বাংলাদেশে কোথায় IELTS পরীক্ষা নেওয়া হয়?

বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের পরীক্ষাকেন্দ্রগুলোতে আমরা বিভিন্ন সুবিধাজনক তারিখে পরীক্ষা নিয়ে থাকি। আপনি IELTS অন পেপার ও IELTS অন কম্পিউটার এই দুইটির মধ্যে থেকে আপনার পছন্দমত মাধ্যমটি বাছাই করুন। আপনি যে মাধ্যমটিই বাছাই করুন, আপনাকে একটি নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে এসে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। আরও জানুন

IELTS অন পেপারের পরীক্ষাকেন্দ্রসমূহ

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, কুমিল্লা এবং রাজশাহী।

IELTS অন কম্পিউটারের পরীক্ষাকেন্দ্রসমূহ

ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট।

যুক্তরাজ্যে কাজ বা পড়াশোনা করার সুযোগ খুঁজছেন?

আপনার যদি যুক্তরাজ্যে কাজ বা পড়াশোনা করার জন্য ভিসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার  IELTS ফর UKVI বা IELTS ফর Life Skills পরীক্ষা দেওয়া প্রয়োজন হতে পারে।

IELTS পরীক্ষার ফি

আপনার পছন্দের স্থান এবং পরীক্ষার তারিখ বেছে নিতে ড্রপডাউনটি ব্যবহার করুন

আমাদের IELTS টেস্ট ফি এর সাথে বিশেষ প্রস্তুতি উপকরন, প্রস্তুতি পরীক্ষা এবং আরও অসংখ্য সুবিধা অন্তর্ভুক্ত

পরীক্ষার সূচি/ সময় 

লিস্নিং, রিডিং এবং রাইটিং পরীক্ষা একই দিনে, কোন বিরতি ছাড়াই অনুষ্ঠিত হবে।

আপনি যদি IELTS অন পেপার পরীক্ষা পদ্ধতি নির্বাচন করে থাকেন, তবে আপনার স্পিকিং টেস্ট আপনার বাকি পরীক্ষাগুলোর থেকে ভিন্ন তারিখে অনুষ্ঠিত হবে, যা সাধারণত মূল পরীক্ষার সাত দিন আগে বা পরে অনুষ্ঠিত হয়ে থাকে। আপনার স্পিকিং পরীক্ষার তারিখটি আপনাকে পরীক্ষার ৪৮ ঘণ্টা পূর্বে একটি ইমেইলের মাধ্যমে নিশ্চিত করা হবে।

আপনার স্পিকিং পরীক্ষার স্লট নির্বাচন করুন

আপনি আপনার স্পিকিং পরীক্ষার স্লট আপনি নিজেই নির্বাচন করতে পারবেন তা আপনি IELTS অন পেপার অথবা IELTS অন কম্পিউটার যে পরীক্ষা পদ্ধতিতেই অংশগ্রহন করেন না কেন। পরীক্ষার টাইম কোন কারনে পরিবর্তন করা হলে আমরা আপনাকে ইমেইল অথবা ফোন করে অবগত করব।

নিচের টেবিলে আপনি বাংলাদেশে আসন্ন IELTS অন পেপার অথবা IELTS অন কম্পিউটারের অ্যাকাডেমিক এবং জেনারেল ট্রেনিং পরীক্ষার (UKVI ব্যতীত) তারিখসমূহ দেখতে পারবেন।