আপনার IELTS পরীক্ষার দিনের সম্পর্কে তথ্য এবং উপদেশ
আপনার IELTS পরীক্ষার দিনে আপনার কিছুটা বিচলিত থাকতে পারেন। যাতে আপনি স্বাভাবিক থাকতে পারেন, তাই আমরা পরীক্ষার দিনে কী ঘটবে তা সম্পর্কে একটি ধারণা দিয়ে কিছু তথ্য এখানে রেখেছি।
আপনার IELTS পরীক্ষার জন্য আপনাকে নির্ধারিত সময়ে পৌঁছাতে হবে। আপনার পরীক্ষা কোন সময়ে শুরু হবে তা যাতে আপনি জানতে পারেন তাই পরীক্ষার অন্তত তিন দিন আগে আপনি একটি ইমেল পাবেন। দেরিতে পৌঁছালে আপনাকে পরীক্ষায় নাও বসতে দেয়া হতে পারে।
শারীরিক অক্ষমতা বা অন্য কোনও অবস্থার জন্য যদি আপনি বিশেষ ব্যবস্থাপনার জন্য বলে রেখে থাকেন তাহলে পরীক্ষার দিনে আপনার জন্য সেই ব্যবস্থা করা হবে। এই ব্যাপারে অনুগ্রহ করে আমাদের সঙ্গে অন্তত ৯০ দিন আগে যোগাযোগ করুন।
পরীক্ষার আগে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত কিনা নিশ্চিত হোন। পরীক্ষার হলে আপনাকে খাবার খেতে দেয়া হবে না, তবে স্বচ্ছ বোতলে পানি খেতে পারবেন।