A young student smiling
A young student smiling ©

All rights reserved to the British Council

এই কেমব্রিজ ইংলিশ : ইয়াং লার্নারস (YLE) পরীক্ষাটি সাত থেকে বারো বছরের শিশুদের ইংরেজি দক্ষতা মূল্যায়নের উদ্দেশ্যে সাজানো হয়েছে। এই মূল্যায়ন পরীক্ষাটির তিনটি পর্যায় আছে ( স্টার্টারস, মুভারস এবং ফ্লাইয়ারস) যা শিশুদেরকে নিজেদের অগ্রগতি পর্যবেক্ষণ করার মাধ্যমে কাজ করতে উৎসাহিত করে।

কেমব্রিজ ইংলিশ : স্টার্টারস

কেমব্রিজ ইংলিশ : স্টার্টারস হচ্ছে কেমব্রিজ ইংলিশ : ইয়াং লার্নারস (YLE) পরীক্ষাটির প্রথম পর্যায়। এই পরীক্ষাটি শিশুদের একদম ছোটবেলা থেকেই ইংরেজি শেখার ব্যাপারে উৎসাহিত করতে ও ভাষা মূল্যায়ন পরীক্ষার ব্যাপারে ইতিবাচক মনোভাব তৈরি করতে সাহায্য করে। এই পরীক্ষাটি দেয়ার জন্য ভাষা দক্ষতা প্রিলিমিনারি পর্যায়ের থাকাই যথেষ্ট। 

কাদের এই পরীক্ষাটি দেয়া উচিত?  

সাধারণত ৭ এবং ৮ বয়সসীমার শিশুরা, যারা অন্তত ১০০ ঘণ্টার ইংরেজি লেসন পেয়েছে, তারা এই পরীক্ষাটি দিয়ে থাকে।  

যেসব শিশু এই পরীক্ষাটি দেবে আশা করা হবে :

  • বিভিন্ন রঙের ইংরেজি নাম জানে
  • নিজেদের সম্পর্কে খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে
  • মৌলিক কিছু প্রশ্নের সংক্ষিপ্ত, এক শব্দের উত্তর লিখতে পারে।

আমার সন্তান এই পরীক্ষাটি দিলে কী পাবে?

এই পরীক্ষায় কোনো পাস বা ফেইল নেই। পরীক্ষার প্রতিটি বিভাগের জন্য আপনার সন্তান সর্বোচ্চ পাঁচটি করে শিল্ড পেতে পারে। তাদের যে সার্টিফিকেটটি দেয়া হবে সেখানে একেকটি বিষয়ে তার প্রাপ্ত শিল্ডের সংখ্যা উল্লেখ করা থাকবে। পরীক্ষা দেবার একমাস সময়ের মধ্যে তারা সার্টিফিকেটটি পাবে।

লিসনিং রিডিং ও রাইটিং  স্পিকিং 

২০ মিনিট

সর্বোচ্চ পাঁচটি শিল্ড 

২০ মিনিট

সর্বোচ্চ পাঁচটি শিল্ড 

৩-৫ মিনিট

সর্বোচ্চ পাঁচটি শিল্ড 

কেমব্রিজ ইংলিশ : মুভারস

কেমব্রিজ ইংলিশ : মুভারস হচ্ছে কেমব্রিজ ইংলিশ : ইয়াং লার্নারস (YLE) পরীক্ষাটির দ্বিতীয় পর্যায়। এই পরীক্ষাটি একজন শিশুকে বাস্তব পরিস্থিতিতে কারো সাথে ইংরেজি ভাষা ব্যবহার করে যোগাযোগের ক্ষেত্রে উৎসাহিত করে ও ভাষা মূল্যায়ন পরীক্ষার ব্যাপারে ইতিবাচক মনোভাব তৈরি করতে সাহায্য করে।

এই পরীক্ষাটি দিতে হলে একজন শিশুর ইংরেজি দক্ষতা কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অনুযায়ী বিগিনার বা A1 পর্যায়ের হতে হবে।

কাদের এই পরীক্ষাটি দেয়া উচিৎ? 

সাধারণত ৮ থেকে ১১ বছর বয়সসীমার একজন শিশু, যে অন্তত ১৭৫ ঘণ্টার ইংরেজি লেসন পেয়েছে, তার জন্য এই পরীক্ষাটি উপযুক্ত।

যে শিশুটি এই পরীক্ষাটি দেবে আশা করা হবে :

  • সে ইংরেজিতে সাধারণ নির্দেশনা বুঝতে পারে। 
  • সে প্রয়োজনীয় তথ্যাদিসহ কোনো একটি ফর্ম পূরণ করতে পারে এবং নিজের ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে পারে। 
  • সে কোথাও শুনেছে বা গল্পের বইয়ে পড়েছে এমন কিছু সাধারণ বিষয় ( যেমন, এক সপ্তাহে কত দিন, সময়ের হিসাব বা বারের নাম ইত্যাদি) সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারে বা কিছু লিখতে পারে। 

আমার সন্তান এই পরীক্ষাটি দিলে কী পাবে? 

