Students sitting at individual desks in a classroom

আপনি যদি কেবল ইংরেজি শেখা শুরু করে থাকেন, কিংবা আপনার ইংরেজি সাবলীল কিন্তু আপনি আরও দক্ষ হতে চান, অথবা আপনি যদি হন একজন শিক্ষার্থী কিংবা একজন চাকরিজীবী, আপনার জন্য প্রযোজ্য পরীক্ষাটি আমাদের তালিকায় আছে। জেনে নিন জেনারেল ইংলিশ পরীক্ষার কোন পর্যায়টি আপনার জন্য উপযুক্ত। 

কেমব্রিজ ইংলিশ : কী (KET) এবং কী ফর স্কুল (KETfS)

কেমব্রিজ ইংলিশ : কী অথবা কী ইংলিশ টেস্ট (KET) হচ্ছে কেমব্রিজ ইংলিশ তালিকায় জেনারেল ইংলিশ পরীক্ষার সবচেয়ে প্রাথমিক স্তরের পরীক্ষা। এই পরীক্ষাতে এটাই মূল্যায়ন করা হয় যে প্রাত্যহিক পরিস্থিতিতে যোগাযোগ করার জন্য ইংরেজির মৌলিক জ্ঞান আপনার আছে কি না।

কেমব্রিজ ইংলিশ :কী ফর স্কুল (KETfS) Key-এর সমমানের এবং উভয় পরীক্ষার জন্যই একই সার্টিফিকেট দেয়া হয়। একমাত্র পার্থক্য হচ্ছে এই পরীক্ষার বিষয়বস্তু স্কুল শিক্ষার্থীদের চাহিদা ও অভিজ্ঞতাকে লক্ষ্য করে তৈরি।

এই পরীক্ষাটি দিতে হলে আপনার ইংরেজি দক্ষতা কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক  অনুযায়ী এলিমেন্টারি বা A2 পর্যায়ের হতে হবে।

কাদের এই পরীক্ষাটি দেয়া উচিত?  

আপনি যদি অন্তত ২৫০ ঘণ্টা ইংরেজি ভাষা নিয়ে পড়াশোনা ও অনুশীলন করে থাকেন, প্রাথমিক স্তরের ইংরেজি ব্যবহার করে বলতে, লিখতে এবং অন্যের কথা বুঝতে পারেন তাহলে আপনার   KET পরীক্ষাটি দেয়া উচিৎ। ভবিষ্যৎ কাজ ও পড়াশোনার জন্য আপনার ইংরেজি জ্ঞানের ভিত্তি গড়তে এটাই হবে আপনার প্রথম ধাপ। এই পরীক্ষাটি যারা দেবেন আশা করা হবে তারা:

  • নিজের সম্পর্কে ও অন্যের ব্যাপারে প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবেন
  • কেউ যদি ধীর লয়ে ও স্পষ্টভাবে কোনো ঘোষণা ও নির্দেশনা দেয় সেটা বুঝতে পারবেন
  • কোথাও পড়েছেন বা শুনেছেন এরকম একটি বিষয় সম্পর্কে তাদের ভাবনা অন্যকে বলতে পারবেন।

পরীক্ষা পদ্ধতি কেমন হবে? 

এই পরীক্ষার তিনটি অংশ আছে। একদিন আপনি রিডিং, রাইটিং ও লিসেনিং অংশের পরীক্ষা দেবেন। আরেকদিন আপনাকে স্পিকিং অংশের জন্য আসতে হবে। স্পিকিং অংশে আপনাকে দুইজন পরীক্ষক ও অপর একজন প্রার্থীর সাথে কাজ করতে হবে।   

KET / KETfS রিডিং ও রাইটিং লিসনিং  স্পিকিং 
পরীক্ষার সময় ১ ঘণ্টা ১০ মিনিট  ৩০ মিনিট প্রতি এক জোড়া প্রার্থী ৮-১০ মিনিট 
মার্কস ( %)  ৫০%  ২৫%  ২৫%

কেমব্রিজ ইংলিশ : প্রিলিমিনারি(PET) এবং প্রিলিমিনারি ফর স্কুলস (PETfS)

কেমব্রিজ ইংলিশ : প্রিলিমিনারি (PET) পরীক্ষাটি প্রিলিমিনারি ইংলিশ টেস্ট (PET) বা প্রিলিমিনারি ফর স্কুলস (PETfS) নামেও পরিচিত। এই পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে আপনি ব্যবহারিক ও প্রাত্যহিক পরিস্থিতিতে ইংরেজি ভাষা ব্যবহার করে কতটুকু যোগাযোগ করতে সক্ষম। এই পরীক্ষাটি আপনাকে একটি দৃঢ় ভিত্তি দেবে যদি আপনি পেশাদারভাবে ইংরেজি ভাষাকে ব্যবহার করার জন্য পড়াশোনা করতে চান। 

এই পরীক্ষাটি দিতে হলে আপনার ইংরেজি দক্ষতা কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অনুযায়ী ইন্টারমিডিয়েট বা B1 পর্যায়ের হতে হবে।

কাদের এই পরীক্ষাটি দেয়া উচিত?

