আমাদের সাথে আপনার কেমব্রিজ ইংলিশ পরীক্ষা দেয়ার অভিজ্ঞতা যেন সহজ ও সাবলীল হয় সেটা নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই প্রার্থীদের রেজিস্ট্রেশন গ্রহণ করি। নিবন্ধনের ক্ষেত্রে খুব সহজ কিছু ধাপ অতিক্রম করতে হয়।

এই পাতায় আপনি কেমব্রিজ ইংলিশ কী (KET) এবং প্রিলিমিনারি (PET) পরীক্ষার আসন্ন তারিখ, পরীক্ষার ফি এবং রেজিস্ট্রেশন সময়সূচী সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাবলী পাবেন।

কেমব্রিজ ইংলিশ : কী (KET)

স্পিকিং পরীক্ষার তারিখটি কেমব্রিজ ইংলিশ-এর প্রদত্ত সময়ের মধ্যেই কেন্দ্র থেকে নির্ধারণ করে দেয়া হবে। এক দিনে অন্তত ১০ জন প্রার্থীকে পরীক্ষার জন্য রেজিস্টার করতে হবে।

কেমব্রিজ ইংলিশ : প্রিলিমিনারি (PET)

স্পিকিং পরীক্ষার তারিখটি কেমব্রিজ ইংলিশ-এর প্রদত্ত সময়ের মধ্যেই কেন্দ্র থেকে নির্ধারণ করে দেয়া হবে। এক দিনে অন্তত ১০ জন প্রার্থীকে স্পিকিং পরীক্ষার জন্য রেজিস্টার করতে হবে।

ইয়াং লার্নারস

চাহিদার ভিত্তিতে এই পরীক্ষাটির আয়োজন করা হয়। আসন্ন পরীক্ষার তারিখ জানতে আমাদের সাথে যোগাযোগ করুন

টিচিং নলেজ টেস্ট (TKT)

চাহিদার ভিত্তিতে এই পরীক্ষাটির আয়োজন করা হয়। পরীক্ষার তারিখ জানতে আমাদের সাথে যোগাযোগ করুন