আপনার যদি দেখায়, শোনায়, কথা বলায় বা শেখায় কোনও রকম প্রতিবন্ধকতা থাকে তাহলে আমাদের আনুষ্ঠানিক IELTS পরীক্ষা কেন্দ্রগুলি সাহায্য করতে পারে। আপনার যদি IELTS-এর সংশোধিত সংস্করণ দরকার হয়, তাহলে পরীক্ষা কেন্দ্রকে তিনমাসের নোটিশ দিন।
যদি বিশেষ বন্দোবস্ত করতে হয় (যেমন অতিরিক্ত সময়), তাহলে পরীক্ষা কেন্দ্রটিকে ছয় সপ্তাহের নোটিশ দিন।
আপনার বিশেষ চাহিদা বা কোনও অক্ষমতা যাই থাক না কেন আপনার ইংরেজী ভাষার দক্ষতা সর্বাঙ্গীণভাবে পরীক্ষা করা হবে।
বিশেষ বন্দোবস্তগুলির মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে?
- ব্রেইল কাগজ
- প্রয়োজনীয় যতি ও বিরতিসহ বিশেষভাবে শোনার CD
- শোনার পরীক্ষার লিপ-রিডিং সংস্করণ
- বড় হরফে মুদ্রণ বা ব্রেইলে স্পিকিং টাস্ক কার্ড।
আমি কি ধরনের সাহায্য পেতে পারি?
আপনার যদি কোনও দৃষ্টিশক্তি সমস্যা থাকে, তাহলে আমরা যা দিতে পারি:
- বড় হরফে মুদ্রণ
- ব্রেইল পরীক্ষার কাগজ
- শ্রুতিলেখক যিনি আপনার হয়ে উত্তর লিখবেন।
যদি আপনার শ্রবণ প্রতিবন্ধকতা থাকে, তাহলে আমরা যা দিতে পারি:
- বিশেষ অ্যামপ্লিফিকেশনের সরঞ্জাম
- শোনার মডিউলটির একটি লিপ-রিডিং সংস্করণ
যদি আপনার পড়ার অসুবিধা থাকে, তাহলে আমরা যা যা বন্দোবস্ত করতে পারি:
- লেখা ও পড়ার কাজের জন্য অতিরিক্ত সময়।
যদি আপনার এমন কোনও বিশেষ চাহিদা থাকে যার জন্য IELTS পরীক্ষার সংশোধিত সংস্করণের দরকার হয় তাহলে যত শীঘ্র সম্ভব স্থানীয় আমাদের সাথে যোগাযোগ করুন।