MRCP দিয়ে কি বোঝায়?

মেম্বারশীপ অফ দ্য রয়্যাল কলেজেস অফ ফিজিশিয়ান। 

রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান অফ এডিনবার্গ, রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান এ্যান্ড সার্জেনস অফ গ্লাসগো এবং রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান অফ লন্ডনের অন্তর্ভুক্ত যৌথভাবে সদস্যপদলাভের জন্য এই প্রোগ্রাম। MRCP UK পরীক্ষা আপনার পুরো প্রাতিষ্ঠানিক শিক্ষা ও একজন ডাক্তার হিসেবে আপনার পেশাগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাজ্যে মেডিক্যাল বিষয়ে বিশেষ ট্রেইনিং নেয়ার ক্ষেত্রে এই পরীক্ষা আপনার জন্য পূর্বশর্ত।

MRCP  পরীক্ষায় কি আছে?

এই পরীক্ষাটি ৩ টি ভাগে বিভক্তঃ 

  • ১ম অংশে আছে ২-৩ ঘন্টা ব্যাপী সঠিক উত্তর বাছাই প্রশ্নপত্র যা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত।
  • ২য় অংশে আছে ২-৩ ঘন্টা ব্যাপী সঠিক উত্তর বাছাই প্রশপত্র যেখানে থাকবে রোগীর রোগ নির্ণয়, চিকিৎসা অনুসন্ধান, আরোগ্যসম্ভাবনা জনিত ব্যবস্থাপনা
  • ৩য় অংশ ক্লিনিক্যাল পরীক্ষায় আছে ৫টি ক্রমিক ক্লিনিক্যাল পরীক্ষা যা মূল্যায়ন করবে দুইজন পরীক্ষক  

যুক্তরাজ্যের জেনারেল মেডিক্যাল কাউন্সিলের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর জেনারে প্রফেশনাল ট্রেইনিং (GTP) এর দু বছরের মধ্যে এই পরীক্ষা নেয়া হয়

কেন এই পরীক্ষা দেবো?

যারা বিশেষজ্ঞ হিসেবে নিবন্ধন করাতে চান, এই পরীক্ষা তাদের জন্য ডাক্তারদের উচ্চতর বিশেষায়িত ট্রেইনিং এ যোগদানে পূর্বশর্ত হিসেবে কাজ করে 

কিভাবে রেজিস্টার করবো

আপনাকে অনলাইনে MRCP UK ওয়েবসাইট এ আবেদন করতে হবে।

তারপর অবশ্যই ব্রিটিশ কাউন্সিলে যোগাযোগ করতে হবে যারা নিজেদের পরীক্ষা কেন্দ্রে আপনার এই পরীক্ষা পরিচালনা করবে।

পরীক্ষা কখন আর খরচ কতো?

MRCP ওয়েবসাইট ভিজিট করুন পার্ট ১ সম্পর্কে বিস্তারিত তথ্য অথবা পার্ট ২ সম্পর্কে বিস্তারিত জানার জন্য।

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য কি আপনারা পরীক্ষার আয়োজন করে থাকেন?

আমরা বিশেষ চাহিদার দিকে আমাদের সর্বোচ্চ নজর দিয়ে থাকি। আপনাকে পরীক্ষার প্রশ্ন বুঝতে এবং উত্তর দেয়ায় সাহায্য করবো, আপনার বিশেষ অক্ষমতাকে এক পাশে রেখে আমরা সুষ্ঠুভাবে ফলাফল দিয়ে থাকি। যদি আপনার কোন বিশেষ সুবিধা দরকার হয় অবশ্যই আবেদন জমা দেয়ার তিন মাস আগে যোগাযোগ করুন। রেজিস্ট্রেশন করার সময় প্রয়োজনীয় মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে।

MRCP পরীক্ষার সম্বন্ধে আরো জানবো কিভাবে?

এই পরীক্ষার সময়সূচী, তারিখ সম্বন্ধে আরো বিস্তারিত জানতে MRCP (UK) ওয়েবসাইট টি দেখুন।