টিচিং নলেজ টেস্ট (TKT) একটি স্কিল নির্ণয়মূলক পরীক্ষা। ইংরেজি ভাষা শেখানোর জন্য যা যা স্কিল থাকা প্রয়োজন তা আপনার আছে কি না সেটাই এই পরীক্ষা মূল্যায়ন করে। যেকোনো বয়স ও সামর্থ্যের শিক্ষকদের জন্যই এই পরীক্ষাটি উপযুক্ত। পরীক্ষাটির বিভিন্ন ধরণের মডিউল রয়েছে।
কাদের এই পরীক্ষাটি দেয়া উচিৎ?
TKT আপনাকে আন্তর্জাতিকভাবে গৃহীত একটি যোগ্যতা অর্জন করতে সাহায্য করবে যা প্রমাণ করবে যে আপনার ভাষা শিক্ষক হবার সামর্থ্য আছে। যদি আপনি নতুন শিক্ষক হন এবং নিজের দক্ষতার ব্যাপারে আত্মবিশ্বাস অর্জন করতে চান, তাহলে এই যোগ্যতা মূল্যায়নটি আপনার জন্য উপযুক্ত। আপনি যদি একজন অভিজ্ঞ শিক্ষক হন এবং একটি নির্দিষ্ট বিষয়ে বৈশিষ্ট্য অর্জন করতে চান, কিংবা যদি মাত্রই ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে কাজ শুরু করে থাকেন, আপনার জন্যও এই মূল্যায়ন পরীক্ষাটি উপযুক্ত।
আপনি যদি ইংরেজি শিক্ষকতায় সেলটা বা ডেলটা'র মতো যোগ্যতা অর্জনের জন্য পড়ালেখা করতে চান তাহলে TKT আপনার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করতে পারে।
এই পরীক্ষাটি দেয়ার জন্য ইংরেজি ভাষার কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা'র প্রয়োজন নেই।
পরীক্ষাটির কী কী মডিউল রয়েছে?
আপনি যেকোনো একটি TKT মডিউল আলাদাভাবেও পরীক্ষা দিতে পারেন অথবা তিনটি মডিউল-এর মধ্যে সমন্বয় করে নিতে পারেন।
প্রধান মডিউল ১-৩
- TKT মডিউল ১: ব্যাকগ্রাউন্ড টু ল্যাঙ্গুয়েজ টিচিং
- TKT মডিউল ২: প্ল্যানিং ফর ল্যাঙ্গুয়েজ টিচিং
- TKT মডিউল ৩: ক্লাসরুম ম্যানেজমেন্ট
বাংলাদেশে কেমব্রিজ ইংলিশ পরীক্ষা
জেনে নিন বাংলাদেশে TKT পরীক্ষা দিতে হলে কীভাবে নিবন্ধন করবেন।
প্রতিটি মডিউলের খরচ পড়বে ৬,০০০ টাকা। TKT পরীক্ষার আসন্ন তারিখ জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
প্রতিটি মডিউলে ৮০টি প্রশ্ন থাকবে এবং ৮০ মিনিট সময়ের মধ্যে সেগুলোর উত্তর দিতে হবে। জেনে নিন পরীক্ষার দিন কী করবেন কী করবেন না।
পরীক্ষার দুই সপ্তাহের মধ্যেই আপনি ফলাফল পেয়ে যাবেন। এই পরীক্ষায় পাস অথবা ফেইল নেই, বরং একটি ব্যান্ড স্কোর-এর মাধ্যমে আপনার ফলাফল চিহ্নিত করা হবে। ব্যান্ড ১ স্কোর নির্দেশ করবে আপনি দূর্বলতম, অর্থাৎ আপনার জ্ঞান ও দক্ষতার সীমাবদ্ধতা রয়েছে। অন্যদিকে ব্যান্ড ৪ স্কোর নির্দেশ করবে ইংরেজি জ্ঞান ও দক্ষতায় আপনি পারদর্শী।
জেনে নিন কেন ব্রিটিশ কাউন্সিলেই আপনি এই পরীক্ষাটি দেবেন।