A British Council exam certificate being held up

ফলাফল 

পরীক্ষা হবার চার সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ফলাফল প্রকাশিত হয়ে যাবে। যদি কোনো পরীক্ষার ফল এর মধ্যে প্রকাশিত না হয় তাহলে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে হবে।

ইন্ডিভিজ্যুয়াল ক্যান্ডিডেট

প্রার্থীরা এখন কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলাইন রেজাল্টস্‌ সার্ভিস- এর মাধ্যমে সরাসরি তাদের ফলাফল দেখতে পারবেন। প্রত্যেক প্রার্থীর পরীক্ষার সময়সূচীর সাথে লগ-ইন এর বিস্তারিত দেয়া থাকবে। ফলাফল প্রকাশ শুরু হলে প্রার্থীদের ই-মেইলের মাধ্যমেও জানানো হবে যে ফলাফল প্রকাশ শুরু হয়েছে। খেয়াল করুন প্রত্যেক প্রার্থীকে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত পরীক্ষার সময়সূচীর কাগজটি যত্নের সাথে রাখতে হবে। 

ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রিপারেশন সেন্টার 

যেসকল প্রস্তুতি কেন্দ্র কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট পরীক্ষার জন্য প্রার্থীদের রেজিস্টার-এর কাজটি করে তারা সরাসরি  কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট এক্সামিনেশনস্‌-এর মাধ্যমে তাদের প্রার্থীদের ফলাফল ও স্টেটমেন্ট অব রেজাল্ট দেখতে পারবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবার পর প্রতিষ্ঠানটি একটি ই-মেইল পাবে যেখানে লগ-ইন এর বিস্তারিত দেয়া থাকবে। খেয়াল করুন যে সকল প্রার্থী কোনো কেন্দ্রের মাধ্যমে রেজিস্টার করেছেন তারা অনলাইন রেজাল্টস সার্ভিস - এও সাইন আপ করতে পারবেন।

সার্টিফিকেট 

যদি আপনি পরীক্ষায় পাস করে থাকেন তাহলে ফলাফল প্রকাশের মোটামুটি দুই মাস পরে আপনার সার্টিফকেট পাঠানো হবে। আপনি যদি কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার-এর মাধ্যমে রেজিস্টার করে থাকেন তাহলে সার্টিফিকেটটি আপনার স্কুলে পাঠানো হবে। যদি আপনি ব্যক্তিগতভাবে রেজিস্টার করে থাকেন তাহলে আপনার প্রদত্ত ঠিকানায় সার্টিফিকেটটি পাঠানো হবে।    

ইয়াং লার্নারস

কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট থেকে আপনাকে একটি অ্যাওয়ার্ড দেয়া হবে। সেখানে লিসনিং, রিডিং ও রাইটিং এবং স্পিকিং পর্যায়ে আপনার পারফরমেন্স কেমন হয়েছে তা উল্লেখ করা থাকবে।  

পরীক্ষার প্রতিটি অংশের জন্য আপনি এক বা একাধিক কেমব্রিজ শিল্ড পাবেন ( সর্বোচ্চ পাঁচটি)। সেক্ষেত্রে পুরো পরীক্ষার জন্য আপনি ১৫টি শিল্ডও পেতে পারেন!  

পরীক্ষা অনুষ্ঠিত হবার মোটামুটি ৮ সপ্তাহের মধ্যেই ইয়াং লার্নারস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে যাবে। যারাই পরীক্ষা সম্পন্ন করেছেন প্রত্যেকেই একটি অ্যাওয়ার্ড পাবেন। একজন পরীক্ষার্থী কতটুকু পেরেছে তার ওপরেই জোর দেয়া হয়, কতটুকু পারেনি তার ওপর নয়। শুধুমাত্র পরীক্ষায় অংশ নেবার জন্যই তাদেরকে একটি সম্মানসূচক পুরস্কার দেয়া হয়।

ফলাফল অনুসন্ধান

ফলাফল পাওয়ার পর কারো কারো মনে হতেই পারে পরীক্ষার মার্কিং ঠিক হয়নি। সেক্ষেত্রে কেমব্রিজ ইংলিশ-এর একটি সক্রিয় ও সর্বাঙ্গীন result enquiry procedure আছে যার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন পরীক্ষার প্রতিটি অংশ দেখা হয়েছে কি না, এমন কি ক্ষেত্রবিশেষে পুনঃবিবেচনার আবেদনও করতে পারবেন। আপনি যদি আপনার ফলাফল সম্পর্কে খোঁজ নিতে চান তাহলে আপনার পক্ষে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে এই আবেদনটি পাঠাতে হবে।

ফলাফল অনুসন্ধান পদ্ধতির দুইটি ধাপ আছে :

ধাপ  অনুসন্ধান পদ্ধতিটি কেমন হবে? কতদিন লাগবে?
ধাপ -১ উত্তরপত্রের সকল অংশ দেখা হয়েছে কি না তা দেখা হবে  আবেদন করার ৫ কর্মদিবসের মধ্যেই আপনি আবেদনের উত্তর পেয়ে যাবেন।
ধাপ-২  লিখিত উত্তরপত্রের পুনঃবিবেচনা করা হবে* এ কাজটি সম্পন্ন হতে তিন সপ্তাহ সময় লাগবে।  ( ধাপ-২ এর সকল আবেদনের উত্তর ফিরতি চিঠির মাধ্যমে দেয়া হবে

* খেয়াল করুন স্পিকিং পরীক্ষার ফলাফল অনুসন্ধান  বা পুনঃবিবেচনার কোনো সুযোগ নে

** ধাপ-২ অনুসন্ধানের আবেদন করতে হলে একজন প্রার্থীকে অবশ্যই ফলাফল পেতে হবে এবং ফলাফল অনুসন্ধান পদ্ধতির ধাপ-১ সম্পন্ন করতে হবে। 

আপনি যদি আপনার ফলাফলের অনুসন্ধান করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন