আপনার IELTS পরীক্ষার দিনের সম্পর্কে তথ্য এবং উপদেশ

আপনার IELTS পরীক্ষার দিনে আপনার কিছুটা বিচলিত থাকতে পারেন। যাতে আপনি স্বাভাবিক থাকতে পারেন, তাই আমরা পরীক্ষার দিনে কী ঘটবে তা সম্পর্কে একটি ধারণা দিয়ে কিছু তথ্য এখানে রেখেছি।

আপনার IELTS পরীক্ষার জন্য আপনাকে নির্ধারিত সময়ে পৌঁছাতে হবে। আপনার পরীক্ষা কোন সময়ে শুরু হবে তা যাতে আপনি জানতে পারেন তাই পরীক্ষার অন্তত তিন দিন আগে আপনি একটি ইমেল পাবেন। দেরিতে পৌঁছালে আপনাকে পরীক্ষায় নাও বসতে দেয়া হতে পারে।

শারীরিক অক্ষমতা বা অন্য কোনও অবস্থার জন্য যদি আপনি বিশেষ ব্যবস্থাপনার জন্য বলে রেখে থাকেন তাহলে পরীক্ষার দিনে আপনার জন্য সেই ব্যবস্থা করা হবে। এই ব্যাপারে অনুগ্রহ করে আমাদের সঙ্গে অন্তত ৯০ দিন আগে যোগাযোগ করুন।

পরীক্ষার আগে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত কিনা নিশ্চিত হোন। পরীক্ষার হলে আপনাকে খাবার খেতে দেয়া হবে না, তবে স্বচ্ছ বোতলে পানি খেতে পারবেন।

পরীক্ষা কতক্ষণ চলবে?

লিসেনিং, রিডিং এবং রাইটিং পরীক্ষার জন্য আপনি ২ ঘণ্টা ৪০ মিনিট পাবেন এবং পরীক্ষার মাঝখানে কোনও বিরতি পাওয়া যাবে না।

আপনার স্পিকিং পরীক্ষাটি হয়তো পরীক্ষার অন্য বিভাগগুলির মত একই দিনে হতে পারে বা তার এক সপ্তাহ আগে বা দুই দিন পর পর্যন্তও হতে পারে। আপনার স্পিকিং পরীক্ষাটি যদি আপনার প্রধান পরীক্ষার থেকে ভিন্ন দিনে পড়ে তাহলে আপনি আগে থেকে জানতে পারবেন।

পরীক্ষা কক্ষে আমাকে কি কি আনতে হবে?

আপনাকে যা যা আনতে হবে:

  • আপনার পাসপোর্ট
  • একটি পেন্সিল ও কলম (লিসেনিং ও রিডিং জন্য পেন্সিলের দরকার হবে)
  • একটি ইরেজার

আমাদের মতে যেগুলি আনা বাঞ্ছনীয়:

  • একটি স্বচ্ছ বোতলে পানি

পরীক্ষা কক্ষে আপনি কিছু খেতে পাবেন না।

আপনার মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইস বন্ধ রাখুন। আপনার অন্যান্য ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে এগুলোকে পরীক্ষা কক্ষের বাইরে রাখতে বলা হবে। 

পরীক্ষার দিনে আমার সামগ্রী কোথায় রাখব?

পরীক্ষা কেন্দ্রে একটি নিরাপদ স্থান থাকবে যেখানে আপনাকে আপনার সমস্ত সামগ্রী রাখতে হবে। পরীক্ষা কেন্দ্রে ব্যক্তিগত সামগ্রী হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তার দায় ব্রিটিশ কাউন্সিলের নয়। তাই মোবাইল ফোন ও কম্পিউটারের মতো দামী জিনিস বাড়িতে রেখে যাওয়ার ভালো। 

কখন আমার পরিচয় পরীক্ষা করা হবে?

আপনি IELTS পরীক্ষা কেন্দ্রে পৌঁছালে সেখানকার কর্মীরা আপনার পরিচয় পরীক্ষা করবেন।

আপনার পরীক্ষা বুক করার সময় যে পাসপোর্ট ব্যবহার করেছেন অনুগ্রহ করে সেটিই নিয়ে আসুন।

অবৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট  গ্রহণ করা হবে না। আপনি পাসপোর্ট প্রদান করতে না পারলে, আপনাকে পরীক্ষায় বসতে দেয়া হবে না।

 

কখন আমার পরীক্ষার দিনের ছবি তোলা হবে?

অতিরিক্ত সুরক্ষা হিসাবে পরীক্ষার দিনে আপনার ছবি তোলা হবে এবং আপনার পরীক্ষার রিপোর্ট ফর্মে তা দেখা যাবে।

পরীক্ষার সময় আমার সাহায্যের দরকার হলে কী হবে?

পরীক্ষার সময় আপনার কোনও প্রশ্ন থাকলে সাহায্যের জন্য হাত তুলুন।

লিসেনিং পরীক্ষার সময়, আপনি শব্দ ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা পরীক্ষা করুন। শুনতে না পেলে পরিদর্শক জানাতে সরাসরি আপনার হাত তুলুন।

অনুগ্রহ করে মনে রাখবেন লিসেনিং পরীক্ষার জন্য উত্তর পত্র ভর্তি করার জন্য আপনার হাতে ১০ মিনিট থাকবে। রিডিং পরীক্ষার জন্য আপনার কাছে ১০ মিনিট থাকবে না, তাই প্রতিটি বিভাগ সম্পূর্ণ করার পর আপনার উত্তর লিখতে ভুলবেন না।

পরীক্ষার সময় যদি আপনাকে বাথরুম যেতে হয়, পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করতে আপনার হাত তুলুন। অনুগ্রহ পূর্বক অন্যান্য পরীক্ষার্থীদের বিরক্ত করবেন না।

পরীক্ষা শেষের পর কী হবে?

পরিদর্শক আপনাকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার অনুমতি না দেয়া পর্যন্ত নিজের জায়গায় বসে থাকুন।

যদি আপনার মনে হয় কোনও সমস্যার কারণে আপনার পারফরমেন্সে প্রভাব পড়বে তাহলে তা সরাসরি পরিদর্শককে জানান।

যদি আপনি কোনও সমস্যা তুলে ধরতে চান বা অভিযোগ করতে চান, তাহলে অনুগ্রহ করে আপনার পরিদর্শকের কাছে একটি টেস্ট ডে ইনসিডেন্স ফর্ম চেয়ে তা পুরন করে জমা দিন। পরীক্ষার এক সপ্তাহের মধ্যে এই ফর্মটি জমা দেয়া আবশ্যক।

ব্রিটিশ কাউন্সিল আপনার নিরাপত্তার প্রতি যত্নবান

অনুগ্রহ করে মনে রাখবেন যে ব্রিটিশ কাউন্সিলের IELTS পরীক্ষার নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত করার জন্য, পরীক্ষার দিনে IELTS এর প্রশাসনিক কর্মীরা আপনার একটি ছবি তুলে রাখবে। আপনার পরীক্ষা বুক করার পর আপনাকে প্রদত্ত ছবি সম্পর্কিত নির্দেশনা পর্যালোচনা করতে ভুলবেন না। এছাড়াও কেন্দ্রে আপনার আঙুলের ছাপ স্ক্যান করা হবে।

কোন প্রকার ঘড়ি পরীক্ষা কক্ষে আনা যাবে না। নিরাপদ ব্যাগেজ এলাকায় আপনার সামগ্রীর সঙ্গে আপনার ঘড়িও রেখে আসতে হবে। পরীক্ষা কেন্দ্রে ঘড়ি থাকবে।