Graphic icon with statistics that show IELTS is the top English language testing system, accepted in 140+ countries.

IELTS – ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম– বিশ্বের সবথেকে জনপ্রিয় ইংরেজী ভাষার পরীক্ষা। ভাষাগত মূল্যায়নে বিশ্বের কিছু অগ্রণী বিশেষজ্ঞরা পরীক্ষাটি তৈরী করেছেন এবং এতে আপনার ইংরেজীর সবকটি দক্ষতা- রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিং মূল্যায়ন করা হয়।

ইংরেজীভাষী পরিবেশে আপনি কিভাবে পড়াশোনা, কাজ করা ও বাস করার জন্য ইংরেজীর ব্যবহার করবেন পরীক্ষাটি তারই প্রতিফলন ঘটায়। আপনি বিশ্বজুড়ে আমাদের যে কোনও অফিসিয়াল টেস্ট সেন্টারে পরীক্ষা দিতে পারেন।

বিদেশে পড়াশোনা, কাজ করা এবং বাস করা 

IELTS ১৪০ টির বেশি দেশে ১১,০০০-এর বেশি সংগঠনের দ্বারা স্বীকৃত। এই সংগঠনগুলির মধ্যে সরকারী, শিক্ষা প্রতিষ্ঠান ও শুধু যুক্তরাষ্ট্রেই-তেই ৩,০০০ নিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে। 

আপনি যেখানে যেতে চান সেখানেই যেতে পারবেন

বেশিরভাগ দেশেই যেখানে ইংরেজীই প্রধান ভাষা, সেখানে আপনাকে চাকরি ও বিশ্ববিদ্যালয়ের কোর্সের জন্য আবেদন করতে ইংরেজী ভাষায় দক্ষতার প্রমাণ দেখাতে IELTS আপনাকে সাহায্য করবে। 

দেশে বসেই নিজেকে প্রমাণ করুন

IELTS পরীক্ষা দিয়ে আপনার ইংরেজী ভাষার দক্ষতা প্রমাণ করা আপনাকে  নিজের দেশেও আরো ভালো চাকরী বা পদোন্নতি পেতে সাহায্য করতে পারে।

মাইগ্রেট করতে চাইছেন?

আপনার IELTS  পরীক্ষার ফলাফল আপনাকে অভিবাসনের চাহিদাগুলি পূরণ করতেও সাহায্য করবে। ইংরেজী ভাষার পরীক্ষা দিতে হয় এমন সব অভিবাসন কর্তৃপক্ষই IELTS গ্রহন করে। 

আপনার IELTS যাত্রা বেছে নিন

আপনার পরীক্ষা বুক করা থেকে ফলাফল পাওয়া পর্যন্ত, এমন একটি IELTS যাত্রাপথ বেছে নিন যা আপনার জন্যে সুবিধাজনক। 

কেন ব্রিটিশ কাউন্সিলের সাথে IELTS দেবেন?

অনেকগুলো সুবিধাজনক জায়গায় আমাদের অফিসিয়াল টেস্ট সেন্টার রয়েছে যেখানে আমরা সহজে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং চিন্তামুক্ত ভাবে পরীক্ষা দেয়ার পরিবেশ প্রদান করে থাকি।