PET পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়ার মাধ্যমে আপনার ইংরেজি দক্ষতা উন্নীত হবে যার মাধ্যমে আপনি ভ্রমণের সময় বা কাজের ক্ষেত্রে কোনো ইংরেজিভাষী ব্যক্তির সাথে তথ্য আদান-প্রদান করতে পারবেন।

এই পরীক্ষাটি যারা দেবেন আশা করা হবে তারা:

  • নিজের পছন্দ ও অপছন্দ প্রকাশ করতে এবং সেটা নিয়ে অন্যের সাথে কথা বলতে পারবেন
  • কোনো ধরণের মৌখিক ও লিখিত ঘোষণা এবং নির্দেশনা বুঝতে পারবেন
  • ব্যক্তিগত চিঠি লিখতে এবং কোনো আলোচনা বা সভা থেকে জরুরি নোট নিতে সক্ষম হবেন। 

পরীক্ষা পদ্ধতি কেমন হবে? 

এই পরীক্ষার তিনটি অংশ আছে। একদিন আপনি রিডিং ও রাইটিং এবং লিসনিং পরীক্ষা দেবেন। আরেকদিন আপনাকে স্পিকিং অংশের জন্য আসতে হবে। স্পিকিং অংশে আপনাকে দুইজন পরীক্ষক ও অপর একজন প্রার্থীর সাথে কাজ করতে হবে।   

PET / PETfS রিডিং ও রাইটিং লিসনিং  স্পিকিং 
পরীক্ষার সময়  ১ ঘণ্টা ৩০ মিনিট  ৩০ মিনিট প্রতি এক জোড়া প্রার্থী ১০-১২ মিনিট সময় পাবেন 
মার্কস ( %)  ৫০%  ২৫%  ২৫%

কেমব্রিজ ইংলিশ : ফার্স্ট (FCE) and ফার্স্ট ফর স্কুলস (FCEfs)

কেমব্রিজ ইংলিশ : ফার্স্ট পরীক্ষাটি ফার্স্ট সার্টিফিকেট ইন ইংলিশ (FCE) এবং ফার্স্ট সার্টিফিকেট ইন ইংলিশ ফর স্কুলস  (FCEfS) নামেও পরিচিত। জেনারেল ইংলিশ-এর এই যোগ্যতামূলক পরীক্ষাটি প্রমাণ করে আপনি এমন একটি পরিবেশে কাজ করতে বা পড়াশোনা করতে সক্ষম যেখানে ইংরেজি ভাষা ব্যবহার হয়।

এই পরীক্ষাটি দিতে হলে আপনার ইংরেজি দক্ষতা কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অনুযায়ী আপার ইন্টারমিডিয়েট বা B2 পর্যায়ের হতে হবে। 

কাদের এই পরীক্ষাটি দেয়া উচিৎ?

যদি আপনি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে চান যেখানে ইংরেজিতে কথা বলতে হয়, অথবা আপনি যদি কোনো ইংরেজিভাষী দেশে যেতে চান, কিংবা এমন কোনো ফাউন্ডেশন-লেভেল অথবা প্রি-ইউনিভার্সিটি কোর্স করতে চান যার মাধ্যম ইংরেজি তাহলে আপনার এই পরীক্ষাটির জন্য প্রস্তুতি নেয়া উচিৎ। 

এই পরীক্ষাটি যারা দেবেন আশা করা হবে তারা : 

  • সংক্ষিপ্ত প্রতিবেদন ও ইমেইল লিখতে পারবেন
  • নির্দিষ্ট একটি ধারণা ব্যাখ্যা করতে বা কোনো বিষয়ে বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন যার মাধ্যম হবে অবশ্যই ইংরেজি
  • টেলিভিশন ও পত্রিকায় ব্যবহৃত সাধারণ ইংরেজি বুঝতে পারবেন।

পরীক্ষা পদ্ধতি কেমন হবে? 

এই পরীক্ষাটির পাঁচটি অংশ আছে। একদিন আপনি রিডিং, রাইটিং, ইউস অফ ইংলিশ ও সেই সাথে লিসেনিং অংশেরও পরীক্ষা দেবেন। স্পিকিং অংশটির জন্য আপনাকে আরেকদিন আসতে হতে পারে। স্পিকিং অংশে আপনাকে দুইজন পরীক্ষক ও অপর একজন প্রার্থীর সাথে কাজ করতে হবে।

 FCE / FCEfs রিডিং  রাইটিং  ইউজ অব ইংলিশ  লিসনিং  স্পিকিং 
পরীক্ষার সময়  ১ ঘণ্টা ১ ঘণ্টা ২০ মিনিট  ৪৫ মিনিট ৪০ মিনিট ১৪ মিনিট 
মার্কস ( %)  ২০%  ২০% ২০%  ২০%  ২০% 

বাংলাদেশে কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট পরীক্ষা

বাংলাদেশে কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট পরীক্ষার জন্য রেজিস্টার করুন

জেনে নিন বাংলাদেশে কবে ও কোথায় আপনি কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষার ফি কত।  

পরীক্ষার দিন কী করবেন এবং কী করবেন না 

চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই আপনি লিখিত পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন। আপনি যদি কম্পিউটারে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে দুই সপ্তাহের মধ্যেই আপনি ফলাফল পাবেন। 

কেন ব্রিটিশ কাউন্সিল?