আমরা আপনাকে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত এমন কিছু মূল্যবান প্রফেশনাল যোগ্যতার সুযোগ দিতে সক্ষম হব যা আপনাকে দীর্ঘমেয়াদী উন্নতির শিখরে নিয়ে যাবে, আর এর জন্য আপনাকে দেশ ছেড়েও যেতে হবেনা। 

আমাদের সকল কর্মী নিশ্চিত করবে যেন আপনি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফলাফল গ্রহনের দিন পর্যন্ত একটি সহজবোধ্য অভিজ্ঞতা পান।

কিছু পরীক্ষার জন্য  আপনি সরাসরি ব্রিটিশ কাউন্সিলে এসেই রেজিস্ট্রেশন করতে পারবেন, আবার কিছু পরীক্ষার জন্য আপনাকে সরাসরি যুক্তরাজ্যে তে অবস্থিত সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আমরা আপনার পরীক্ষা বাংলাদেশে নেয়ার ব্যবস্থা করবো।

আপনার শুধু পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে আসতে হবে।

আমাদের পার্টনার কারা

আপনি অসংখ্য শীর্ষস্থানীয় প্রফেশনাল প্রতিষ্ঠানের পড়াশোনা ও পরীক্ষা দিতে পারবেন বাংলাদেশে:

অন্যান্য যোগ্যতা

এই তালিকার বাইরে থাকা কোন পরীক্ষায় অংশগ্রহন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন

কিভাবে রেজিস্টার করবো?

আপনার পেশাগত পরীক্ষার জন্য রেজিস্টার করা খুব সহজ। প্রথমেই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সরাসরি পরীক্ষার জন্য রেজিস্টার করুন, পরীক্ষার অন্তত একমাস আগে এই রেজিস্ট্রেশন করতে হবে। পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। 

কিভাবে অর্থ পরিশোধ করবো?

কম্পিউটার ভিত্তিক ACCA পরীক্ষা ছাড়া সকল পরীক্ষার ফী সরাসরি পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে। 

অনুগ্রহ করে নীচের তালিকায় থাকা কম্পিউটার  ভিত্তিক ACCA পরীক্ষা এর জন্য নির্ধারিত তারিখ ও রেজিস্ট্রেশনের প্রক্রিয়া দেখে নিন

কম্পিউটার বেসড্‌ ACCA- পরীক্ষার ফী ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

CB ACCA Exam এর রেজিস্ট্রেশন পূরণ করার জন্য প্রার্থীকে সংযুক্ত CB ACCA রেজিস্ট্রেশন ফর্ম পুরণ করতে হবে, যা ব্রিটিশ কাউন্সিলে ঢাকা, ব্রিটিশ কাউন্সিল সিলেট, ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের পরীক্ষা কেন্দ্র থেকে সংগ্রহ করে একই কেন্দ্রে জমা দিতে হবে।সাথে দিতে হবে

  • সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি এক কপি
  • পাসপোর্টের ফটোকপি
  • পরীক্ষা ফী
বিষয় ফী
FA1, FA2, MA1, MA2   ৭২০০ টাকা
F1, F2, F3, FAB, FFA, FMA ৯০০০টাকা
F4  ১২৫০০ টাকা

সরকারী ছুটির দিনগুলো ছাড়া আমরা প্রতি সোমবার ও বৃহস্পতিবার ACCA পরীক্ষা নিয়ে থাকি।

সতর্কীকরণ

ব্রিটিশ কাউন্সিল এবং পরীক্ষা বোর্ড নিরবচ্ছিন সেবা প্রদানের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। তাই আমাদের আওতার বাইরের কোন পরিস্থিতির কারণে কোন বিঘ্ন ঘটলে আমাদের দায়ী না ভাবার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। যদি পরীক্ষা বা ফলাফলে বাধা বা বাতিল বা বিলম্ব হয় তাহলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তা পুনরায় চালু স্বাভাবিকভাবে চালু করার। তবে রেজিস্ট্রাশন ফী ফেরত দেয়া বা পুনরায় পরীক্ষায় বসার ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের দায় সীমাবদ্ধ থাকবে।

রিফান্ড পলিসি

আমাদের রিফান্ড পলিসি বা  টাকা ফেরত দেয়ার নিয়ম সম্পর্কে জানতে এখানে  ক্লিক করুন। কোন পরীক্ষার জন্য কোন রেজিস্টার করার আগে অবশ্যই নিয়মগুলো ভালভাবে দেখে নিন।