আমি কখন আমার পরীক্ষার ফলাফল পাবো? 

আপনার পরীক্ষা দেয়ার ৬ সপ্তাহের মধ্যেই ফলাফল অনলাইনে পাওয়া যায়, আর প্রিন্ট করা কপি তার পরপরই দেয়া হয়। 

ডাক যোগে ফলাফল কোথায় পাঠানো হয়?

আপনি যদি স্কুলের ছাত্র হন তাহলে আপনার স্কুলের ঠিকানায় ডাকযোগে ফলাফল পাঠিয়ে দেয়া হয়। আর যদি প্রাইভেট প্রার্থী হন তাহলে আপনার ফলাফল আপনার বাসার ঠিকানায় পাঠিয়ে দেয়া হয়।

কবে আমি আমার সার্টিফিকেট পাবো?

পীয়ারসন এডেক্সেলের প্রার্থীদের জন্য জানুয়ারি সেশনের সার্টিফিকেট জুন মাসে আর মে/জুন সেশনেরটা নভেম্বর মাসে দেয়া হয়।

ক্যামব্রিজ  ইন্টারন্যাশনাল এর পরীক্ষার্থীদের জন্য সার্টিফিকেট দেয়া হয় অক্টোবর/নভেম্বরের সেশনেরটা মার্চ মাসে আর মে/জুন সেশনেরটা নভেম্বর মাসে।

নিচের কেন্দ্রে রেজিস্ট্রেশন করা প্রার্থীরা ব্রিটিশ কাউন্সিল থেকে নিজেদের সার্টিফিকেট নিয়ে নেবেন, অবশ্যই সার্টিফিকেট নেয়ার আগে আপনার ভর্তির প্রমাণ দিতে হবে বৈধ পাসপোর্ট সহ।

  • ৯০৩২০
  • ৯০৩২১
  • ৯০৩২২
  • বিডি০০১
  • বিডি২০০
  • বিডি৪০০

যদি প্রার্থী নিজে এসে সার্টিফিকেট সংগ্রহ করতে না পারে, তাহলে তার অনুপস্থিতিতে যিনি আসবেন তার কাছে অবশ্যই প্রার্থীর তরফ থেকে একটি অনুমোদন পত্র থাকতে হবে এবং প্রার্থীর ভর্তির প্রবেশপত্র থাকতে হবে।

উপরক্ত কেন্দ্রের বাইরে যারা রেজিস্ট্রেশন করেছে তারা নিজ নিজ স্কুল থেকে সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন 

যেমন আশা করেছিলেন ফলাফল তেমন হয়নি? 

যদি আপনি আপনার প্রত্যাশিত ফলাফল না পেয়ে থাকেন যার উপর ভিত্তি করে আপনি কোন  বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হবেন তাহলে ঘাবড়াবেন না। আপনি পুনরায় পরীক্ষা দিতে পারবেন এমনকি আপনার উত্তরপত্র পুনরায়  চেক করাতে পারবেন। জেনে নিন কিভাবে পুনরায়  পরীক্ষা দেবেন বা উত্তরপত্র চেক করাবেন

জেনে নিন অনলাইনে ফলাফল কিভাবে পাবেন

পীয়ারসন এডেক্সেল জুন ২০১৮ ফলাফল

পীয়ারসন এডেক্সেল আন্তর্জাতিক অ্যাডভান্স লেভেল(আই এ এল)  এবং জি সি ই এ লেভেল  এর জুন ২০১৮ সেশনের ফলাফল প্রকাশ করা হবে ১৬ আগস্ট ২০১৮তে।  আইজিসিএসই জুন ২০১৮ সেশনের ফলাফল দেয়া হবে ২৩ আগস্ট ২০১৮তে।

প্রাইভেট প্রার্থী

যদি আপনার ইউসিএল নাম্বার সহ একটু রেজাল্টপ্লাস একাউন্ট থাকে তাহলে এর মাধ্যমে আপনি ফলাফল দেখতে পারবেন। যদি আপনার এই একাউন্ট না থাকে তাহলে আপনি পীয়ারসন থেকে একটি ইমেইল পাবেন আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে যা আপনাকে জানিয়ে দেবে কিবভাবে একাউন্ট চালু করতে হবে। এরপর এডেক্সেল রেজাল্ট প্লাস সার্ভিস  ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ফলাফল জানতে পারবেন। 

স্কুল পরীক্ষার্থী

আপনার ফলাফল আপনাকে স্কুলে মেইল করা হবে, এবং কাগজের ফলাফল আপনার স্কুলের কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এসে সংগ্রহ করে নেবে। বাকি তথ্যের জন্য আপনার স্কুলের সাথে যোগাযোগ করুন। এছাড়াও আমরা পারসোনালাইজড রেজাল্ট প্লাস অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাই প্রত্যেক প্রার্থীর মেইলে যার দ্বারা আপনি এই একাউন্ট চালু করতে পারবেন। প্রার্থীদেরকে অনুরোধ করা হলো ইমেইলে পাঠানো সকল নিয়মাবলী দেখে নিন। 

www.edexcel.com/grade-boundaries এর থেকে সরাসরি গ্রেড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল জুন ২০১৮ ফলাফল

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এর  এ এস/এ লেভেল, ও লেভেল এবং আইজিসিএসই এর ফলাফল প্রকাশিত হবে ১৪ আগস্ট ২০১৮ দুপুর ১২টার পর। প্রাইভেট পরীক্ষার্থীরা নিজস্ব লগইন এবং পাসওয়ার্ড পাবেন অনলাইনে ফলাফল দেখার জন্য। যা আমরা মেইলের মাধ্যমে পাঠিয়ে দেবো। এরপর https://myresults.cie.org.uk/cie-candidate-results/login. এই লিঙ্কের মাধ্যমে ফলাফল অনলাইনে দেখা যাবে।

স্কুলের প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে ফলাফলের জন্য তাদের স্কুলের সাথে যোগাযোগ করুন