এই পরীক্ষায় কোনো পাস বা ফেইল নেই। পরীক্ষার প্রতিটি বিভাগের জন্য আপনার সন্তান সর্বোচ্চ পাঁচটি করে শিল্ড পেতে পারে। তাদের যে সার্টিফিকেটটি দেয়া হবে সেখানে একেকটি বিষয়ে তার প্রাপ্ত শিল্ডের সংখ্যা উল্লেখ করা থাকবে। পরীক্ষা দেবার একমাস সময়ের মধ্যে তারা সার্টিফিকেটটি পাবে।

লিসনিং রিডিং ও রাইটিং  স্পিকিং 
২৫ মিনিট সর্বোচ্চ পাঁচটি শিল্ড  ৩০ মিনিট সর্বোচ্চ পাঁচটি শিল্ড  ৫-৭ মিনিট সর্বোচ্চ পাঁচটি শিল্ড 

কেমব্রিজ ইংলিশ : ফ্লাইয়ারস

কেমব্রিজ ইংলিশ : ফ্লাইয়ারস হচ্ছে কেমব্রিজ ইংলিশ : ইয়াং লার্নারস (YLE) পরীক্ষাটির তৃতীয় পর্যায়। একজন শিশু প্রাত্যহিক পরিস্থিতিতে ব্যবহৃত সাধারণ ইংরেজি বোঝে কি না অথবা ইংরেজি ভাষা ব্যবহার করে অপরের সাথে যোগাযোগ করতে পারে কি না এই পর্যায়ে সেটারই মূল্যায়ন করা হয়।  

এই পরীক্ষাটি দিতে হলে একজন শিশুর ইংরেজি দক্ষতা কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অনুযায়ী এলিমেন্টারি বা A2 পর্যায়ের হতে হবে।

কাদের এই পরীক্ষাটি দেয়া উচিৎ? 

সাধারণত ৯ থেকে ১২ বছর বয়সসীমার একজন শিশু, যে বিদ্যালয়ে দ্বিতীয় ভাষা হিসেবে অন্তত দুই বা তিন বছর যাবৎ ইংরেজি শিখছে ( প্রায় ২৫০ ঘণ্টার ইংরেজি লেসন-এর সমান) তার জন্য এই পরীক্ষাটি উপযুক্ত।

যে শিশুটি এই পরীক্ষাটি দেবে আশা করা হবে :

  • সে দুইটি গল্প বা ছবির মধ্যে পার্থক্য বর্ণনা করতে পারবে
  • সে ইংরেজি ভাষা ব্যবহার করে ছোটো গল্প বা ঘটনার বর্ণনা লিখতে পারবে
  • অতীত কাল ব্যবহার করে প্রশ্ন করতে পারবে। কেমব্রিজ ইংলিশ : ফ্লাইয়ারস পরীক্ষাটি কেমব্রিজ ইংলিশ :  Key ফর স্কুলস (KETfS) -এর সমমানের।

আমার সন্তান এই পরীক্ষাটি দিলে কী পাবে? 

এই পরীক্ষায় কোনো পাস বা ফেইল নেই। পরীক্ষার প্রতিটি বিভাগের জন্য আপনার সন্তান সর্বোচ্চ পাঁচটি করে শিল্ড পেতে পারে। তাদের যে সার্টিফিকেটটি দেয়া হবে সেখানে একেকটি বিষয়ে তার প্রাপ্ত শিল্ডের সংখ্যা উল্লেখ করা থাকবে। পরীক্ষা দেবার একমাস সময়ের মধ্যে তারা সার্টিফিকেটটি পাবে। 

লিসনিং রিডিং ও রাইটিং স্পিকিং
২৫ মিনিট সর্বোচ্চ পাঁচটি শিল্ড  ৪০ মিনিট সর্বোচ্চ পাঁচটি শিল্ড  ৭-৯ মিনিট সর্বোচ্চ পাঁচটি শিল্ড 

বাংলাদেশে কেমব্রিজ ইংলিশ ইয়াং লার্নারস পরীক্ষা

বাংলাদেশে কেমব্রিজ ইংলিশ ইয়াং লার্নারস  পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করুন 

জেনে নিন বাংলাদেশে কবে ও কোথায় আপনি কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষার ফি কত

পরীক্ষার দিন কী করবেন কী করবেন না?  

পরীক্ষা হবার পরবর্তী ৮ সপ্তাহের মধ্যেই ইয়াং লার্নারস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। যারাই এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করবেন প্রত্যেকেই একটি অ্যাওয়ার্ড পাবে। এখানে একজন পরীক্ষার্থী কতটুকু পেরেছে তার ওপরেই জোর দেয়া হয়, কতটুকু পারেনি তার ওপর নয়। শুধুমাত্র পরীক্ষায় অংশ নেবার জন্যই তাদেরকে একটি সম্মানসূচক পুরস্কার দেয়া হয়।  

কেন ব্রিটিশ কাউন্সিল?