ফলাফল
পরীক্ষা হবার চার সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ফলাফল প্রকাশিত হয়ে যাবে। যদি কোনো পরীক্ষার ফল এর মধ্যে প্রকাশিত না হয় তাহলে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে হবে।
ইন্ডিভিজ্যুয়াল ক্যান্ডিডেট
প্রার্থীরা এখন কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলাইন রেজাল্টস্ সার্ভিস- এর মাধ্যমে সরাসরি তাদের ফলাফল দেখতে পারবেন। প্রত্যেক প্রার্থীর পরীক্ষার সময়সূচীর সাথে লগ-ইন এর বিস্তারিত দেয়া থাকবে। ফলাফল প্রকাশ শুরু হলে প্রার্থীদের ই-মেইলের মাধ্যমেও জানানো হবে যে ফলাফল প্রকাশ শুরু হয়েছে। খেয়াল করুন প্রত্যেক প্রার্থীকে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত পরীক্ষার সময়সূচীর কাগজটি যত্নের সাথে রাখতে হবে।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন সেন্টার
যেসকল প্রস্তুতি কেন্দ্র কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট পরীক্ষার জন্য প্রার্থীদের রেজিস্টার-এর কাজটি করে তারা সরাসরি কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট এক্সামিনেশনস্-এর মাধ্যমে তাদের প্রার্থীদের ফলাফল ও স্টেটমেন্ট অব রেজাল্ট দেখতে পারবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবার পর প্রতিষ্ঠানটি একটি ই-মেইল পাবে যেখানে লগ-ইন এর বিস্তারিত দেয়া থাকবে। খেয়াল করুন যে সকল প্রার্থী কোনো কেন্দ্রের মাধ্যমে রেজিস্টার করেছেন তারা অনলাইন রেজাল্টস সার্ভিস - এও সাইন আপ করতে পারবেন।
সার্টিফিকেট
যদি আপনি পরীক্ষায় পাস করে থাকেন তাহলে ফলাফল প্রকাশের মোটামুটি দুই মাস পরে আপনার সার্টিফকেট পাঠানো হবে। আপনি যদি কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার-এর মাধ্যমে রেজিস্টার করে থাকেন তাহলে সার্টিফিকেটটি আপনার স্কুলে পাঠানো হবে। যদি আপনি ব্যক্তিগতভাবে রেজিস্টার করে থাকেন তাহলে আপনার প্রদত্ত ঠিকানায় সার্টিফিকেটটি পাঠানো হবে।