রিফান্ড

নিম্নোক্ত কোনো কারণে যদি একজন প্রার্থী পরীক্ষায় উপস্থিত হতে না পারেন সেক্ষেত্রে তিনি রেজিস্ট্রেশনের সময় জমাকৃত পরীক্ষা ফি ফেরত পাবার আবেদন করতে পারবেন : 

  • অসুস্থতা বা আঘাতপ্রাপ্তির ক্ষেত্রে। তবে সাধারণ সর্দিজ্বরের ক্ষেত্রে এই আবেদন গ্রহণযোগ্য হবে না। ( আবেদনের সাথে ডাক্তারের রিপোর্ট সংযুক্ত করতে হবে। রিপোর্টের ভাষা অবশ্যই ইংরেজি হতে হবে।)
  • পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে 
  • কোনো অন্যায় বা সড়ক দুর্ঘটনার কারণে কষ্টে বা ট্রমায় থাকলে    

যদি আপনার কারণটি উপরে উল্লেখিত  কারণগুলোর কোনো একটি হয়ে থাকে, তাহলে মেডিক্যাল সার্টিফিকেট বা অন্যান্য প্রমাণাদি, আপনার পরীক্ষার নির্ধারিত সময় ও মূল্য ফেরতের ফর্মটি পূরণ করে আমাদের কাছে দিতে হবে। এই পাতার নিচে আপনি রিফান্ড এর জন্য আবেদনের ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক পাবেন। 

আপনি যদি পরীক্ষার দিন পরিবর্তন করেন অথবা পরীক্ষার স্তর পরিবর্তন করেন সেক্ষেত্রে ফি-এর রিফান্ড বা ট্রান্সফার হবে না।

এই পেজ-এর নিচে প্রদত্ত আমাদের রিফান্ড ও ট্রান্সফার নীতিমালাটি ডাউনলোড করুন। 

আরও তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন