মাঝে মাঝে শিক্ষার্থীরা নিজেদের প্রত্যাশিত ফলাফল পায়না। যদি এমন হয় তো চিন্তার কিছু নেই। আপনার ফলাফল আপনার ভবিষ্যৎ জীবন ও পড়াশোনার জন্য নতুন সম্ভাবনা তৈরী করতে পারে।

যদিও কিছু কিছু ক্ষেত্রে আপনি পূনরায় পরিক্ষা দেয়া বা পরীক্ষার খাতা আবারও দেখার আবেদন কুরতে পারেন যদি আপনার শিক্ষক বা আপনি ভেবে থাকেন যে আরেকটু বেশী গ্রেড পাওয়ার সম্ভাবনা আছে।

পরীক্ষা পূনর্মল্ল্যায়নের তথ্য

যদি আপনি ভেবে থাকেন যে আপনার পরীক্ষার ফলাফল ভুল এসেছে তাহলে আপনি পূনরায় খাতা দেখার আবেদন করতে পারেন। 

পীয়ারসন এডেক্সেল

রিটেক দেয়া

যদি আপনি বা আপনার শিক্ষক ভেবে থাকেন যে আপনি আরও ভালো গ্রেড পেতে পারেন তো আপনি পুনরায়  পরীক্ষা দেয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

রিটেক দেয়া কি?

যদি আপনি কোন পরীক্ষা একই সিলেবাসের উপর ভিত্তি করে আগে দিয়ে থাকেন তখন নতুন করে আবার সেই পরীক্ষা দেয়াকে পুনরায় পরীক্ষা দেয়া বলে।

আপনাকে যা করতে হবে

আপনি যদি স্কুল শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার স্কুলের পরীক্ষা সমন্বয়কের সাথে যোগাযোগ করুন। যদি আপনি ক্যামব্রিজ ইন্টারন্যাশলানের ২০১৮ এর জুন সেশনের প্রাইভেট পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে নভেম্বর সেশনের পরীক্ষা দেয়ার জন্য এখানে ক্লিক করুন