কখনো কখনো কোন বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান আপনাকে স্থান বা চাকরি দেয়ার আগে আপনার সার্টিফিকেটের সত্যতা যাচাই করে দেখতে চায়। ব্রিটিশ কাউন্সিল আপনার আইজিসিএসই, আন্তর্জাতিক জিসিএসই, ও লেভেল, এ- এবং নেএস লেভেলের -সার্টিফিকেটের সত্যতার পরিচয় দেবে যদি প্রয়োজন হয়।

আমরা খুবই কম সময়ের মধ্যে ফলাফলের সত্যতা যাচাই করে থাকি। যদিও এটা নির্ভর করে আপনার আবেদন ও স্থানের উপর। 

সার্টিফিকেট হারিয়ে গেলে আমি করবো?

আপনি যদি সার্টিফিকেট হারিয়ে ফেলেন তাহলে আমরা আপনাকে একটি সারটিফাইং স্টেটমেন্ট অফ রেজাল্ট ( সি এস ও আর ) দেবো। 

ফলাফলের সত্যতা যাচাই পত্র বা রেটিফাই স্টেটমেন্ট অফ রেজাল্ট  আপনার হারিয়ে যাওয়া সার্টিফিকেটের কাজই করবে।এ ই পত্রটি  সার্টিফিকেটের মতো একই কাগজে হলোগ্রামযুক্ত প্রিন্ট করা হয়, আপনার মূল সার্টিফিকেটের মতোই এতে আপনার বিষয়, ফলাফল এবং গ্রেডের উল্লেখ থাকে। 

আমাদের পরীক্ষা পরবর্তী সেবা সম্পর্কে আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করুন