দ্য রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জেনস অফ গ্লাসগো তার অঙ্গসংগঠনের মধ্যে একটা অন্যরকম সুবিধা পেয়ে থাকে, তা হলো ফিজিশিয়ান এবং সার্জেনরা (ডেন্টিস্ট সহ) মেম্বারশীপ ও ফেলোশীপ পেয়ে থাকে। পরীক্ষা (লিখিত, মৌখিক এবং ক্লিনিক্যাল) এই ক্ষেত্রে মান বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে।
এই পরীক্ষা কেন দেব?
রয়্যাল কলেজ অফ সার্জেনস এর ফেলোশীপ যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে সার্জেন হিসেবে চাকরী করার একটি পূর্বশর্ত, রয়্যাল কলেজ অফ সার্জেনস অফ ইংল্যান্ড, রয়্যাল কলেজ অফ সার্জেনস ইন আয়ারল্যান্ড (চার্টার্ড ১৭৮৪), রয়্যাল কলেজ অফ সার্জেনস অফ এডিনবার্গ (চার্টার্ড ১৫০৫) এবং রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জেনস অফ গ্লাসগো এর সার্টিফিকেট নিশ্চিত করা হয়।
কিভাবে রেজিস্টার করবো?
রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জেনস অফ গ্লাসকো এর ওয়েবসাইটের মাধ্যমে FRCS পরীক্ষার জন্য আবেদন করুন।