দেশ ত্যাগ না করেই ব্রিটেনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে স্বনামধন্য যোগ্যতা অর্জন করুন। 

ব্রিটিশ কাউন্সিলের সাহায্যে এখন শিক্ষার্থীরা দেশে বসেই যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোয় অংশগ্রহন করতে পারবে। আমরা সেই সকল শিক্ষার্থীকের পরীক্ষার কেন্দ্র দেই যারা দূর শিক্ষা কার্যক্রম বা যুক্তরাজ্যের  বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন

বছরের যেকোন সময়েই আমরা বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, প্রফেশনাল সংগঠনের পরীক্ষা পরিচালনা করে থাকি। 

পরীক্ষা কেন্দ্র বাছাই থেকে শুরু করে পেশাদার ট্রেইনিংপ্রাপ্ত পরীক্ষা পরিদর্শক এবং পরীক্ষা বোর্ড দ্বারা পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হওয়া, এ সবকিছু আমরা দেখাশোনা করি। আপনাকে শুধু পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে আসতে হবে।

আমাদের অংশীদার যারা 

আপনি অসংখ্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের পরীক্ষা বাংলাদেশে দিতে পারবেন 

ইউনিভার্সিটি অফ লন্ডন ইন্টারন্যাশন্যাল প্রোগ্রামস: 

University of London International Programmes পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের জন্য নানান ধরণের ডিগ্রী লাভের সুযোগ দিয়ে থাকে যেমন ডিপ্লোমা এবং স্নাতকোত্তর ডিগ্রী। দূরবর্তী শিক্ষার্থীরা এখন বাংলাদেশে বসে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে University of London এর পরীক্ষা দিতে পারবে। 

আমাদের সাথে আরো আছে:

কিভাবে রেজিস্টার করবেন?

  • বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য রেজিস্টার করা সহজ
  • প্রথমেই আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সরাসরি পরীক্ষার জন্য রেজিস্টার করুন
  • পরীক্ষার স্থান নিশ্চিত হওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করুন
  • পরীক্ষার অন্তত একমাস আগে এই রেজিস্ট্রেশন করতে হবে।

অংশগ্রহনকারীদের জন্য জরুরী তথ্য

অনুগ্রহ করে নোট করুন এইসকল পরীক্ষা দেয়ার জন্য আপনার বৈধ আন্তর্জাতিক পাসপোর্ট লাগবে  

সতর্কীকরণ

ব্রিটিশ কাউন্সিল এবং পরীক্ষা বোর্ড এই সেবা প্রদানের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। তাই আমাদের আওতার বাইরের কোন পরিস্থিতির কারণে কোন বিঘ্ন ঘটলে আমাদের দায়ী না ভাবার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। যদি পরীক্ষা বা ফলাফলে বাধা বা বাতিল বা বিলম্ব হয় তাহলে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তা পুনরায় চালু স্বাভাবিকভাবে চালু করার। তবে রেজিস্ট্রেশন ফী ফেরত দেয়া বা পুনরায় পরীক্ষায় বসার ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের দায় সীমাবদ্ধ থাকবে।

রিফান্ড পলিসি

শিক্ষা সংক্রান্ত, প্রফেশনাল বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বিটিশ কাউন্সিল শুধু নিন্মোক্ত কারণগুলোর জন্যই টাকা ফেরত দিয়ে থাকে

  1. গুরুতর অসুস্থতা, অর্থাৎ যদি হাসপাতালে ভর্তি করানোর অবস্থা হয়, অবস্থা গুরুতর আহত হলে। কিন্তু সামান্য অসুস্থতা যেমন সর্দি কাশির জন্য এটা প্রযোজ্য নয়। (ইংরেজীতে লিখিত ডাক্তারের রিপোর্ট দেয়া বাধ্যতামূলক
  2. প্রাকৃতিক দুর্যোগ
  3. কোন অতি নিকট আত্মীয়ের মৃত্যু
  4. অস্বচ্ছলতা বা মানসিক চাপ- কোন ট্রাফিক দূর্ঘটনা বা অপরাধের দ্বারা ক্ষতিগ্রস্ত হলে

যদি এই সকল কারনে আপনি টাকা ফেরত চান তবে দয়া করে আপনার পরীক্ষার ৫ দিন আগে রিফান্ড এপ্লিকেশন জমা দিন। মনে রাখবেন পরীক্ষার পরে জমা পড়া কোন এপ্লিকেশনকে বিবেচনা না করার অধিকার ব্রিটিশ কাউন্সিল রাখে। 

পরীক্ষার্থীকে অবশ্যই রিফান্ড এপ্লিকেশন যথাযথ প্রমানসহ জমা পরীক্ষার আগে ৫ কার্য দিবসের মধ্যে দিতে হবে যেমন, মেডিক্যাল সার্টিফিকেট, স্থানীয় চেয়ারম্যান বা কমিশনারের সার্টিফিকেট, মৃত্যু সনদ, পুলিশ রিপোর্ট ইত্যাদি। 

রিফান্ড অনুমোদন পেলে ব্রিটিশ কাউন্সিল শিক্ষার্থীকে পরবর্তী ৩০ কার্য দিবসের মধ্যে প্রশাসনিক ফী ৭৫০ টাকা ব্যাতীত স্থানীয় কেন্দ্র ফী ফেরত দেবে। শিক্ষার্থীদের অনুরোধ করা হলো সকল ফর্ম ও সহযোগী কাগজপত্র পরীক্ষা সেবা কর্মকর্তার কাছে জমা দেয়ার জন্য (শিক্ষা এবং প্রফেশনাল পরীক্ষা) ৫ ফুলার রোড, ঢাকা ১০০০। 

বিঃদ্রঃ যারা পরীক্ষা বোর্ডের  ফী রিফান্ড চান তারা সরাসরি ইন্সটিটিউটের সাথে যোগাযোগ করুন।