আমি কখন আমার পরীক্ষার ফলাফল পাবো?
আপনার পরীক্ষা দেয়ার ৬ সপ্তাহের মধ্যেই ফলাফল অনলাইনে পাওয়া যায়, আর প্রিন্ট করা কপি তার পরপরই দেয়া হয়।
ডাক যোগে ফলাফল কোথায় পাঠানো হয়?
আপনি যদি স্কুলের ছাত্র হন তাহলে আপনার স্কুলের ঠিকানায় ডাকযোগে ফলাফল পাঠিয়ে দেয়া হয়। আর যদি প্রাইভেট প্রার্থী হন তাহলে আপনার ফলাফল আপনার বাসার ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়।
কবে আমি আমার সার্টিফিকেট পাবো?
পীয়ারসন এডেক্সেলের প্রার্থীদের জন্য জানুয়ারি সেশনের সার্টিফিকেট জুন মাসে আর মে/জুন সেশনেরটা নভেম্বর মাসে দেয়া হয়।
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এর পরীক্ষার্থীদের জন্য সার্টিফিকেট দেয়া হয় অক্টোবর/নভেম্বরের সেশনেরটা মার্চ মাসে আর মে/জুন সেশনেরটা নভেম্বর মাসে।
নিচের কেন্দ্রে রেজিস্ট্রেশন করা প্রার্থীরা ব্রিটিশ কাউন্সিল থেকে নিজেদের সার্টিফিকেট নিয়ে নেবেন, অবশ্যই সার্টিফিকেট নেয়ার আগে আপনার ভর্তির প্রমাণ দিতে হবে বৈধ পাসপোর্ট সহ।
- ৯০৩২০
- ৯০৩২১
- ৯০৩২২
- বিডি০০১
- বিডি২০০
- বিডি৪০০
যদি প্রার্থী নিজে এসে সার্টিফিকেট সংগ্রহ করতে না পারে, তাহলে তার অনুপস্থিতিতে যিনি আসবেন তার কাছে অবশ্যই প্রার্থীর তরফ থেকে একটি অনুমোদন পত্র থাকতে হবে এবং প্রার্থীর ভর্তির প্রবেশপত্র থাকতে হবে।
উপরক্ত কেন্দ্রের বাইরে যারা রেজিস্ট্রেশন করেছে তারা নিজ নিজ স্কুল থেকে সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন
যেমন আশা করেছিলেন ফলাফল তেমন হয়নি?
যদি আপনি আপনার প্রত্যাশিত ফলাফল না পেয়ে থাকেন যার উপর ভিত্তি করে আপনি কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হবেন তাহলে ঘাবড়াবেন না। আপনি পুনরায় পরীক্ষা দিতে পারবেন এমনকি আপনার উত্তরপত্র পুনরায় চেক করাতে পারবেন। জেনে নিন কিভাবে পুনরায় পরীক্ষা দেবেন বা উত্তরপত্র চেক করাবেন।