রয়্যাল কলেজ অফ জেনারেল প্রাক্টিশনারস (RCGP) ইউকের একটি প্রাতিষ্ঠানিক সংগঠন জেনারেল ডাক্তারদের জন্য। এর লক্ষ্য হচ্ছে সাধারণ মেডিকেল প্যাক্টিস এর বিষয়ে উচ্চমান বজায় রাখা এবং শিক্ষা, ট্রেইনিং ও মানের বিষয়ে তাদের একটা জোরালো ‘VOICE’ তৈরী করা
আন্তর্জাতিক প্রার্থীদের নিত্যদিনের এই অনুশীলনকে আরো প্রাসঙ্গিক করতে RCGP একটি নিজেদের একটি মেম্বারশীপ পরীক্ষার সংস্করণ চালু করেছে যার নাম MRCGP[INT] যা হুবহু একই প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয়, উপরন্তু তার সাথে যুক্ত হয়েছে সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক, ভাষাগত, সংক্রমঙ্গত রোগের বিষয় কেননা স্থানীয়ভাবে ডাক্তারি করতে গিয়ে যুক্তরাজ্যের বাইরের অভিবাসীরা এসব বাধার সম্মুখীন হয়ে থাকে।
এই পরীক্ষা বছরে দুইবার নেয়া হয়।
কিভাবে রেজিস্টার করবো
আপনাকে RCGP website এর মাধ্যমে ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে।