আমরা বিশ্বের বিভিন্ন দেশে কেমব্রিজ ইংলিশ-এর বিভিন্ন ধরণের ল্যাঙ্গুয়েজ টেস্ট-এর আয়োজন করে থাকি। বাংলাদেশে আমাদের ঢাকা কেন্দ্রে KET, PET, YLE, TKT এবং FCE পরীক্ষা দেয়ার সুযোগ আছে। জেনে নিন আপনার জন্য কোন পরীক্ষাটি প্রযোজ্য।
জেনারেল ইংলিশ
আপনি যদি কেবল ইংরেজি শেখা শুরু করে থাকেন, কিংবা আপনার ইংরেজি সাবলীল কিন্তু আপনি আরও দক্ষ হতে চান, আপনার জন্য প্রযোজ্য পরীক্ষাটি আমাদের তালিকায় আছে।