Students taking an exam

রিটেন ও স্পিকিং পরীক্ষার দিন আপনি কী করবেন বা কী  করবেন না সে ব্যাপারে এই বিভাগে আপনি কিছু পরামর্শ ও নির্দেশনা পাবেন।  

রিটেন পরীক্ষার সময় করনীয় 

পরীক্ষা শুরু আগে 

  • কলম ,পেন্সিল, ইরেজার, আপনার পাসপোর্ট/ আইডি ও আপনার পরীক্ষার সময়সূচীটি  নিয়ে যাবেন
  • পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে থাকার চেষ্টা করবেন
  • কেন্দ্রে প্রদত্ত নির্দেশনা দেখে আপনার নির্দিষ্ট পরীক্ষা কক্ষটি জেনে নিন। কখন পরীক্ষা কক্ষে ঢুকবেন সে ব্যাপারে পরীক্ষা তত্ত্বাবধায়ক নির্দেশনা দেবেন
  • আপনার সময়সূচীটি হাতের কাছেই রাখুন। আপনার ক্যান্ডিডেট নাম্বারটি মনে রাখুন। একটি নির্দিষ্ট পরীক্ষা কক্ষে আপনার প্রার্থী নাম্বার নির্দিষ্ট করা ডেস্কেই আপনাকে বসতে হবে। 

পরীক্ষা চলাকালীন 

পরীক্ষা কক্ষে ঢোকার পর :

  • আপনার মোবাইল ফোনটি সুইচ অফ করে দিন। মোবাইলে অ্যালার্ম/ রিমাইন্ডার থাকলে সেটিও বন্ধ করে দেবেন
  • আপনার সাথে যদি অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস থাকে সেটিও বন্ধ করে দেবেন। হাতঘড়িতে অ্যালার্ম দেয়া থাকলে সেটিও বন্ধ করতে হবে
  • আপনার মোবাইল ফোন অথবা অন্যান্য অননুমোদিত জিনিস (বই, ব্যাগ ইত্যাদি) পরীক্ষা তত্ত্বাবধায়কের নির্দিষ্ট করে দেয়া স্থানে রাখুন
  • আপনি সাথে পানির বোতল রাখতে পারবেন, তবে সেটা মাটিতে ডেস্কের পাশে রাখতে হবে। বোতলটি এমনভাবে রাখবেন যাতে কারো পায়ে লেগে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে
  • আপনি জায়গায় বসার পর পরীক্ষা তত্ত্বাবধায়ক আপনার পাসপোর্ট/ আইডি এবং সময়সূচীর কাগজটি দেখতে চাইবে। আপনিই প্রকৃত প্রার্থী কি না তিনি সেটি মিলিয়ে দেখবেন
  • পরীক্ষা পরিদর্শক আপনাকে প্রশ্নপত্র দেবেন ( কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নপত্রের সাথে আলাদা উত্তরপত্র এবং/অথবা রাফ কাগজ থাকতে পারে) 
  • যদি প্রশ্নপত্রে আপনার নামটি ভুল ছাপা হয় তাহলে সাথে সাথে পরীক্ষা পরিদর্শককে জানাবেন
  • পরীক্ষা পরিদর্শক আপনাকে প্রতিটি পেপার সম্পর্কে নির্দিষ্ট নির্দেশনা দেবেন। মনোযোগ দিয়ে নির্দেশনাগুলো শুনুন এবং কোনোকিছু নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে পরিদর্শককে জিজ্ঞেস করুন। 

পরীক্ষা শুরু হবার পর :

  • প্রশ্নপত্রের প্রথম পাতায় প্রদত্ত নির্দেশনাগুলো পড়ুন। যদি সাথে আলাদা উত্তরপত্র থাকে তাহলে তার নির্দেশনাগুলোও
  • পরীক্ষা পরিদর্শক না বলা পর্যন্ত প্রশ্নপত্রের পাতা উল্টাবেন না
  • পরীক্ষা পরিদর্শক আপনাকে প্রতিটি পেপারের সময়সীমা জানিয়ে দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই একেকটি পেপারের উত্তর দিতে চেষ্টা করবেন কারণ পরবর্তী পেপারের সময় শুরু হয়ে গেলে আপনাকে আর পূর্ববর্তী পেপারে উত্তর লিখতে দেয়া হবে না
  • পরীক্ষা পরিদর্শক আপনাকে জানিয়ে দেবে একেকটি পেপারে উত্তর লেখার জন্য আপনি কলম বা পেন্সিল কোনটি ব্যবহার করবেন
  • রাইটিং : প্রশ্নপত্রে প্রদত্ত ছাইরঙের লাইনের ভেতরে উত্তর লিখবেন। আপনার রাফ করতে হলে প্রদত্ত সাদা পাতাগুলো ব্যবহার করবেন
  • লিসনিং :  এই পরীক্ষাটি বিভিন্ন বিভাগে বিভক্ত এবং অডিও সিডিটি একবার চালু হবার পর নিজে নিজেই শেষ পর্যন্ত বাজবে। অডিও ক্লিপটিতে প্রয়োজনীয় বিরতি ও নির্দেশনা দেয়াই থাকবে। একেকটি অংশ দুইবার করে শোনানো হবে। আপনি উত্তর লেখার জন্য সময় পাবেন এবং অডিও সিডিটিই আপনাকে জানিয়ে দেবে কখন পরীক্ষাটি শেষ হচ্ছে
  • পরীক্ষা কক্ষে আপনি কথা বলতে, কারোটা দেখে লিখতে কিংবা  কোনো অননুমোদিত জিনিস (যেমন মোবাইল ফোন) আপনার সাথে রাখতে বা ব্যবহার করতে পারবেন না। এরকম ক্ষেত্রে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারেন
  • আপনার যদি টয়লেটে যেতে হয় তাহলে আপনার সাথে নিরাপত্তাজনিত কারণেই একজন পরীক্ষা পরিদর্শকও সাথে যাবেন
  • কিছু বলতে হলে হাত তুলবেন। আপনি পরীক্ষা চলাকালীন সময়ে টয়লেটে গেলে সেজন্য আপনাকে অতিরিক্ত কোনো সময় দেয়া হবে না
  • লিখিত পরীক্ষার ১০ মিনিট বা ৫ মিনিট বাকি থাকতেই পরীক্ষা পরিদর্শক আপনাদের সতর্ক করে দেবেন।   

