বাক্ষরিত রেজিস্ট্রেশন ফর্ম। অবশ্যই এর একটি ফটোকপি করে আপনার সাথে রাখুন
  • সম্প্রতি তোলা ৩ কপি রঙিন ছবি( পাসপোর্ট সাইজ)। অবশ্যই তিন মাসের মধ্যকার হতে হবে এবং একই ছবির তিন কপি হয়ে হবে
  • বৈধ পাসপোর্টের ফটোকপি।
  • স্ট্যাম্প সহ ব্যাংকের  ডিপোসিট  স্লিপ। এবং এর একটা ফটোকপি করে আপনার কাছে রাখুন  
  • আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমার পরীক্ষার ফী জমা দিয়েছি
  • আপনার রেজিস্ট্রেশন ফর্মটি জমা দিন ব্রিটিশ কাউন্সিলের মূল অফিসে( ঢাকা, চট্টগ্রাম বা সিলেট) অথবা তালিকাভুক্ত এসসিবি ড্রপবক্সে। (তালিকাভুক্ত ব্যাংকের নাম জানতে ডাউনলোড ভাগ দেখে নেবেন) 

 

৪ নং ধাপঃ রেজিস্ট্রেশন সম্পন্ন

আপনি ব্রিটিশ কাউন্সিলের স্কুল পরীক্ষার জন্য সফলভাবে রেজিস্ট্রেশন করেছেন। আপনার ভর্তি সংক্রান্ত  তথ্য, পরীক্ষার স্থান অবশ্যই আপনাকে পরীক্ষার তিন সপ্তাহ আগে জানানো হবে আপনার ভর্তি সংক্রান্ত তথ্য কি সংশোধন দরকার?

আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনার  ভর্তি সংক্রান্ত তথ্য কি সংশোধন দরকার হয়