আপনি IELTS পরীক্ষা বাংলাদেশ-এ আমাদের আনুষ্ঠানিক পরীক্ষা কেন্দ্রে লিখে অথবা কম্পিউটারের মাধ্যমে দিতে পারবেন।
আপনি যে ভাবেই দিন না কেন, ঠিক একই IELTS পরীক্ষা দেবেন, যেখানে পরীক্ষার বিষয় ও কাঠামো একই থাকবে। একমাত্র তফাত এই যে, আপনার সুবিধামতো হয় উত্তর কাগজে লিখবেন অথবা কম্পিউটারে টাইপ ককরবেন।
কম্পিউটারে IELTS
আমাদের আনুষ্ঠানিক পরীক্ষা কেন্দ্রগুলোর একটিতে আপনাকে একটি কম্পিউটারে বসে লিসেনিং, রাইটিং ও রিডিং বিভাগগুলি বিভাগগুলির পরীক্ষা দিতে হবে। স্পিকিং পরীক্ষাটি কোনও প্রশিক্ষিত IELTS পরীক্ষকের সাথে সামনা-সামনিই হবে, যেহেতু আমরা মনে করি সেটিই আপনার কথা বলার দক্ষতা মূল্যায়ন করার সবথেকে কার্যকর উপায়।
কম্পিউটারে IELTS-এ আরও বেশি পরীক্ষার তারিখ বেছে নিতে পারবেন এবং ফলাফল পেয়ে যাবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে।
কম্পিউটারে IELTS পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এ -এ আমাদের আনুষ্ঠানিক পরীক্ষা কেন্দ্রে থেকে দেয়া যাবে।
আপনার কম্পিউটারে IELTS অ্যাকাডেমিক অথবা জেনারেল ট্রেনিং টেস্ট বুক করুন।
কাগজে IELTS
যদি আপনি এই বিকল্পটি বেছে নেন, তাহলে লিসেনিং, রাইটিং ও রিডিং বিভাগগুলিও কাগজে লিখে দিতে হবে। স্পিকিং পরীক্ষাটি কোনও IELTS পরীক্ষকের মুখোমুখি দিতে হবে।
পরীক্ষার দিনের পর থেকে ১৩ দিনের মধ্যে আপনি আপনার পরীক্ষার ফল পেয়ে যাবেন।
যদি আপনার কোনো বিশেষ সাহায্যের প্রয়োজনীয়তা থাকে, তাহলে আপনার কাগজে IELTS পরীক্ষা দেয়া উচিত।
আপনার কাগজে IELTS অ্যাকাডেমিক অথবা জেনারেল ট্রেনিং টেস্ট বুক করুন।