পরীক্ষা শেষ হবার পর : 

  • পরীক্ষার সময় শেষ হয়ে গেলে আপনাকে কলম বা পেন্সিল নামিয়ে রাখতে বলা হবে
  • পরীক্ষা পরিদর্শক সবার প্রশ্নপত্র, উত্তরপত্র ও রাফ কাগজ জমা নেয়ার পর আপনাদের পরীক্ষা কক্ষ ত্যাগ করার অনুমতি দেবেন। এইসময়টুকু আপনাকে সিটেই বসে থাকতে হবে।   

পরীক্ষার পর 

  • পরীক্ষা কক্ষ থেকে বের হবার সময় ব্যক্তিগত জিনিসপত্র নিয়েছেন কি না দেখে নেবেন
  • সময়সূচীর একটি কপি অবশ্যই আপনার কাছে যত্ন করে রাখবেন। ফলাফল দেখার সময় সময়সূচীতে প্রদত্ত কোডটি প্রয়োজন হবে। 

অনভিপ্রেত কিছু ঘটলে কীভাবে জানাবেন 

  • যদি পরীক্ষার সময় এমন কিছু ঘটে যার জন্য আপনার পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছে ( যেমন, যদি আপনি অসুস্থ হয়ে পড়েন কিংবা কোনো জোরালো শব্দের জন্য যদি লিসনিং পরীক্ষায় অডিও শুনতে অসুবিধা হয়) তাহলে কেন্দ্রের তত্ত্বাবধায়ক অথবা পরীক্ষা পরিদর্শককে সাথে সাথে জানাবেন।

স্পিকিং পরীক্ষার সময় করণীয় 

  • আপনার সাথে পাসপোর্ট/ আইডি এবং সময়সূচীটি নিয়ে যাবেন
  • নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবেন
  • কেন্দ্রে প্রদত্ত নির্দেশনা দেখে জেনে নেবেন মৌখিক পরীক্ষাটি কোথায় হবে
  • পরীক্ষা কো-অর্ডিনেটর উপস্থিতির তালিকার সাথে আপনার ফটো আইডি মিলিয়ে নেবেন। আপনার আইডি চেক হয়ে গেলে পরীক্ষা শুরু হবার আগ পর্যন্ত আপনি নির্দিষ্ট একটি স্থানে অপেক্ষা করবেন
  • যেহেতু একই কক্ষেই অন্য প্রার্থীদের পরীক্ষা হবে তাই আপনাকে অবশ্যই নীরব থাকতে হবে যেন অন্য প্রার্থীদের পরীক্ষা দিতে অসুবিধা না হয়
  • যদি আপনার নামের বানানে কোনো ভুল থাকে তাহলে কো-অর্ডিনেটরকে জানাবেন। সেক্ষেত্রে তিনি সংশোধনের জন্য আপনার নামটি নোট করে রাখবেন
  • আপনার মোবাইল ফোন এবং অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস সুইচ অফ করে দিতে হবে। কো-অর্ডিনেটর যেখানে নির্দিষ্ট করে দেবেন সেখানে আপনার সব জিনিসপত্র রাখতে হবে
  • মৌখিক পরীক্ষাটি জোড়ায় জোড়ায় হবে। পরীক্ষা পরিদর্শক নির্দিষ্ট করে দেবেন আপনার সহপ্রার্থী কে হবেন। সময়সূচীর ভিত্তিতে এই সমন্বয়টি করা হবে
  • যদি কেউ নির্দিষ্ট সময় অনুযায়ী উপস্থিত হতে না পারেন তাহলে নতুন করে দুইজনকে পেয়ার করে দেয়া হবে যেন একজনের কারণে আরেকজনের সময় নষ্ট না হয়
  • আপনাকে একটি পারসোনালাইজড মার্কশিট দেয়া হবে। সেটি ভাঁজ করবেন না, মোচড়াবেন না কিংবা এর ওপর কিছু লিখবেন না। আপনি পরীক্ষা কক্ষে ঢোকার পর কাগজটি পরীক্ষকের হাতে দেবেন
  • যদি মোট প্রার্থী সংখ্যা বেজোড় হয় তাহলে একদম শেষে তিনজন প্রার্থীকে নিয়ে একটি দল করে দেয়া হবে। একজন প্রার্থীকে নিয়ে পরীক্ষাটি নেয়া যাবে না।   

পরীক্ষার দিনের ছবি

KET, PET এবং FCE পরীক্ষার দিন অবশ্যই প্রার্থীদের ছবি তোলা হবে। রিটেন পরীক্ষা অথবা স্পোকেন পরীক্ষার যেকোনো একদিন ছবি তোলা হতে পারে।

সকল প্রার্থীকে, বাবা-মা/ অভিভাবককে সম্পৃক্ত সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে। এ ব্যাপারে আরও তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।