কোন IELTS পরীক্ষাটি দিতে হবে সেই নিয়ে নিশ্চিত নন?
বিভিন্ন রকমের IELTS পরীক্ষা রয়েছে যাতে আপনি দিতে পারেন। IELTS আপনাকে বিশ্বজুড়ে যাতায়াত করতে, আপনার আকাঙ্খিত চাকরি পেতে বা আপনি যে আপনার ইংরেজী উন্নত করেছেন শুধু সেইটুকু দেখাতেও সাহায্য করতে পারে। আপনি কোন পরীক্ষাটি নির্বাচন করবেন আপনি কি করতে চান তার উপর নির্ভর করে।
আপনার পরীক্ষাটি বুক করার আগে, নিশ্চিত করে নিন যে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করছেন তাদের কোন পরীক্ষাটি চাই।